বিনোদন প্রতিবেদক, ঢাকা
একসময় বিটিভির নাটকে নিয়মিত দেখা যেত সোহেল আরমানকে। চ্যানেলটির অনেক নাটকও নির্দেশনা দিয়েছেন তিনি। এর মধ্যে দীর্ঘ সময় বিটিভির কোনো নাটকের কাজ করেননি সোহেল আরমান। বিরতি কাটিয়ে গত রোজার ঈদে বিটিভির জন্য নির্মাণ করেন টেলিফিল্ম ‘জলপরী’। এবার তিনি নির্মাণ করছেন ধারাবাহিক নাটক। নাম ‘জল জোছনা’। ১৮ বছর পর বিটিভির কোনো ধারাবাহিকের নির্দেশনা দিচ্ছেন সোহেল আরমান।
নতুন এই ধারাবাহিক নিয়ে সোহেল আরমান বলেন, ‘ধারাবাহিকটির গল্পে দেখা যাবে একটি মানুষের দুটি অধ্যায়। একটা অতীত, অন্যটি বর্তমান। কারণ, এক দুর্ঘটনায় সে তার অতীতের সবকিছু ভুলে যায়। এই ক্রাইসিসের ওপর গড়ে উঠেছে ধারাবাহিকটির গল্প।’
পরিচালনার পাশাপাশি ধারাবাহিকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন সোহেল আরমান। দুই বছর পর অভিনয়ে ফিরলেন তিনি। সর্বশেষ তাঁকে দেখা গেছে সাজ্জাদ হোসেন দোদুলের পরিচালনায় ‘বোকা প্রেম’ ধারাবাহিকে। তবে বিটিভির নাটকে অভিনয় করলেন প্রায় দেড় যুগ পর। সোহেল আরমান বলেন, ‘১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা অভিনয় করেছি। এরপর পরিচালনা ও চিত্রনাট্য লেখায় মনোনিবেশ করায় অভিনয় তেমন করা হয়নি। আবার অভিনয় করার অন্যতম কারণ, সবার ভালোবাসা। অভিনয়ের জন্য অনেক অনুরোধ পাই। তাই পরীক্ষামূলকভাবে ফেরা। এটা যদি দর্শক পছন্দ করে, তাহলে আবার হয়তো অভিনয়ে নিয়মিত হব। সে ক্ষেত্রে নির্মাণে একটু কম দেখা যেতে পারে।’
চলতি বছরের শেষ দিকে প্রচারে আসবে জল জোছনা ধারাবাহিকটি। সোহেল আরমান জানান, আপাতত ৩৯ পর্বের শুটিং করা হবে। প্রিভিউ কমিটি যদি পছন্দ করে, তাহলে আরও পর্ব বাড়ানোর আবেদন করবেন তিনি। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, নায়মা আলম মাহা, রিফাত জাহান, শানারেই দেবী শানু, আলিফ প্রমুখ।
একসময় বিটিভির নাটকে নিয়মিত দেখা যেত সোহেল আরমানকে। চ্যানেলটির অনেক নাটকও নির্দেশনা দিয়েছেন তিনি। এর মধ্যে দীর্ঘ সময় বিটিভির কোনো নাটকের কাজ করেননি সোহেল আরমান। বিরতি কাটিয়ে গত রোজার ঈদে বিটিভির জন্য নির্মাণ করেন টেলিফিল্ম ‘জলপরী’। এবার তিনি নির্মাণ করছেন ধারাবাহিক নাটক। নাম ‘জল জোছনা’। ১৮ বছর পর বিটিভির কোনো ধারাবাহিকের নির্দেশনা দিচ্ছেন সোহেল আরমান।
নতুন এই ধারাবাহিক নিয়ে সোহেল আরমান বলেন, ‘ধারাবাহিকটির গল্পে দেখা যাবে একটি মানুষের দুটি অধ্যায়। একটা অতীত, অন্যটি বর্তমান। কারণ, এক দুর্ঘটনায় সে তার অতীতের সবকিছু ভুলে যায়। এই ক্রাইসিসের ওপর গড়ে উঠেছে ধারাবাহিকটির গল্প।’
পরিচালনার পাশাপাশি ধারাবাহিকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন সোহেল আরমান। দুই বছর পর অভিনয়ে ফিরলেন তিনি। সর্বশেষ তাঁকে দেখা গেছে সাজ্জাদ হোসেন দোদুলের পরিচালনায় ‘বোকা প্রেম’ ধারাবাহিকে। তবে বিটিভির নাটকে অভিনয় করলেন প্রায় দেড় যুগ পর। সোহেল আরমান বলেন, ‘১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা অভিনয় করেছি। এরপর পরিচালনা ও চিত্রনাট্য লেখায় মনোনিবেশ করায় অভিনয় তেমন করা হয়নি। আবার অভিনয় করার অন্যতম কারণ, সবার ভালোবাসা। অভিনয়ের জন্য অনেক অনুরোধ পাই। তাই পরীক্ষামূলকভাবে ফেরা। এটা যদি দর্শক পছন্দ করে, তাহলে আবার হয়তো অভিনয়ে নিয়মিত হব। সে ক্ষেত্রে নির্মাণে একটু কম দেখা যেতে পারে।’
চলতি বছরের শেষ দিকে প্রচারে আসবে জল জোছনা ধারাবাহিকটি। সোহেল আরমান জানান, আপাতত ৩৯ পর্বের শুটিং করা হবে। প্রিভিউ কমিটি যদি পছন্দ করে, তাহলে আরও পর্ব বাড়ানোর আবেদন করবেন তিনি। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, নায়মা আলম মাহা, রিফাত জাহান, শানারেই দেবী শানু, আলিফ প্রমুখ।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৭ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৭ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
১১ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১৩ ঘণ্টা আগে