Ajker Patrika

হাসপাতালে অভিনেতা তুষার খান

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৭: ৪৭
হাসপাতালে অভিনেতা তুষার খান

টিভি নাটক ও চলচ্চিত্রের অভিনেতা তুষার খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি ঘটায় গতকাল শনিবার (২২ জানুয়ারি) তাঁকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা আহসান হাবিব নাসিম ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।

আহসান হাবিব নাসিম বলেন, ‘ছয়-সাত দিন আগে থেকেই তুষার ভাই অসুস্থ। ওনার সঙ্গে এক দিন আগে আমার ফোনে কথা হয়, তখন তাঁর খুব কাশি হচ্ছিল। কিছুদিন আগে তিনি করোনায় আক্রান্ত হন, এখন সেটা ফুসফুসে সংক্রমিত হয়েছে। বর্তমানে তুষার ভাইকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে।’

প্রায় চার দশক ধরে অভিনয় করছেন তুষার খান। ১৯৮২ সালে আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে অভিনয় শুরু করেন তিনি। নব্বইয়ের দশকের প্রথম দিকে টিভি নাটকে অভিনয় শুরু করেন তুষার।

চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘আজকের প্রতিবাদ’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় তাঁর। মুহম্মদ হান্নানের পরিচালনায় সালমান শাহর সঙ্গে ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করে পরিচিত পান তুষার। পরিচালনাও করেছেন তিনি। তুষার খান পরিচালিত একমাত্র টেলিফিল্ম ‘কচুরিপানা’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত