মীর রাকিব হাসান
ঢাকা: শোবিজে অনেক দিন ধরেই আছেন তানজিন তিশা। গত চার বছরে নিজেকে আমূল বদলে ফেলেছেন। জোর চেষ্টা চালাচ্ছেন অভিনেত্রী হয়ে ওঠার। তার সুফলও পাচ্ছেন। বর্তমান সময়ে তিনি অন্যতম কাঙ্ক্ষিত টিভি অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় গত কয়েক ঈদে প্রচার হয়েছে তাঁর ২০টিরও অধিক নাটক। তবে তাঁকে নিয়ে অভিযোগ ছিল তিনি অপূর্ব ও নিশোর সঙ্গে অভিনয় করেই আলোচনায় এসেছেন। তবে সেই চেনা গণ্ডি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন তিশা।
এবার ঈদে তানজিন তিশার বিপরীতে দেখা গেছে ছয়-সাতজন অভিনেতাকে। পরিবর্তনটা দেখা গেছে মূলত গত বছরের কোরবানি ঈদ থেকে। জুটিপ্রথা থেকে বের হয়ে একাধিক অভিনেতার বিপরীতে অভিনয় করছেন। তিশা বলেন, ‘পরিচালকেরা যখন যাঁর বিপরীতে চান, আমি তাঁর বিপরীতেই অভিনয় করেছি। এখানে আমার কোনো হাত নেই। আমি সব সময় ভালো চরিত্র করার চেষ্টা করেছি। সেখানে কে আমার বিপরীতে আছেন, সেটা মুখ্য নয়। অবশ্যই এটা বড় একটা ফ্যাক্ট এখানকার পরিপ্রেক্ষিতে যে বড় তারকার বিপরীতে থাকলে আলোচনায় থাকা যায়।’
তাহলে এই ঈদে কী এমন হলো যে অপূর্ব, আফরান নিশোদের সংখ্যা খুবই কম? ‘এই ঈদের জন্য আমি কোনো নাটকে কাজ করিনি। আগের শুটিং হওয়া কাজগুলোই প্রচার হয়েছে। অনেক ক্ষেত্রে দুই বা তিন বছর আগের শুটিং করা নাটকও প্রচার হয়েছে। তবে যাঁদের বিপরীতে অভিনয় করেছি, কেউ কম জনপ্রিয় নন। অপূর্ব, নিশো দুজনেই জনপ্রিয় ও ভালো অভিনেতা। তাঁদের সঙ্গে কাজ করা আমি সব সময়ই উপভোগ করি। আজ হয়নি তো কাল হবে। বিশেষ কোনো ছকে তো বন্দী থাকতে পারি না। সবার সঙ্গেই ভালো ভালো চরিত্র করব। বিশেষ ছকে নিজেকে বেঁধে ব্যস্ত থাকতে চাই না।’
মাঝখানে একটু ছন্দপতন ঘটে তাঁর ক্যারিয়ারে। অপূর্ব যখন তাঁর স্ত্রীকে ডিভোর্স দেন তখন অনেকেই এ ঘটনার আড়ালে তানজিন তিশাকে জড়িয়ে নানা সমালোচনা করেন। সেই সমালোচনার পর অনেকেই ভেবেছিলেন, তানজিন তিশা হারিয়ে যাওয়াদের দলে পাড়ি জমাবেন। কিন্তু সেই কঠিন দিনগুলো পার করে এখন অনেকটাই ছন্দে ফিরেছেন। তার প্রমাণ পাওয়া গেল এবারের ঈদে। ঈদে প্রচারের তালিকায় থাকা কাজ প্রশংসিত হচ্ছে। এবার তাহসানের সঙ্গেও হয়েছেন প্রশংসিত। অন্যদিকে জোভানের সঙ্গেও রয়েছে নাটক।
ঈদের নাটকগুলোর মধ্যে তাঁর কয়েকটি নাটক প্রশংসিত হচ্ছে। এর মধ্যে ‘মাতাল হাওয়া’ নাটকটিতে অসাধারণ অভিনয় করেছেন তিনি। তাঁর সহশিল্পী জোভানের সঙ্গে তাল মিলিয়ে পরিচালক তিশাকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তিশা বলেন, ‘নাটকটি পরিচালক ইমরাউল রাফাত ভাইয়ের খুব ঘনিষ্ঠজনের সত্য ঘটনা অবলম্বনে। আমি পুরো গল্পটা জেনে অভিনয় করেছি। সবটা তো নাটকে দেখা যায়নি, তবে যখন গল্পটা শুনেছি তখন নিজের মধ্যে ওই চরিত্রটা ধারণ করতে পেরেছি।’ ভোজানে সঙ্গে আরও একটি নাটক প্রশংসা পেয়েছে। তার নাম ‘বালক-বালিকা’। এ নাটকে কলেজপড়ুয়া ছাত্রীর ভূমিকায় দেখা গেছে। আবার ‘এন্টি হিরো’ নাটকে তাহসানের স্ত্রীর ভূমিকায় খুবই প্রাণবন্ত ছিলেন। মধ্যবিত্ত পরিবারের একজন বউ হিসেবে দারুণ মানিয়েছে তিশাকে।
অন্যদিকে ‘শেষের খুব কাছে’ নাটকে মেন্টালি আপসেট একজন মেয়ের চরিত্রে নিজেকে উপস্থাপন করেছেন নিখুঁতভাবে। এ ছাড়া ঈদ ধারাবাহিক ‘শেফালীর প্রেমিকারা’তে নামভূমিকায় দারুণ অভিনয় করেছেন।
বললেন চলচ্চিত্র নিয়েও। দু-একটি ছবিতে নাম জড়িয়েও একসময় সরে এসেছিলেন। তাই অনেকেই ধরে নিয়েছেন, চলচ্চিত্রে আগ্রহ নেই তাঁর। ‘অবশ্যই আগ্রহ আছে চলচ্চিত্রে। মাঝেমধ্যেই অফার আসে, কিন্তু আমলে নেওয়ার মতো না একটাও। লকডাউনের মধ্যেও একটা অফার পেয়েছি। এটা সত্যি, ভালো কিছু না হলে করব না’, বললেন তিশা।
তিশার মতে, টিভি নাটকের সময় ভালো যাচ্ছে এখন। ‘মাঝে এমন একটা কথা উঠেছিল, “নাটক কে-ইবা দেখে?” আমি যতটুকু বুঝি, এখন মানুষ নাটক দেখছে। ভালো-খারাপ তো থাকবেই। দিনশেষে দর্শক ভালোটাই মনে রাখে’, বললেন তিশা।
ঢাকা: শোবিজে অনেক দিন ধরেই আছেন তানজিন তিশা। গত চার বছরে নিজেকে আমূল বদলে ফেলেছেন। জোর চেষ্টা চালাচ্ছেন অভিনেত্রী হয়ে ওঠার। তার সুফলও পাচ্ছেন। বর্তমান সময়ে তিনি অন্যতম কাঙ্ক্ষিত টিভি অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় গত কয়েক ঈদে প্রচার হয়েছে তাঁর ২০টিরও অধিক নাটক। তবে তাঁকে নিয়ে অভিযোগ ছিল তিনি অপূর্ব ও নিশোর সঙ্গে অভিনয় করেই আলোচনায় এসেছেন। তবে সেই চেনা গণ্ডি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন তিশা।
এবার ঈদে তানজিন তিশার বিপরীতে দেখা গেছে ছয়-সাতজন অভিনেতাকে। পরিবর্তনটা দেখা গেছে মূলত গত বছরের কোরবানি ঈদ থেকে। জুটিপ্রথা থেকে বের হয়ে একাধিক অভিনেতার বিপরীতে অভিনয় করছেন। তিশা বলেন, ‘পরিচালকেরা যখন যাঁর বিপরীতে চান, আমি তাঁর বিপরীতেই অভিনয় করেছি। এখানে আমার কোনো হাত নেই। আমি সব সময় ভালো চরিত্র করার চেষ্টা করেছি। সেখানে কে আমার বিপরীতে আছেন, সেটা মুখ্য নয়। অবশ্যই এটা বড় একটা ফ্যাক্ট এখানকার পরিপ্রেক্ষিতে যে বড় তারকার বিপরীতে থাকলে আলোচনায় থাকা যায়।’
তাহলে এই ঈদে কী এমন হলো যে অপূর্ব, আফরান নিশোদের সংখ্যা খুবই কম? ‘এই ঈদের জন্য আমি কোনো নাটকে কাজ করিনি। আগের শুটিং হওয়া কাজগুলোই প্রচার হয়েছে। অনেক ক্ষেত্রে দুই বা তিন বছর আগের শুটিং করা নাটকও প্রচার হয়েছে। তবে যাঁদের বিপরীতে অভিনয় করেছি, কেউ কম জনপ্রিয় নন। অপূর্ব, নিশো দুজনেই জনপ্রিয় ও ভালো অভিনেতা। তাঁদের সঙ্গে কাজ করা আমি সব সময়ই উপভোগ করি। আজ হয়নি তো কাল হবে। বিশেষ কোনো ছকে তো বন্দী থাকতে পারি না। সবার সঙ্গেই ভালো ভালো চরিত্র করব। বিশেষ ছকে নিজেকে বেঁধে ব্যস্ত থাকতে চাই না।’
মাঝখানে একটু ছন্দপতন ঘটে তাঁর ক্যারিয়ারে। অপূর্ব যখন তাঁর স্ত্রীকে ডিভোর্স দেন তখন অনেকেই এ ঘটনার আড়ালে তানজিন তিশাকে জড়িয়ে নানা সমালোচনা করেন। সেই সমালোচনার পর অনেকেই ভেবেছিলেন, তানজিন তিশা হারিয়ে যাওয়াদের দলে পাড়ি জমাবেন। কিন্তু সেই কঠিন দিনগুলো পার করে এখন অনেকটাই ছন্দে ফিরেছেন। তার প্রমাণ পাওয়া গেল এবারের ঈদে। ঈদে প্রচারের তালিকায় থাকা কাজ প্রশংসিত হচ্ছে। এবার তাহসানের সঙ্গেও হয়েছেন প্রশংসিত। অন্যদিকে জোভানের সঙ্গেও রয়েছে নাটক।
ঈদের নাটকগুলোর মধ্যে তাঁর কয়েকটি নাটক প্রশংসিত হচ্ছে। এর মধ্যে ‘মাতাল হাওয়া’ নাটকটিতে অসাধারণ অভিনয় করেছেন তিনি। তাঁর সহশিল্পী জোভানের সঙ্গে তাল মিলিয়ে পরিচালক তিশাকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তিশা বলেন, ‘নাটকটি পরিচালক ইমরাউল রাফাত ভাইয়ের খুব ঘনিষ্ঠজনের সত্য ঘটনা অবলম্বনে। আমি পুরো গল্পটা জেনে অভিনয় করেছি। সবটা তো নাটকে দেখা যায়নি, তবে যখন গল্পটা শুনেছি তখন নিজের মধ্যে ওই চরিত্রটা ধারণ করতে পেরেছি।’ ভোজানে সঙ্গে আরও একটি নাটক প্রশংসা পেয়েছে। তার নাম ‘বালক-বালিকা’। এ নাটকে কলেজপড়ুয়া ছাত্রীর ভূমিকায় দেখা গেছে। আবার ‘এন্টি হিরো’ নাটকে তাহসানের স্ত্রীর ভূমিকায় খুবই প্রাণবন্ত ছিলেন। মধ্যবিত্ত পরিবারের একজন বউ হিসেবে দারুণ মানিয়েছে তিশাকে।
অন্যদিকে ‘শেষের খুব কাছে’ নাটকে মেন্টালি আপসেট একজন মেয়ের চরিত্রে নিজেকে উপস্থাপন করেছেন নিখুঁতভাবে। এ ছাড়া ঈদ ধারাবাহিক ‘শেফালীর প্রেমিকারা’তে নামভূমিকায় দারুণ অভিনয় করেছেন।
বললেন চলচ্চিত্র নিয়েও। দু-একটি ছবিতে নাম জড়িয়েও একসময় সরে এসেছিলেন। তাই অনেকেই ধরে নিয়েছেন, চলচ্চিত্রে আগ্রহ নেই তাঁর। ‘অবশ্যই আগ্রহ আছে চলচ্চিত্রে। মাঝেমধ্যেই অফার আসে, কিন্তু আমলে নেওয়ার মতো না একটাও। লকডাউনের মধ্যেও একটা অফার পেয়েছি। এটা সত্যি, ভালো কিছু না হলে করব না’, বললেন তিশা।
তিশার মতে, টিভি নাটকের সময় ভালো যাচ্ছে এখন। ‘মাঝে এমন একটা কথা উঠেছিল, “নাটক কে-ইবা দেখে?” আমি যতটুকু বুঝি, এখন মানুষ নাটক দেখছে। ভালো-খারাপ তো থাকবেই। দিনশেষে দর্শক ভালোটাই মনে রাখে’, বললেন তিশা।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে