বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রতিবছর পবিত্র মাস উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজন করে কোরআনে হাফেজদের প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘আলোকিত কোরআন’। এবার এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন হবিগঞ্জের মো. মাহদী হাসান তামীম। প্রথম রানারআপ হয়েছেন আসাদুল্লাহ আবীর (শরিয়তপুর) এবং দ্বিতীয় রানারআপ হয়েছে মো. আবু বকর সিদ্দীক (কুমিল্লা)।
এবার ১৫তম বারের মতো আয়োজিত হয়েছে আলোকিত কোরআন প্রতিযোগিতা। দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন জোনের সহস্রাধিক প্রতিযোগী থেকে অডিশনের মাধ্যমে চার শতাধিক সেরা হাফেজকে বাছাই করে ঢাকায় তেজগাঁওয়ে অবস্থিত বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে চূড়ান্ত অডিশনের মাধ্যমে বাছাই করা হয় সেরা ৩২ জন প্রতিযোগী হাফেজকে। তাদের নিয়ে শুরু হয় মূল আয়োজন। গতকাল ২৮ মার্চ আলোকিত কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি আরটিভির পর্দায় প্রচারিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমরা কোরআন পাঠ করার পাশাপাশি এর মর্মার্থ বুঝে যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলে সমাজ থেকে সকল অন্যায় অবিচার বিদায় হবে। ন্যায় নিষ্ঠা ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। আমি বিশ্বাস করি, আলোকিত কোরআন প্রতিযোগিতার মাধ্যমে একঝাঁক তরুণ প্রতিভাবান হাফেজে কোরআনকে আরটিভি আমাদের সামনে হাজির করেছে, যারা ভবিষ্যতে বাংলাদেশে ইসলাম প্রসারের পথকে আরও আলোকিত করবে।’
ইউএসএ চ্যাম্পিয়ন হুজাইফা খান
দেশের পাশাপাশি গত বছর থেকে নর্থ আমেরিকায় শুরু হয়েছে এই আয়োজন। ‘সুন্দর জীবনের জন্য কোরআন’ এই শিরোনামে প্রতিযোগিতার দ্বিতীয় সিজনে নর্থ আমেরিকায় বসবাসরতদের মধ্য থেকে হাজার হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। সেখান থেকে নানা ধাপে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৬০ জন প্রতিযোগি নিয়ে শুরু হয়েছিল প্রতিযোগিতা।
সাতটি রাউন্ডে প্রতিযোগীরা তাদের সেরাটা উপস্থাপন করে দর্শকের মন জয় করেছেন। দ্বিতীয় সিজনে চ্যাম্পিয়ন হয়েছেন হুজাইফা খান (জ্যামাইকা, নিউইয়র্ক)। প্রথম রানার আপ হয়েছেন মাশরুর আহমেদ (মিশিগান), সেকেন্ড রানার আপ হয়েছেন তামজীদ উদ্দিন নাঈম (নিউইয়র্ক), চতুর্থ হয়েছেন মঞ্জুর আহমেদ (মিশিগান) এবং পঞ্চম হয়েছেন সারাবান তহুরা ভূঁইয়া (নিউইয়র্ক)।
প্রতিবছর পবিত্র মাস উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজন করে কোরআনে হাফেজদের প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘আলোকিত কোরআন’। এবার এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন হবিগঞ্জের মো. মাহদী হাসান তামীম। প্রথম রানারআপ হয়েছেন আসাদুল্লাহ আবীর (শরিয়তপুর) এবং দ্বিতীয় রানারআপ হয়েছে মো. আবু বকর সিদ্দীক (কুমিল্লা)।
এবার ১৫তম বারের মতো আয়োজিত হয়েছে আলোকিত কোরআন প্রতিযোগিতা। দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন জোনের সহস্রাধিক প্রতিযোগী থেকে অডিশনের মাধ্যমে চার শতাধিক সেরা হাফেজকে বাছাই করে ঢাকায় তেজগাঁওয়ে অবস্থিত বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে চূড়ান্ত অডিশনের মাধ্যমে বাছাই করা হয় সেরা ৩২ জন প্রতিযোগী হাফেজকে। তাদের নিয়ে শুরু হয় মূল আয়োজন। গতকাল ২৮ মার্চ আলোকিত কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি আরটিভির পর্দায় প্রচারিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমরা কোরআন পাঠ করার পাশাপাশি এর মর্মার্থ বুঝে যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলে সমাজ থেকে সকল অন্যায় অবিচার বিদায় হবে। ন্যায় নিষ্ঠা ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। আমি বিশ্বাস করি, আলোকিত কোরআন প্রতিযোগিতার মাধ্যমে একঝাঁক তরুণ প্রতিভাবান হাফেজে কোরআনকে আরটিভি আমাদের সামনে হাজির করেছে, যারা ভবিষ্যতে বাংলাদেশে ইসলাম প্রসারের পথকে আরও আলোকিত করবে।’
ইউএসএ চ্যাম্পিয়ন হুজাইফা খান
দেশের পাশাপাশি গত বছর থেকে নর্থ আমেরিকায় শুরু হয়েছে এই আয়োজন। ‘সুন্দর জীবনের জন্য কোরআন’ এই শিরোনামে প্রতিযোগিতার দ্বিতীয় সিজনে নর্থ আমেরিকায় বসবাসরতদের মধ্য থেকে হাজার হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। সেখান থেকে নানা ধাপে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৬০ জন প্রতিযোগি নিয়ে শুরু হয়েছিল প্রতিযোগিতা।
সাতটি রাউন্ডে প্রতিযোগীরা তাদের সেরাটা উপস্থাপন করে দর্শকের মন জয় করেছেন। দ্বিতীয় সিজনে চ্যাম্পিয়ন হয়েছেন হুজাইফা খান (জ্যামাইকা, নিউইয়র্ক)। প্রথম রানার আপ হয়েছেন মাশরুর আহমেদ (মিশিগান), সেকেন্ড রানার আপ হয়েছেন তামজীদ উদ্দিন নাঈম (নিউইয়র্ক), চতুর্থ হয়েছেন মঞ্জুর আহমেদ (মিশিগান) এবং পঞ্চম হয়েছেন সারাবান তহুরা ভূঁইয়া (নিউইয়র্ক)।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১১ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে