কারও বিদেশ যাত্রার বিষয়টি এখনো বেশ আলোড়ন ফেলে গ্রামাঞ্চলে। আর সেটি যদি হয় কোনো দম্পতির বেলায়, তবে তো কথাই নেই!
মিজান ও জবা সদ্য বিবাহিত দম্পতি। ঘটনাক্রমে এক এজেন্সির মাধ্যমে দুজনেই একসঙ্গে দুবাই যাওয়ার ভিসা পায়। যদিও শ্রমিক হিসেবেই তারা কাজ করতে যাবে সেখানে। তবুও এটি পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসে যায় এই দম্পতি। অল্পদিনেই তারা হয়ে ওঠে ওই অঞ্চলের আলোচনার প্রধান বিষয়।
এমন এক গল্প নিয়ে তৈরি ‘ঢাকা টু দুবাই’ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এতে তাঁদের একজনের নাম মিজান, অন্যজন জবা। নাটকটি বানিয়েছেন মহিদুল মহিম।
সিএমভির প্রযোজনায় সম্প্রতি এ নাটকের শুটিং শেষ হয়েছে। চলছে সম্পাদনা হয়ে মুক্তির প্রক্রিয়া।
নির্মাতা মহিম বলেন, ‘গল্পটা মজার তবে বার্তাটি বেদনার। গ্রামের সাধারণ দুটো মানুষের বিদেশ যাত্রা নিয়ে ঘটে যাওয়া নানা ঘটনা ও ব্যর্থতার করুণ চিত্র তুলে আনার চেষ্টা করেছি। আমরা চেয়েছি দুবাই যাত্রা নিয়ে আনন্দ ও বেদনার গল্পের সঙ্গে একটি সামাজিক বার্তা দিতে। সেটা হলো, নিজের সামর্থ্যের বাইরে যেও না।’
‘ঢাকা টু দুবাই’ নাটকে আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই নাটকটি দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
কারও বিদেশ যাত্রার বিষয়টি এখনো বেশ আলোড়ন ফেলে গ্রামাঞ্চলে। আর সেটি যদি হয় কোনো দম্পতির বেলায়, তবে তো কথাই নেই!
মিজান ও জবা সদ্য বিবাহিত দম্পতি। ঘটনাক্রমে এক এজেন্সির মাধ্যমে দুজনেই একসঙ্গে দুবাই যাওয়ার ভিসা পায়। যদিও শ্রমিক হিসেবেই তারা কাজ করতে যাবে সেখানে। তবুও এটি পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসে যায় এই দম্পতি। অল্পদিনেই তারা হয়ে ওঠে ওই অঞ্চলের আলোচনার প্রধান বিষয়।
এমন এক গল্প নিয়ে তৈরি ‘ঢাকা টু দুবাই’ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এতে তাঁদের একজনের নাম মিজান, অন্যজন জবা। নাটকটি বানিয়েছেন মহিদুল মহিম।
সিএমভির প্রযোজনায় সম্প্রতি এ নাটকের শুটিং শেষ হয়েছে। চলছে সম্পাদনা হয়ে মুক্তির প্রক্রিয়া।
নির্মাতা মহিম বলেন, ‘গল্পটা মজার তবে বার্তাটি বেদনার। গ্রামের সাধারণ দুটো মানুষের বিদেশ যাত্রা নিয়ে ঘটে যাওয়া নানা ঘটনা ও ব্যর্থতার করুণ চিত্র তুলে আনার চেষ্টা করেছি। আমরা চেয়েছি দুবাই যাত্রা নিয়ে আনন্দ ও বেদনার গল্পের সঙ্গে একটি সামাজিক বার্তা দিতে। সেটা হলো, নিজের সামর্থ্যের বাইরে যেও না।’
‘ঢাকা টু দুবাই’ নাটকে আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই নাটকটি দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
২৩ মিনিট আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
২৮ মিনিট আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
১ ঘণ্টা আগে১৫ বছর আগে বলিউডে একটি অধ্যায় শুরু হয়েছিল। ২০১০ সালের ৩০ এপ্রিল মুক্তি পায় ‘হাউসফুল’। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, এর পর একে একে মুক্তি পেয়েছে হাউসফুলের চারটি পর্ব। চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন।
১ ঘণ্টা আগে