মারা গেছেন মার্কিন অভিনেতা মার্ক মার্গোলিস। জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হেক্টর স্যালাম্যাঙ্কার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। পরে ‘বেটার কল সল’-এও অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, সম্প্রতি অসুস্থ হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মার্গোলিস। সেখানেই গত বৃহস্পতিবার মৃত্যু হয়েছে এই অভিনেতার।
মার্ক ‘ব্রেকিং ব্যাডে’ হেক্টর স্যালাম্যাঙ্কার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। হেক্টর যৌবনে ছিলেন মেক্সিকোর কুখ্যাত মাদক মাফিয়া। পরে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের লোকজনের ষড়যন্ত্রে শরীরে বিষক্রিয়া হওয়ার পর থেকেই স্ট্রোকে আক্রান্ত হয়ে হুইলচেয়ারে বন্দী হয়ে পড়েন তিনি। সারা শরীর নাড়ানোর ক্ষমতা না থাকলেও তার চেয়ারের সঙ্গে লাগানো থাকত একটি ঘণ্টা, সেটি বাজিয়েই লোকজনকে ডাকতেন তিনি।
নাকে নল, শরীর আটকে চাকা লাগানো চেয়ারে। তার মধ্যেই শুধু চোখ আর মুখের এক্সপ্রেশন দিয়ে দুরন্ত অভিনয় করেছিলেন মার্ক। তার অভিনয় দক্ষতাতেই হেক্টর টিভির ইতিহাসে আইকনিক চরিত্র হয়ে রয়ে গেছেন। ২০১২ সালে সেই অভিনয়ের জন্য এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি।
‘ব্রেকিং ব্যাড’ ছাড়াও বিভিন্ন সিনেমায় দেখা গেছে মার্ককে। ‘স্কারফেস’, ‘এস ভেঞ্চুরা’, ‘পেট ডিটেকটিভ’, ‘ব্ল্যাক সোয়ান’ ইত্যাদি ছবিতে তাঁর অভিনয় সিনেমাপ্রেমীদের মুগ্ধ করেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রেকিং ব্যাডে তাঁরসহ অভিনেতা ব্রায়ান ক্র্যানস্টন এবং বব ওডেনকার্ক।
মারা গেছেন মার্কিন অভিনেতা মার্ক মার্গোলিস। জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হেক্টর স্যালাম্যাঙ্কার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। পরে ‘বেটার কল সল’-এও অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, সম্প্রতি অসুস্থ হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মার্গোলিস। সেখানেই গত বৃহস্পতিবার মৃত্যু হয়েছে এই অভিনেতার।
মার্ক ‘ব্রেকিং ব্যাডে’ হেক্টর স্যালাম্যাঙ্কার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। হেক্টর যৌবনে ছিলেন মেক্সিকোর কুখ্যাত মাদক মাফিয়া। পরে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের লোকজনের ষড়যন্ত্রে শরীরে বিষক্রিয়া হওয়ার পর থেকেই স্ট্রোকে আক্রান্ত হয়ে হুইলচেয়ারে বন্দী হয়ে পড়েন তিনি। সারা শরীর নাড়ানোর ক্ষমতা না থাকলেও তার চেয়ারের সঙ্গে লাগানো থাকত একটি ঘণ্টা, সেটি বাজিয়েই লোকজনকে ডাকতেন তিনি।
নাকে নল, শরীর আটকে চাকা লাগানো চেয়ারে। তার মধ্যেই শুধু চোখ আর মুখের এক্সপ্রেশন দিয়ে দুরন্ত অভিনয় করেছিলেন মার্ক। তার অভিনয় দক্ষতাতেই হেক্টর টিভির ইতিহাসে আইকনিক চরিত্র হয়ে রয়ে গেছেন। ২০১২ সালে সেই অভিনয়ের জন্য এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি।
‘ব্রেকিং ব্যাড’ ছাড়াও বিভিন্ন সিনেমায় দেখা গেছে মার্ককে। ‘স্কারফেস’, ‘এস ভেঞ্চুরা’, ‘পেট ডিটেকটিভ’, ‘ব্ল্যাক সোয়ান’ ইত্যাদি ছবিতে তাঁর অভিনয় সিনেমাপ্রেমীদের মুগ্ধ করেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রেকিং ব্যাডে তাঁরসহ অভিনেতা ব্রায়ান ক্র্যানস্টন এবং বব ওডেনকার্ক।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১৪ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১৬ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১৯ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১৯ ঘণ্টা আগে