Ajker Patrika

যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করছেন অপূর্ব

যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করছেন অপূর্ব

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বিয়ে করছেন। জানা গেছে, পাত্রী আমেরিকা প্রবাসী। নাম শাম্মা। যুক্তরাষ্ট্রের একটি গাড়ির প্রতিষ্ঠানে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

পারিবারিক আয়োজনেই অভিনেতার এ বিয়ে সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছেন অপূর্ব। তিনি বলেন,‘আমার পরিবার প্রথম মেয়ে দেখেছে। তাঁরা পছন্দ করে আমাকে জানিয়েছে। আমি কথা বলে রাজি হয়েছি। বিয়ের প্ল্যানিং, প্রগ্রাম সবটাই পরিবার থেকে করা হচ্ছে। বিয়ে গোপনে করা যায় না। কেউ গোপনে রাখতে পারে না। বোকার মতো গোপনে বিয়ে করার কোন মানেও হয়না। ধর্মীয় বা সামাজিকভাবে এটা পাপও না। আমি তো খারাপ কিছু করতে যাচ্ছি না যেখানে লুকিয়ে রাখতে হবে।’

জিয়াউল ফারুক অপূর্ব তিনি জানান, আগামীকাল ২ সেপ্টেম্বর রাজারবাগের একটি কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠিত হবে। নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন এ তারকা।

এটি অপূর্বের তৃতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। সে সংসার ভেঙে গেলে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি। তার সঙ্গেও সংসারের ইতি টানেন ২০২০ সালে।

অদিতির সংসারে আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে অপূর্বর। অপূর্বর সাবেক স্ত্রী অদিতিও আবার বিয়ে করেছেন কয়েক মাস আগে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত