জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বিয়ে করছেন। জানা গেছে, পাত্রী আমেরিকা প্রবাসী। নাম শাম্মা। যুক্তরাষ্ট্রের একটি গাড়ির প্রতিষ্ঠানে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
পারিবারিক আয়োজনেই অভিনেতার এ বিয়ে সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছেন অপূর্ব। তিনি বলেন,‘আমার পরিবার প্রথম মেয়ে দেখেছে। তাঁরা পছন্দ করে আমাকে জানিয়েছে। আমি কথা বলে রাজি হয়েছি। বিয়ের প্ল্যানিং, প্রগ্রাম সবটাই পরিবার থেকে করা হচ্ছে। বিয়ে গোপনে করা যায় না। কেউ গোপনে রাখতে পারে না। বোকার মতো গোপনে বিয়ে করার কোন মানেও হয়না। ধর্মীয় বা সামাজিকভাবে এটা পাপও না। আমি তো খারাপ কিছু করতে যাচ্ছি না যেখানে লুকিয়ে রাখতে হবে।’
তিনি জানান, আগামীকাল ২ সেপ্টেম্বর রাজারবাগের একটি কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠিত হবে। নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন এ তারকা।
এটি অপূর্বের তৃতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। সে সংসার ভেঙে গেলে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি। তার সঙ্গেও সংসারের ইতি টানেন ২০২০ সালে।
অদিতির সংসারে আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে অপূর্বর। অপূর্বর সাবেক স্ত্রী অদিতিও আবার বিয়ে করেছেন কয়েক মাস আগে।
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বিয়ে করছেন। জানা গেছে, পাত্রী আমেরিকা প্রবাসী। নাম শাম্মা। যুক্তরাষ্ট্রের একটি গাড়ির প্রতিষ্ঠানে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
পারিবারিক আয়োজনেই অভিনেতার এ বিয়ে সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছেন অপূর্ব। তিনি বলেন,‘আমার পরিবার প্রথম মেয়ে দেখেছে। তাঁরা পছন্দ করে আমাকে জানিয়েছে। আমি কথা বলে রাজি হয়েছি। বিয়ের প্ল্যানিং, প্রগ্রাম সবটাই পরিবার থেকে করা হচ্ছে। বিয়ে গোপনে করা যায় না। কেউ গোপনে রাখতে পারে না। বোকার মতো গোপনে বিয়ে করার কোন মানেও হয়না। ধর্মীয় বা সামাজিকভাবে এটা পাপও না। আমি তো খারাপ কিছু করতে যাচ্ছি না যেখানে লুকিয়ে রাখতে হবে।’
তিনি জানান, আগামীকাল ২ সেপ্টেম্বর রাজারবাগের একটি কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠিত হবে। নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন এ তারকা।
এটি অপূর্বের তৃতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। সে সংসার ভেঙে গেলে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি। তার সঙ্গেও সংসারের ইতি টানেন ২০২০ সালে।
অদিতির সংসারে আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে অপূর্বর। অপূর্বর সাবেক স্ত্রী অদিতিও আবার বিয়ে করেছেন কয়েক মাস আগে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৬ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১০ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৫ ঘণ্টা আগে