প্রিয় তারকাকে স্বচক্ষে দেখতে কত কাণ্ডই না ঘটান ভক্ত। নারায়ণগঞ্জে ইমন নামে তেমনই এক পাগল ভক্তর দেখা পেলেন অভিনেতা তৌসিফ মাহবুব! ভক্তের বাড়িতে গিয়ে দেখা করেছেন, ভক্তকে ফোনও উপহার দিয়েছেন এই অভিনেতা।
তৌসিফ জানান, ইমন নামে এই ভক্ত গত পাঁচ বছর ধরে তার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। তৌসিফ সেটা জানতেন না। উত্তরার বিভিন্ন শুটিং স্পটে গিয়ে ফিরে এসেছেন। কোনোভাবেই দেখা করতে পারছিলেন না। তৌসিফের সঙ্গে দেখা করার জন্য অনেকের কাছ থেকে আশ্বাস পেলেও কোনো লাভ হয়নি। উল্টো ঢাকায় এসে প্রতারিত হয়েছেন, ছিনতাইয়ের শিকার হয়ে ফোন হারিয়েছেন।
সম্প্রতি তৌসিফ তার ফেসবুকে ফ্যান ক্লাবের মাধ্যমে এ ঘটনাটি জানতে পারেন। পরে ইমন নামের ওই ভক্তর সঙ্গে ভিডিও কলে কথা বলেন এই অভিনেতা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তৌসিফ শুটিং থেকে বিরতী পেয়ে আজ মঙ্গলবার নারায়নগঞ্জের কাশিমপুরের চিলমার্কেটে ভক্তের বাড়িতে ছুটে যান। সেখানকার একটি ভিডিও মঙ্গলবার বিকেলে ফেসবুকে শেয়ার করেন তৌসিফ। দেখা যায়, আকস্মিকভাবে ইমনের বাসায় হাজির হন তৌসিফ। প্রিয় তারকাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সেই ভক্ত। তাকে জড়িয়ে ধরে বুঝিয়ে শান্ত করেন তৌসিফ। পাশাপাশি তৌসিফ একটি ফোন ও শার্ট উপহার দেন ইমনকে। ভক্তকে তৌসিফ জানান, শুধু তার নাটক নয়, আরও যারা আছেন প্রত্যেকের নাটক যেন সে দেখে। এভাবেই সাপোর্ট করে।
ভিডিওতে ইমন আবেগ আপ্লুত হয়ে তৌসিফকে বলেন, আমি ভাবতেই পারিনি আপনি আসবেন। আপনি এসেছেন আমার আর কিছুই লাগবে না। জবাবে তৌসিফ বলেন, না, তোমাকে ফোনটা নিতেই হবে। এরপর ইমন নিজ হাতে আনবক্স করেন উপহারের প্যাকেটটি। আর এই অল্প সময়ের মধ্যে অন্তর্জালে এখন ভাইরাল।
প্রিয় তারকাকে স্বচক্ষে দেখতে কত কাণ্ডই না ঘটান ভক্ত। নারায়ণগঞ্জে ইমন নামে তেমনই এক পাগল ভক্তর দেখা পেলেন অভিনেতা তৌসিফ মাহবুব! ভক্তের বাড়িতে গিয়ে দেখা করেছেন, ভক্তকে ফোনও উপহার দিয়েছেন এই অভিনেতা।
তৌসিফ জানান, ইমন নামে এই ভক্ত গত পাঁচ বছর ধরে তার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। তৌসিফ সেটা জানতেন না। উত্তরার বিভিন্ন শুটিং স্পটে গিয়ে ফিরে এসেছেন। কোনোভাবেই দেখা করতে পারছিলেন না। তৌসিফের সঙ্গে দেখা করার জন্য অনেকের কাছ থেকে আশ্বাস পেলেও কোনো লাভ হয়নি। উল্টো ঢাকায় এসে প্রতারিত হয়েছেন, ছিনতাইয়ের শিকার হয়ে ফোন হারিয়েছেন।
সম্প্রতি তৌসিফ তার ফেসবুকে ফ্যান ক্লাবের মাধ্যমে এ ঘটনাটি জানতে পারেন। পরে ইমন নামের ওই ভক্তর সঙ্গে ভিডিও কলে কথা বলেন এই অভিনেতা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তৌসিফ শুটিং থেকে বিরতী পেয়ে আজ মঙ্গলবার নারায়নগঞ্জের কাশিমপুরের চিলমার্কেটে ভক্তের বাড়িতে ছুটে যান। সেখানকার একটি ভিডিও মঙ্গলবার বিকেলে ফেসবুকে শেয়ার করেন তৌসিফ। দেখা যায়, আকস্মিকভাবে ইমনের বাসায় হাজির হন তৌসিফ। প্রিয় তারকাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সেই ভক্ত। তাকে জড়িয়ে ধরে বুঝিয়ে শান্ত করেন তৌসিফ। পাশাপাশি তৌসিফ একটি ফোন ও শার্ট উপহার দেন ইমনকে। ভক্তকে তৌসিফ জানান, শুধু তার নাটক নয়, আরও যারা আছেন প্রত্যেকের নাটক যেন সে দেখে। এভাবেই সাপোর্ট করে।
ভিডিওতে ইমন আবেগ আপ্লুত হয়ে তৌসিফকে বলেন, আমি ভাবতেই পারিনি আপনি আসবেন। আপনি এসেছেন আমার আর কিছুই লাগবে না। জবাবে তৌসিফ বলেন, না, তোমাকে ফোনটা নিতেই হবে। এরপর ইমন নিজ হাতে আনবক্স করেন উপহারের প্যাকেটটি। আর এই অল্প সময়ের মধ্যে অন্তর্জালে এখন ভাইরাল।
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১৪ মিনিট আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৮ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১৩ ঘণ্টা আগে