বিনোদন প্রতিবেদক
শুরু হচ্ছে তুর্কি ধারাবাহিক ‘বাহার’-এর তৃতীয় সিজন। ১৬ জানুয়ারি রবিবার থেকে দীপ্ত টিভিতে প্রচারিত হবে এই ধারাবাহিক। দেখা যাবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৯টায়।
নতুন সিজনের শুরুতে দেখা যাবে, বাহার রাস্তায় হঠাৎ জ্ঞান হারালে সার্প, আরিফ ও হাতিজে গাড়িতে করে ওকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পথিমধ্যে গাড়িটা মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। পুলিশ ও পথচারীরা সবাইকে হাসপাতালে নিয়ে যায়। সার্প আর হাতিজের অবস্থা গুরুতর হওয়ায় আই.সি.ইউতে রাখা হয়। ওদিকে নিসান আর দোরুক শিরিনকে বোঝায় ভালো কাজ করলে ভালো খবর পাওয়া যায়। তাই হাতিজের ব্যাপারে ভালো খবর পাওয়ার জন্য বাহারের কাছে একে একে সব অপরাধ স্বীকার করে নেয় শিরিন। কিন্তু কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হাতিজে সবাইকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে চলে যায়। শিরিন ও এনভার হাতিজের মৃত্যুতে প্রচন্ড আঘাত পায়। ওরা কি হাতিজের শূন্যতা মেনে নিতে পারবে? হাতিজের স্মৃতি বিজড়িত বাড়িতে ফিরে যেতে পারবে? জীবনের এই মঞ্চ কোথায় নিয়ে দাঁড় করাবে বাহার আর সার্পকে? এই ঘূর্ণিপাকে কী পাবে আর কী বা হারাবে আরিফ আর জেইদা! এরকম দ্বান্দিকতায় এগিয়ে যাবে বাহারের নতুন ও শেষ সিজন।
চরিত্র ও কন্ঠাভিনেতার তালিকায় আছেন বাহার চেশমেলি (মেরিনা মিতু), সার্প চেশমেলি (শফিকুল ইসলাম), নিসান চেশমিল (নাদিয়া ইকবাল ইকরা), দোরুক চেশমিল (আনিরা মিশেল রিভা), আরিফ (আলবিনো জর্জ পাইক), এনভার সারিকাদি (অশোক কুমার বসাক), হাতিজে সারিকাদি (জয়শ্রী মজুমদার লতা), শিরিন সারিকাদি (নিগার সুলতানা মিমি), জেইদা (ইন্দ্রানী ঘটক), জালে দেমির (নাহিদ আখতার ইমু), এমরে (মরু ভাস্কর)।
ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। বাহার ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর শফিকুল ইসলাম এবং প্রযোজনা করেছেন তসলিমা তাহরিন।
শুরু হচ্ছে তুর্কি ধারাবাহিক ‘বাহার’-এর তৃতীয় সিজন। ১৬ জানুয়ারি রবিবার থেকে দীপ্ত টিভিতে প্রচারিত হবে এই ধারাবাহিক। দেখা যাবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৯টায়।
নতুন সিজনের শুরুতে দেখা যাবে, বাহার রাস্তায় হঠাৎ জ্ঞান হারালে সার্প, আরিফ ও হাতিজে গাড়িতে করে ওকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পথিমধ্যে গাড়িটা মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। পুলিশ ও পথচারীরা সবাইকে হাসপাতালে নিয়ে যায়। সার্প আর হাতিজের অবস্থা গুরুতর হওয়ায় আই.সি.ইউতে রাখা হয়। ওদিকে নিসান আর দোরুক শিরিনকে বোঝায় ভালো কাজ করলে ভালো খবর পাওয়া যায়। তাই হাতিজের ব্যাপারে ভালো খবর পাওয়ার জন্য বাহারের কাছে একে একে সব অপরাধ স্বীকার করে নেয় শিরিন। কিন্তু কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হাতিজে সবাইকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে চলে যায়। শিরিন ও এনভার হাতিজের মৃত্যুতে প্রচন্ড আঘাত পায়। ওরা কি হাতিজের শূন্যতা মেনে নিতে পারবে? হাতিজের স্মৃতি বিজড়িত বাড়িতে ফিরে যেতে পারবে? জীবনের এই মঞ্চ কোথায় নিয়ে দাঁড় করাবে বাহার আর সার্পকে? এই ঘূর্ণিপাকে কী পাবে আর কী বা হারাবে আরিফ আর জেইদা! এরকম দ্বান্দিকতায় এগিয়ে যাবে বাহারের নতুন ও শেষ সিজন।
চরিত্র ও কন্ঠাভিনেতার তালিকায় আছেন বাহার চেশমেলি (মেরিনা মিতু), সার্প চেশমেলি (শফিকুল ইসলাম), নিসান চেশমিল (নাদিয়া ইকবাল ইকরা), দোরুক চেশমিল (আনিরা মিশেল রিভা), আরিফ (আলবিনো জর্জ পাইক), এনভার সারিকাদি (অশোক কুমার বসাক), হাতিজে সারিকাদি (জয়শ্রী মজুমদার লতা), শিরিন সারিকাদি (নিগার সুলতানা মিমি), জেইদা (ইন্দ্রানী ঘটক), জালে দেমির (নাহিদ আখতার ইমু), এমরে (মরু ভাস্কর)।
ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। বাহার ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর শফিকুল ইসলাম এবং প্রযোজনা করেছেন তসলিমা তাহরিন।
স্কুলপড়ুয়া ছোট্ট মেয়ে দিলশাদ ইয়াসমীন তখন গান গাইতেন স্কুলের ফাংশন আর ছোটদের বিভিন্ন অনুষ্ঠানে। ওই সময় পাশের বাড়িতে উঠলেন সুরকার আলতাফ মাহমুদ। দিলশাদের মা গিয়ে আবদার করলেন, যে করেই হোক তাঁর মেয়েকে সিনেমার গানে একটা সুযোগ দিতে হবে। কথা শুনে তো আলতাফ মাহমুদ অবাক! বললেন, ওইটুকুন একটা মেয়ে...
৩ ঘণ্টা আগেগান গেয়ে আর বায়োপিকে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। অথচ সেগুলো থেকে এখন নিজেকে সরিয়ে নিতে চাইছেন তিনি। এ দুটি কাজ আর কখনো করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন চঞ্চল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন অভিনেতা...
৩ ঘণ্টা আগেবাংলা চলচ্চিত্র যাঁদের হাতে অনেকখানি আন্তর্জাতিকতা পেয়েছে, তাঁদের অন্যতম পথিকৃৎ তারেক মাসুদ। নিজের শিক্ষা, চিন্তাভাবনা, দর্শন তিনি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন তাঁর চলচ্চিত্রের মাধ্যমে। বাংলা সিনেমার এই ফেরিওয়ালার মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের লোকেশন দেখে ফেরার...
৩ ঘণ্টা আগেঅনেক জল্পনার পর অবশেষে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন টেইলর সুইফট। এই মুহূর্তে বিশ্বসংগীতের সবচেয়ে জনপ্রিয় নাম সুইফট। তাঁর নতুন গান ও কনসার্টের অপেক্ষায় থাকেন সমগ্র বিশ্বের অনুরাগীরা। ভক্তদের চমকে দিয়ে গতকাল নতুন অ্যালবামের ঘোষণা দিলেন সুইফট। তাঁর ১২তম অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’।
৪ ঘণ্টা আগে