সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগান নিয়ে শুরু হতে যাওয়া এই আয়োজনে বিচারকের আসনে বসবেন সংগীতশিল্পী ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী। এবার নিশ্চিত হলো অনুষ্ঠানের উপস্থাপক। পুরো আয়োজনটি উপস্থাপনা করবেন মডেল, অভিনেতা ও উপস্থাপক ইমতু রাতিশ এবং রুহানি লাবণ্য।
এ সম্পর্কে ইমতু রাতিশ বলেন, ‘আরটিভির এই আয়োজন নিয়ে এরই মধ্যে চারদিকে সাড়া পড়েছে। নতুন এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে খুব ভালো লাগছে। আমার দায়িত্বটুকু ঠিকমতো পালন করার চেষ্টা করব।’
রুহানি লাবণ্য বলেন, ‘প্রথমবারের মতো সংগীতের কোনো রিয়েলিটি শোর উপস্থাপনা করতে যাচ্ছি। ভীষণ এক্সাইটেড। নিশ্চয়ই আমরা একটা সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করতে পারব।’ অনুষ্ঠানটির প্রযোজক সোহাগ মাসুদ। প্রতিযোগীরা রেজিস্ট্রেশন করতে পারবেন আগামী ১০ অক্টোবর পর্যন্ত।’
সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগান নিয়ে শুরু হতে যাওয়া এই আয়োজনে বিচারকের আসনে বসবেন সংগীতশিল্পী ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী। এবার নিশ্চিত হলো অনুষ্ঠানের উপস্থাপক। পুরো আয়োজনটি উপস্থাপনা করবেন মডেল, অভিনেতা ও উপস্থাপক ইমতু রাতিশ এবং রুহানি লাবণ্য।
এ সম্পর্কে ইমতু রাতিশ বলেন, ‘আরটিভির এই আয়োজন নিয়ে এরই মধ্যে চারদিকে সাড়া পড়েছে। নতুন এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে খুব ভালো লাগছে। আমার দায়িত্বটুকু ঠিকমতো পালন করার চেষ্টা করব।’
রুহানি লাবণ্য বলেন, ‘প্রথমবারের মতো সংগীতের কোনো রিয়েলিটি শোর উপস্থাপনা করতে যাচ্ছি। ভীষণ এক্সাইটেড। নিশ্চয়ই আমরা একটা সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করতে পারব।’ অনুষ্ঠানটির প্রযোজক সোহাগ মাসুদ। প্রতিযোগীরা রেজিস্ট্রেশন করতে পারবেন আগামী ১০ অক্টোবর পর্যন্ত।’
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৬ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৭ ঘণ্টা আগে