Ajker Patrika

নাঈম-নাদিয়ার উপস্থাপনায় ভালোবাসার বিশেষ ‘পাঁচফোড়ন’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
নাঈম ও নাদিয়া। ছবি: ফাগুন অডিও ভিশন
নাঈম ও নাদিয়া। ছবি: ফাগুন অডিও ভিশন

ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হলো ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়। প্রতিবারের মতো এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের পাঁচফোড়ন। ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার করা হবে অনুষ্ঠানটি।

ভালোবাসা দিবসে অনেকে প্রেমিকা বা স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান। তবে এক দম্পতি ভালোবাসার দিনটি কাটিয়ে দিলেন একান্ত সান্নিধ্যে, নিজের ঘরে। এই দিনে তাঁদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে গড়ে উঠেছে এবারের পাঁচফোড়নের গল্প। এই দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন অভিনয়শিল্পী এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ। তাঁদের বিভিন্ন কর্মকাণ্ডের ফাঁকে আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর রিপোর্টিং।

এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে দুটি। গীতিকার কবির বকুলের লেখায় একটি গান গেয়েছেন আঁখি আলমগীর, সুর ও সংগীতায়োজন শওকত আলী ইমনের। অন্যটি দ্বৈত গান, গেয়েছেন কমল ও তানজিনা রুমা। লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর ও সংগীতায়োজনে নাভেদ পারভেজ। এ ছাড়াও রয়েছে ভালোবাসার ওপর একটি মিউজিক্যাল পুঁথি। এতে অংশ নিয়েছেন প্রায় অর্ধশত শিল্পী।

পেশায় চিকিৎসক এম এ মান্নানের পাখিপ্রেমের ওপর রয়েছে একটি প্রতিবেদন। যশোরের খেজুরের রসের যশ ও ঐতিহ্য রক্ষা এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের কাজি মাওলানা ফারুক হোসেন। এলাকায় যিনি ‘রস কাকা’ নামে বেশি পরিচিত। তাঁর এই অভিনব উদ্যোগের কথা জানা যাবে আরেক প্রতিবেদনে। থাকবে বিভিন্ন আঙ্গিকে মজাদার কিছু নাট্যাংশ। এতে অভিনয় করেছেন পাঁচফোড়নের নিয়মিত শিল্পীরা। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত