কঠোর নিরাপত্তা আর প্রার্থীদের অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্য দিয়ে বিএফডিসিতে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটি ইলিয়াস কাঞ্চন ও নিপূণ প্যানেল, অন্যটি মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল।
অন্যদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে টেলিভিশন শিল্পী সংঘের নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে ভোট দিতে হাজির হচ্ছেন টিভি পর্দার অভিনয়শিল্পীরা। শান্ত ও উৎসবমুখর পরিবেশে চলছে ভোট।
টেলিভিশন অভিনয়শিল্পী সংঘের নির্বাচনটি প্যানেলভিত্তিক নয়। এখানে প্রতিটি পদের জন্য এককভাবে প্রার্থী হয়েছেন শিল্পীরা। মোট ২১টি পদে লড়াই করছেন ৪৮ জন প্রার্থী। সভাপতি পদে লড়ছেন আহসান হাবীব নাসিম ও শাহাদাৎ হোসেন। সহসভাপতির তিনটি পদের জন্য লড়াই করছেন পাঁচজন—আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার ও সেলিম মাহবুব।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন রওনক হাসান ও কবীর টুটুল। যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে লড়াই করছেন নাজনীন হাসান চুমকি, শামীমা তুষ্টি ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল। অর্থ সম্পাদক পদে সায়েম সামাদ ও মুহাম্মদ নূর এ আলম। দপ্তর সম্পাদক পদে মামুন অর রশিদ ও শেখ মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে মাহাবুবুর রহমান মোল্লা ও রাশেদ মামুনুর রহমান অপু।
আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও রওনক বিশাকা শ্যামলী। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রাণ রায় ও মুকুল সিরাজ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে আবুল কালাম আজাদ, মাহাদী হাসান পিয়াল ও সুজাত শিমুল।
এ ছাড়া সাতটি কার্যনির্বাহী পদের জন্য নির্বাচন করছেন ২০ জন প্রার্থী। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন খায়রুল আলম সবুজ।
বিদায়ি কমিটির সভাপতি শহিদুজ্জামান সেলিম এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তবে বিদায়ি কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এবারের সভাপতি পদপ্রার্থী আহসান হাবিব নাসিম। তিনি বলেন, ‘আমাদের ভোটদানের প্রক্রিয়াটি বরাবরই উৎসবমুখর হয়। এবারও তা-ই হচ্ছে। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটদানের প্রক্রিয়া। শিল্পীরা যদি রেজাল্ট হওয়া পর্যন্ত পুরো সময়টা থাকতে চান, সেই ব্যবস্থা করা হয়েছে শিল্পকলার মাঠে।’
সাধারণ সম্পাদক পদপ্রার্থী রওনক হাসান বলেন, ‘সুন্দর পরিবেশে শিল্পী সংঘের ভোটদান প্রক্রিয়া চলছে। মধ্যাহ্নবিরতির আগেই শতাধিক ভোটদান সম্পন্ন হয়েছে বলে ধারণা করছি। এখন বিরতির মাঝে শিল্পীদের সমাগম বেড়েছে। আশা করছি বিকেল নাগাদ সবার ভোটদান সম্পন্ন করা যাবে এবং রাত ৮টা নাগাদ ভোটের ফালাফল জানা সম্ভব হবে।’
সহসভাপতি পদপ্রার্থী আনিসুর রহমান মিলন বলেন, ‘আমরা শিল্পীদের স্বার্থে কাজ করতে চাই। সেই প্রত্যাশা নিয়েই এবারের নির্বাচনে লড়ছি। নির্বাচনে যিনি বা যাঁরাই জয়লাভ করি বা করুন, আশা করছি শিল্পীদের প্রত্যাশা পূরণে আমরা কাজ করতে পারব।’
কঠোর নিরাপত্তা আর প্রার্থীদের অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্য দিয়ে বিএফডিসিতে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটি ইলিয়াস কাঞ্চন ও নিপূণ প্যানেল, অন্যটি মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল।
অন্যদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে টেলিভিশন শিল্পী সংঘের নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে ভোট দিতে হাজির হচ্ছেন টিভি পর্দার অভিনয়শিল্পীরা। শান্ত ও উৎসবমুখর পরিবেশে চলছে ভোট।
টেলিভিশন অভিনয়শিল্পী সংঘের নির্বাচনটি প্যানেলভিত্তিক নয়। এখানে প্রতিটি পদের জন্য এককভাবে প্রার্থী হয়েছেন শিল্পীরা। মোট ২১টি পদে লড়াই করছেন ৪৮ জন প্রার্থী। সভাপতি পদে লড়ছেন আহসান হাবীব নাসিম ও শাহাদাৎ হোসেন। সহসভাপতির তিনটি পদের জন্য লড়াই করছেন পাঁচজন—আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার ও সেলিম মাহবুব।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন রওনক হাসান ও কবীর টুটুল। যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে লড়াই করছেন নাজনীন হাসান চুমকি, শামীমা তুষ্টি ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল। অর্থ সম্পাদক পদে সায়েম সামাদ ও মুহাম্মদ নূর এ আলম। দপ্তর সম্পাদক পদে মামুন অর রশিদ ও শেখ মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে মাহাবুবুর রহমান মোল্লা ও রাশেদ মামুনুর রহমান অপু।
আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও রওনক বিশাকা শ্যামলী। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রাণ রায় ও মুকুল সিরাজ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে আবুল কালাম আজাদ, মাহাদী হাসান পিয়াল ও সুজাত শিমুল।
এ ছাড়া সাতটি কার্যনির্বাহী পদের জন্য নির্বাচন করছেন ২০ জন প্রার্থী। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন খায়রুল আলম সবুজ।
বিদায়ি কমিটির সভাপতি শহিদুজ্জামান সেলিম এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তবে বিদায়ি কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এবারের সভাপতি পদপ্রার্থী আহসান হাবিব নাসিম। তিনি বলেন, ‘আমাদের ভোটদানের প্রক্রিয়াটি বরাবরই উৎসবমুখর হয়। এবারও তা-ই হচ্ছে। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটদানের প্রক্রিয়া। শিল্পীরা যদি রেজাল্ট হওয়া পর্যন্ত পুরো সময়টা থাকতে চান, সেই ব্যবস্থা করা হয়েছে শিল্পকলার মাঠে।’
সাধারণ সম্পাদক পদপ্রার্থী রওনক হাসান বলেন, ‘সুন্দর পরিবেশে শিল্পী সংঘের ভোটদান প্রক্রিয়া চলছে। মধ্যাহ্নবিরতির আগেই শতাধিক ভোটদান সম্পন্ন হয়েছে বলে ধারণা করছি। এখন বিরতির মাঝে শিল্পীদের সমাগম বেড়েছে। আশা করছি বিকেল নাগাদ সবার ভোটদান সম্পন্ন করা যাবে এবং রাত ৮টা নাগাদ ভোটের ফালাফল জানা সম্ভব হবে।’
সহসভাপতি পদপ্রার্থী আনিসুর রহমান মিলন বলেন, ‘আমরা শিল্পীদের স্বার্থে কাজ করতে চাই। সেই প্রত্যাশা নিয়েই এবারের নির্বাচনে লড়ছি। নির্বাচনে যিনি বা যাঁরাই জয়লাভ করি বা করুন, আশা করছি শিল্পীদের প্রত্যাশা পূরণে আমরা কাজ করতে পারব।’
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
৯ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
১২ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১৯ ঘণ্টা আগে