জনপ্রিয় হওয়া একক ও ধারাবাহিক নাটকগুলো আবারও প্রচার করছে এনটিভি। সেই ধারাবাহিকতায় প্রচার শুরু হয়েছে ২০১৫ সালে প্রচারিত নাটক ‘হাউস ৪৪’। তুহিন রাসেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে আবুল হয়াত, মুনিরা মিঠু, অপর্না, শবনম ফারিয়া, মাজনুন মিজান, মাশরুর, সুমন পাটোয়ারী, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, সিয়াম আহমেদ, সাজু খাদেম প্রমুখ। প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।
সালেহ উদ্দিন সাহেবের বাড়ির ভাড়াটিয়াদের নিয়ে গল্প। ভাড়াটিয়াদের মধ্যে একটি পরিবার হচ্ছে স্বামী, স্ত্রী আর মাকে নিয়ে। অন্যটি হচ্ছে ব্যাচেলর পরিবার। প্রথম পরিবারের ঝামেলাহীন জীবনযাপন। পরিবারের কর্তা একজন সরকারী কর্মকর্তা। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না। স্ত্রী কষ্ট পেলেই শপিং করতে বের হন। সালেহ উদ্দিন সাহেবের দ্বিতীয় ভাড়াটিয়া ব্যাচেলর পরিবার। একজন ফয়সাল, আরেকজন তৌসিফ। তাদের ভদ্রতা আর দেখে তাদের সালেহ উদ্দিন সাহেব বাসাটা ভাড়া দেন। সত্যিকারে ফয়সাল এবং তৌসিফ খুবই ভাল। ফয়সাল শহরের একটি প্রাইভেট ব্যাংকে চাকরী করে। শহরের একটি ব্যাচেলার বাসা থেকেই তৌসিফের সাথে বাবুর পরিচয়। পরবর্তীতে তাদের সাথে নতুন করে যোগ দেয় আরও তিনজন- সালমান, শাওন, এবং শুভ্র। তারা খুবই নম্রভাবে বাসা নেয় আর পরবর্তীতে গর্জে উঠে। ফ্ল্যাট থেকে পুরো বাড়িতে উৎপাত হতে থাকে।
সালেহ উদ্দীন সাহেবের ঘরে আবার যুবতী তিনটি মেয়ে রয়েছে। এদের সঙ্গে এক রসায়ন দেখানো হয় ভাড়াটিয়াদের।
জনপ্রিয় হওয়া একক ও ধারাবাহিক নাটকগুলো আবারও প্রচার করছে এনটিভি। সেই ধারাবাহিকতায় প্রচার শুরু হয়েছে ২০১৫ সালে প্রচারিত নাটক ‘হাউস ৪৪’। তুহিন রাসেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে আবুল হয়াত, মুনিরা মিঠু, অপর্না, শবনম ফারিয়া, মাজনুন মিজান, মাশরুর, সুমন পাটোয়ারী, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, সিয়াম আহমেদ, সাজু খাদেম প্রমুখ। প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।
সালেহ উদ্দিন সাহেবের বাড়ির ভাড়াটিয়াদের নিয়ে গল্প। ভাড়াটিয়াদের মধ্যে একটি পরিবার হচ্ছে স্বামী, স্ত্রী আর মাকে নিয়ে। অন্যটি হচ্ছে ব্যাচেলর পরিবার। প্রথম পরিবারের ঝামেলাহীন জীবনযাপন। পরিবারের কর্তা একজন সরকারী কর্মকর্তা। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না। স্ত্রী কষ্ট পেলেই শপিং করতে বের হন। সালেহ উদ্দিন সাহেবের দ্বিতীয় ভাড়াটিয়া ব্যাচেলর পরিবার। একজন ফয়সাল, আরেকজন তৌসিফ। তাদের ভদ্রতা আর দেখে তাদের সালেহ উদ্দিন সাহেব বাসাটা ভাড়া দেন। সত্যিকারে ফয়সাল এবং তৌসিফ খুবই ভাল। ফয়সাল শহরের একটি প্রাইভেট ব্যাংকে চাকরী করে। শহরের একটি ব্যাচেলার বাসা থেকেই তৌসিফের সাথে বাবুর পরিচয়। পরবর্তীতে তাদের সাথে নতুন করে যোগ দেয় আরও তিনজন- সালমান, শাওন, এবং শুভ্র। তারা খুবই নম্রভাবে বাসা নেয় আর পরবর্তীতে গর্জে উঠে। ফ্ল্যাট থেকে পুরো বাড়িতে উৎপাত হতে থাকে।
সালেহ উদ্দীন সাহেবের ঘরে আবার যুবতী তিনটি মেয়ে রয়েছে। এদের সঙ্গে এক রসায়ন দেখানো হয় ভাড়াটিয়াদের।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৩ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
৩ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
৩ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
৩ ঘণ্টা আগে