ভারতের জনপ্রিয় টিভি তারকা দম্পতি দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দাহিয়া। বিবাহিত জীবনের আট বছর পার করছেন তাঁরা। অষ্টম বিবাহবার্ষিকী উপলক্ষে এখন রয়েছেন ইতালি ট্যুরে। আর সেখানেই বিপাকে পড়েছেন এই জুটি। ইতালির ফ্লোরেন্সে ডাকাতির শিকার হয়েছেন তাঁরা। খুইয়েছেন নগদ অর্থ থেকে পাসপোর্ট।
বিবাহবার্ষিকী উপলক্ষে সম্প্রতি ইউরোপ টুরে যান দিব্যাঙ্কা-বিবেক। সোশ্যাল মিডিয়ায় নানা ছবিও দিচ্ছিলেন নিয়মিত। গত বুধবার ইতালির ফ্লোরেন্সে পৌঁছান তাঁরা। কথা ছিল, এক দিন সে শহরে থাকবেন। গাড়িতে সব রেখে হোটেল দেখতে গিয়েছিলেন বিবেক-দিব্যাঙ্কা। ফিরে এসে দেখেন গাড়ি ভাঙা, চুরি হয়েছে পাসপোর্টসহ সমস্ত জরুরি কাগজপত্র, নগদ অর্থ (ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লাখ রুপি), সফরে কেনা কিছু বিদেশি বহুমূল্য সামগ্রী।
স্থানীয় থানা থেকে ভারতীয় দূতাবাস সব জায়গায় যোগাযোগ করেন তারকা দম্পতি। কিন্তু নির্দিষ্ট এলাকায় সিসিটিভি ক্যামেরা না থাকায় তাঁদের অভিযোগ বাতিল করে স্থানীয় পুলিশ। টাকা, পাসপোর্ট কিছুই না থাকায়, ভারতে ফিরতে এই মুহূর্তে দূতাবাসের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন বিবেক-দিব্যাঙ্কা।
ভারতের জনপ্রিয় টিভি তারকা দম্পতি দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দাহিয়া। বিবাহিত জীবনের আট বছর পার করছেন তাঁরা। অষ্টম বিবাহবার্ষিকী উপলক্ষে এখন রয়েছেন ইতালি ট্যুরে। আর সেখানেই বিপাকে পড়েছেন এই জুটি। ইতালির ফ্লোরেন্সে ডাকাতির শিকার হয়েছেন তাঁরা। খুইয়েছেন নগদ অর্থ থেকে পাসপোর্ট।
বিবাহবার্ষিকী উপলক্ষে সম্প্রতি ইউরোপ টুরে যান দিব্যাঙ্কা-বিবেক। সোশ্যাল মিডিয়ায় নানা ছবিও দিচ্ছিলেন নিয়মিত। গত বুধবার ইতালির ফ্লোরেন্সে পৌঁছান তাঁরা। কথা ছিল, এক দিন সে শহরে থাকবেন। গাড়িতে সব রেখে হোটেল দেখতে গিয়েছিলেন বিবেক-দিব্যাঙ্কা। ফিরে এসে দেখেন গাড়ি ভাঙা, চুরি হয়েছে পাসপোর্টসহ সমস্ত জরুরি কাগজপত্র, নগদ অর্থ (ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লাখ রুপি), সফরে কেনা কিছু বিদেশি বহুমূল্য সামগ্রী।
স্থানীয় থানা থেকে ভারতীয় দূতাবাস সব জায়গায় যোগাযোগ করেন তারকা দম্পতি। কিন্তু নির্দিষ্ট এলাকায় সিসিটিভি ক্যামেরা না থাকায় তাঁদের অভিযোগ বাতিল করে স্থানীয় পুলিশ। টাকা, পাসপোর্ট কিছুই না থাকায়, ভারতে ফিরতে এই মুহূর্তে দূতাবাসের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন বিবেক-দিব্যাঙ্কা।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৭ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১০ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৫ ঘণ্টা আগে