প্রিমিয়ারে নারীর মৃত্যু
‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আল্লু অর্জুনকে নিয়ে বিতর্ক তুঙ্গে। একদিকে বক্স অফিসে সিনেমার দাপট, অন্যদিকে সাধারণ জনগণ, ভক্ত থেকে শুরু রাজনৈতিক অঙ্গন পর্যন্ত চলছে আল্লু অর্জুনকে নিয়ে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে দক্ষিণী এ সুপারস্টারের জুবিলি হিলসের বাড়ির সামনে বিক্ষোভ করেছে একদল ব্যক্তি। শুধু তাই নয় বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে ইট-পাটকেল, গেটে চালানো হয়েছে ভাঙচুর।
এ ঘটনায় পুলিশ আটজনকে আটক করেছে। তবে নিরাপত্তার কথা চিন্তা তাঁর দুই সন্তানকে অন্যখানে পাঠিয়ে দিয়েছেন দক্ষিণী এই সুপারস্টার।
গতকাল রোববার আল্লু অর্জুনের বাড়ির সামনে করা বিক্ষোভের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে বিক্ষোভকারীদের ‘উই ওয়ান্ট জাস্টিস...’ স্লোগান দিতে শোনা যায়। হাতে প্ল্যাকার্ড।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্যানেলের সদস্যরাই এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।
এই ঘটনা প্রকাশ্যে আসার ঘণ্টাখানেক আগেই আল্লু অর্জুন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের দায়িত্ববান হওয়ার পরামর্শ দিয়েছিলেন। আল্লু অর্জুন লিখেন, ‘সমস্ত অনুরাগীদের অনুরোধ জানাচ্ছি, তাঁরা যেন নিজেদের অনুভূতি দায়িত্বশীলভাবে প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়া হোক বা অফলাইন, কোথাও কোনো অশ্লীল বা কুরুচিকর শব্দ প্রয়োগ করবেন না। কোনো ভুয়া প্রোফাইল থেকে আমার ভক্ত দাবি করে এসব করা থেকে বিরত থাকুন। কেউ এ রকম কোনো কাণ্ড ঘটালে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেব।’
এ দিকে আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘যখন সেই ফিল্মস্টারকে জানানো হয়, প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটেছে। এক নারীর মৃত্যু হয়েছে। তখন ওই ফিল্মস্টার হেসে বলেছিলেন, এবার তাহলে সিনেমা হিট হয়ে যাবে। এত কিছুর পরও তিনি ওই হলে বসে পুরো সিনেমা দেখেন, যাওয়ার সময় হাত নেড়ে অভিবাদন জানান। আহতদের খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করেননি।’
অন্যদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দাবি করেছেন, অনুমতি ছাড়াই ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে গিয়েছিলেন আল্লু অর্জুন। এরপর সংবাদ সম্মেলনে সুপারস্টার দাবি করেন, তাঁকে নিয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। আল্লু অর্জুন বলেন, ‘দয়া করে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন না। আমি এ রকম মানুষ নই। সেদিন সিনেমা হল কর্তৃপক্ষকে জানিয়েই আমি সেখানে যাই। সেখানে পুলিশ ভিড় সরাচ্ছিল। যদি তাঁরা বলতেন, অনুমতি নেই আপনি ফিরে যান; আমি তখনই ফিরে যেতাম।’
‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আল্লু অর্জুনকে নিয়ে বিতর্ক তুঙ্গে। একদিকে বক্স অফিসে সিনেমার দাপট, অন্যদিকে সাধারণ জনগণ, ভক্ত থেকে শুরু রাজনৈতিক অঙ্গন পর্যন্ত চলছে আল্লু অর্জুনকে নিয়ে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে দক্ষিণী এ সুপারস্টারের জুবিলি হিলসের বাড়ির সামনে বিক্ষোভ করেছে একদল ব্যক্তি। শুধু তাই নয় বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে ইট-পাটকেল, গেটে চালানো হয়েছে ভাঙচুর।
এ ঘটনায় পুলিশ আটজনকে আটক করেছে। তবে নিরাপত্তার কথা চিন্তা তাঁর দুই সন্তানকে অন্যখানে পাঠিয়ে দিয়েছেন দক্ষিণী এই সুপারস্টার।
গতকাল রোববার আল্লু অর্জুনের বাড়ির সামনে করা বিক্ষোভের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে বিক্ষোভকারীদের ‘উই ওয়ান্ট জাস্টিস...’ স্লোগান দিতে শোনা যায়। হাতে প্ল্যাকার্ড।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্যানেলের সদস্যরাই এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।
এই ঘটনা প্রকাশ্যে আসার ঘণ্টাখানেক আগেই আল্লু অর্জুন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের দায়িত্ববান হওয়ার পরামর্শ দিয়েছিলেন। আল্লু অর্জুন লিখেন, ‘সমস্ত অনুরাগীদের অনুরোধ জানাচ্ছি, তাঁরা যেন নিজেদের অনুভূতি দায়িত্বশীলভাবে প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়া হোক বা অফলাইন, কোথাও কোনো অশ্লীল বা কুরুচিকর শব্দ প্রয়োগ করবেন না। কোনো ভুয়া প্রোফাইল থেকে আমার ভক্ত দাবি করে এসব করা থেকে বিরত থাকুন। কেউ এ রকম কোনো কাণ্ড ঘটালে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেব।’
এ দিকে আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘যখন সেই ফিল্মস্টারকে জানানো হয়, প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটেছে। এক নারীর মৃত্যু হয়েছে। তখন ওই ফিল্মস্টার হেসে বলেছিলেন, এবার তাহলে সিনেমা হিট হয়ে যাবে। এত কিছুর পরও তিনি ওই হলে বসে পুরো সিনেমা দেখেন, যাওয়ার সময় হাত নেড়ে অভিবাদন জানান। আহতদের খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করেননি।’
অন্যদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দাবি করেছেন, অনুমতি ছাড়াই ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে গিয়েছিলেন আল্লু অর্জুন। এরপর সংবাদ সম্মেলনে সুপারস্টার দাবি করেন, তাঁকে নিয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। আল্লু অর্জুন বলেন, ‘দয়া করে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন না। আমি এ রকম মানুষ নই। সেদিন সিনেমা হল কর্তৃপক্ষকে জানিয়েই আমি সেখানে যাই। সেখানে পুলিশ ভিড় সরাচ্ছিল। যদি তাঁরা বলতেন, অনুমতি নেই আপনি ফিরে যান; আমি তখনই ফিরে যেতাম।’
গত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১০ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১০ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১০ ঘণ্টা আগেজনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ এবার দেখা যাবে বাংলায়। ভিউজ অ্যান্ড ভিশনসের পরিবেশনায় আগামী ১ মে থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতে দেখা যাবে সিরিজটির বাংলা সংস্করণ।
১১ ঘণ্টা আগে