Ajker Patrika

বিজয়–রাশমিকার ‘ভারিসু’ ৪ দিনেই ১০০ কোটি পার

বিজয়–রাশমিকার ‘ভারিসু’ ৪ দিনেই ১০০ কোটি পার

দক্ষিণের বহু প্রতীক্ষিত ও প্রত্যাশিত ছবি থালাপতি বিজয়ের ‘ভারিসু’। গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে বিজয় থালাপতি ও রাশমিকা মান্দানা অভিনীত চলচ্চিত্রটি। মুক্তির মাত্র চার দিনে বিশ্বব্যাপী শত কোটি রুপির বেশি আয় করে রেকর্ড গড়ল চলচ্চিত্রটি। চলচ্চিত্র বিশ্লেষক রমেশ বালার বরাত দিয়ে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। 

তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘ভারিসু’ আয় করেছে ৪৬ দশমিক ৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০ দশমিক ৮৫ কোটি রুপি, তৃতীয় দিনে ১৭ কোটি রুপি ও চতুর্থ দিনে ২৩ কোটি রুপি। বিশ্বব্যাপী যার মোট আয় দাঁড়িয়েছে ১০৭ কোটি ৭৫ লাখ রুপি। 

 রাশমিকাবিশ্বব্যাপী ৩ হাজার প্রেক্ষাগৃহে প্রদর্শিত এই সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ২৬০ কোটি রুপি। মুক্তির আগেই সিনেমাটি ১০০ কোটি রুপি আয় করেছিল। 

রমেশ বালার মতে চলচ্চিত্রটি পারিবারিক দর্শকদের আগ্রহের কেন্দ্রতে পরিণত হয়েছে। তাই এর আয় আগামী সপ্তাহে আরও বাড়বে। 

রাশমিকাভারিসু পরিচালনা করেছেন পরিচালক ভাসে পাতিপত্র। এতে পার্শ্ব চরিত্রে দেখা গেছে প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শ্যাম, খুশবু, সংগীতা ও যোগী বাবুকে। শ্রী ভুবনেশ্বর ক্রিয়েশনসের ব্যানারে এটি প্রযোজনা করছেন দিল কাজু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত