Ajker Patrika

বিচ্ছেদের জল্পনায় শ্রুতি হাসানের সিলমোহর

আপডেট : ২৪ মে ২০২৪, ১১: ০৬
বিচ্ছেদের জল্পনায় শ্রুতি হাসানের সিলমোহর

বেশ কিছুদিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছিল দীর্ঘদিনের প্রেমিক ডুডল শিল্পী ও চিত্রকর শান্তনু হাজারিকার সঙ্গে প্রেম ভেঙেছে দক্ষিণ ভারতের অভিনেত্রী শ্রুতি হাসানের। সম্প্রতি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করলে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে ভারতের একাধিক সংবাদমাধ্যম তখন জানিয়েছিল, এটা নেহাতই গুঞ্জন নয়, এটি সত্যি। এত দিন মুখ না খুললেও এবার সেই গুঞ্জনে সিলমোহর দিলেন শ্রুতি হাসান।

শ্রুতি হাসান এবং শান্তনু হাজারিকা আর একসঙ্গে নেই। তাঁদের ব্রেকআপ হয়েছে। সেই জল্পনায় সিলমোহর দিলেন খোদ অভিনেত্রী। জানালেন, তিনি বর্তমানে ‘সিঙ্গেল’।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নোত্তরের আয়োজন করেছিলেন শ্রুতি হাসান। সেখানেই তাঁর এক ভক্তের প্রশ্নের উত্তরে অভিনেত্রী নিশ্চিত করেন যে তাঁর এবং শান্তনু হাজারিকার ব্রেকআপ হয়েছে। একই সঙ্গে জানান তিনি—এ ধরনের প্রশ্নের উত্তর দিতে পছন্দ করেন না, তবু দিলেন।

এদিন এক ভক্ত শ্রুতির উদ্দেশে লেখেন, ‘সিঙ্গেল ওর কমিটেড?’ এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী লেখেন, ‘আমার এ ধরনের প্রশ্নের জবাব দিতে ভালো লাগে না। কিন্তু আমি সিঙ্গেল। মিঙ্গেল হতে চাই না। শুধু কাজ আর জীবনকে উপভোগ করতে চাই। হয়েছে?’

শ্রুতি হাসান। ছবি: ইনস্টাগ্রামশ্রুতি বর্তমানে শুটিংয়ে ব্যস্ত আছেন মুম্বাইতে। আর সেখানেই ভয়ংকর জ্যামে আটকে থাকাকালীন এই প্রশ্নোত্তর পালার আয়োজন করেছিলেন তিনি। সেখানেই অভিনেত্রী জানান ঘর সাজানোর জিনিস তিনি কোথা থেকে কেনেন। তাঁর আগামী ছবির কাজ নিয়েও কথা বলেন তিনি।

গত এপ্রিলে শোনা গিয়েছিল বিগত কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর আলাদা হয়ে গেছেন কমলকন্যা শ্রুতি হাসান এবং শান্তনু হাজারিকা। তাঁরা আর একসঙ্গে নেই। এমনকি ইনস্টাগ্রাম থেকেও একে অন্যকে আনফলো করে দিয়েছিলেন তাঁরা। তাঁদের একসঙ্গে তোলা ছবিও ডিলিট করেছেন সোশ্যাল মিডিয়া থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

গুলিবিদ্ধ হাদি ও নির্বাচন

এলাকার খবর
Loading...