ভারত কাঁপছে শাহরুখ খানের ‘পাঠান’ ঝড়ে। বড় বড় হল দখলে নিয়েছে বলিউড বাদশার প্রতীক্ষিত এ চলচ্চিত্র। এর মাঝেও এখনো দর্শক ধরে রেখেছে দুই সপ্তাহ আগে মুক্তি পাওয়া দক্ষিণের দুই বড় বাজেটের সিনেমা থালাপথি বিজয়ের ‘ভারিসু’ ও অজিত কুমার অভিনীত ‘থুনিভু’। দুই সুপারস্টারের একই সময়ে সিনেমা মুক্তি ভক্তদের মাঝে উৎসবের উপলক্ষ এনে দিয়েছিল।
দুই সপ্তাহের বেশি পার হয়ে গেলেও থালাপথি বিজয় এবং অজিত কুমার অভিনীত দুটি সিনেমা এখনো দর্শক ধরে রেখেছে। ১৬ দিন শেষে ‘ভারিসু’ বিশ্বব্যাপী বক্স অফিসে মোট আয় করেছে ২৬৭ দশমিক ৯৬ কোটি রুপি। এর মধ্যে ভারতীয় বাজার থেকে আয় হয়েছে ১৮৫ দশমিক ৯৬ কোটি রুপি। বাকি ৮২ কোটি রুপিই বিদেশের বাজার থেকে এসেছে।
অন্যদিকে, ‘থুনিভু’ বিশ্বব্যাপী বক্স অফিসে মোট মোট আয় করেছে ১৮২ দশমিক ৮৬ কোটি রুপি। এর মধ্যে ভারতীয় বাজার থেকে এসেছে ১৩০ দশমিক ৮৬ কোটি রুপি। বাকি ৫২ কোটি এসেছে ভারতের বাইরের বিদেশের বাজার থেকে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসের ছুটিতে থালাপথি বিজয় ও অজিত কুমারের উভয় ছবিই ২ কোটি রুপির মতো আয় করেছে।
‘ভারিসু’ সিনেমাটি ‘ভারাসুডু’ নামে তেলুগুতেও মুক্তি পেয়েছে। ভারিসু পরিচালনা করেছেন পরিচালক বামশি পৈদিপল্লী। থালাপতি বিজয়ের সঙ্গে রাশমিকা মান্দানাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পার্শ্বচরিত্রে আছেন প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শাম, খুশবু, সংগীতা ও যোগী বাবু।
‘থুনিভু’ সিনেমাটিও ‘থেগিম্পু’ শিরোনামে তেলুগুতে মুক্তি পাবে। পরিচালক এইচ বিনোদ এবং প্রযোজক বনি কাপুরের সঙ্গে অজিতের তৃতীয় সিনেমা এটি। থুনিভুতে সামুথিরাকানি, ভিরা, জন কোকেন, অজয়, সিবি চন্দ্রান অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে বনি কাপুরের বে–ভিউ প্রজেক্ট এলএলপি এবং জি স্টুডিও।
ভারত কাঁপছে শাহরুখ খানের ‘পাঠান’ ঝড়ে। বড় বড় হল দখলে নিয়েছে বলিউড বাদশার প্রতীক্ষিত এ চলচ্চিত্র। এর মাঝেও এখনো দর্শক ধরে রেখেছে দুই সপ্তাহ আগে মুক্তি পাওয়া দক্ষিণের দুই বড় বাজেটের সিনেমা থালাপথি বিজয়ের ‘ভারিসু’ ও অজিত কুমার অভিনীত ‘থুনিভু’। দুই সুপারস্টারের একই সময়ে সিনেমা মুক্তি ভক্তদের মাঝে উৎসবের উপলক্ষ এনে দিয়েছিল।
দুই সপ্তাহের বেশি পার হয়ে গেলেও থালাপথি বিজয় এবং অজিত কুমার অভিনীত দুটি সিনেমা এখনো দর্শক ধরে রেখেছে। ১৬ দিন শেষে ‘ভারিসু’ বিশ্বব্যাপী বক্স অফিসে মোট আয় করেছে ২৬৭ দশমিক ৯৬ কোটি রুপি। এর মধ্যে ভারতীয় বাজার থেকে আয় হয়েছে ১৮৫ দশমিক ৯৬ কোটি রুপি। বাকি ৮২ কোটি রুপিই বিদেশের বাজার থেকে এসেছে।
অন্যদিকে, ‘থুনিভু’ বিশ্বব্যাপী বক্স অফিসে মোট মোট আয় করেছে ১৮২ দশমিক ৮৬ কোটি রুপি। এর মধ্যে ভারতীয় বাজার থেকে এসেছে ১৩০ দশমিক ৮৬ কোটি রুপি। বাকি ৫২ কোটি এসেছে ভারতের বাইরের বিদেশের বাজার থেকে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসের ছুটিতে থালাপথি বিজয় ও অজিত কুমারের উভয় ছবিই ২ কোটি রুপির মতো আয় করেছে।
‘ভারিসু’ সিনেমাটি ‘ভারাসুডু’ নামে তেলুগুতেও মুক্তি পেয়েছে। ভারিসু পরিচালনা করেছেন পরিচালক বামশি পৈদিপল্লী। থালাপতি বিজয়ের সঙ্গে রাশমিকা মান্দানাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পার্শ্বচরিত্রে আছেন প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শাম, খুশবু, সংগীতা ও যোগী বাবু।
‘থুনিভু’ সিনেমাটিও ‘থেগিম্পু’ শিরোনামে তেলুগুতে মুক্তি পাবে। পরিচালক এইচ বিনোদ এবং প্রযোজক বনি কাপুরের সঙ্গে অজিতের তৃতীয় সিনেমা এটি। থুনিভুতে সামুথিরাকানি, ভিরা, জন কোকেন, অজয়, সিবি চন্দ্রান অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে বনি কাপুরের বে–ভিউ প্রজেক্ট এলএলপি এবং জি স্টুডিও।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৫ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৫ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৫ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৫ ঘণ্টা আগে