Ajker Patrika

ট্রেলারেই থালাপতি বিজয়ের বাজিমাত

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১১: ০২
ট্রেলারেই থালাপতি বিজয়ের বাজিমাত

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত ও আলোচিত সিনেমা ‘ভারিসু’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। আজ বুধবার ট্রেলারটি মুক্তির পরেই এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

ট্রেলারে দেখা গেছে সিনেমাটি একটি বড় যৌথ পরিবারের গল্প। এতে নায়কের চরিত্রে অভিনয় করছেন বিজয়। পরিবারের বাবার চরিত্রে রয়েছেন শরৎকুমার। তাঁর তিন ছেলে বিজয়, শ্যাম ও শ্রীকান্ত। সুখী ওই পরিবারে দ্বন্দ্ব তখন আসে, যখন শরৎকুমারের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী প্রকাশ রাজ পুরো পরিবারকে সরিয়ে দিতে চায় এবং ধ্বংস করে দিতে চায় তাদের ব্যবসা। পরিবারকে বাঁচাতে প্রকাশ রাজের সঙ্গে লড়াইয়ে নামেন বিজয়। 

থালাপতি বিজয়ইতিমধ্যে ট্রেলারের একটি ডায়ালগ সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। একটি দৃশ্যে প্রকাশ রাজকে উদ্দেশ্য করে বিজয়কে বলতে শোনা যায় ‘ক্ষমতা সিংহাসনে থাকে না স্যার। যিনি সিংহাসনে বসেন, তিনিই ক্ষমতা চালান।’ 

বহু প্রতীক্ষিত ও প্রত্যাশিত ছবি থালাপতি বিজয়ের ‘ভারিসু’ নতুন বছরের ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি একই দিনে ‘ভারাসুডু’ নামে তেলুগুতেও মুক্তি পাচ্ছে। ভারিসু পরিচালনা করেছেন পরিচালক বামশি পৈদিপল্লী। থালাপতি বিজয়ের সঙ্গে রাশমিকা মান্দানাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পার্শ্বচরিত্রে দেখা যাবে প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শাম, খুশবু, সংগীতা ও যোগী বাবুকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত