Ajker Patrika

প্রেমের গুঞ্জন উসকে দিল সামান্থা-রাজের নতুন ছবি

বিনোদন ডেস্ক
সামান্থা-রাজের এই দুই ছবি ঘিরে চলছে আলোচনা। ছবি: ইনস্টাগ্রাম
সামান্থা-রাজের এই দুই ছবি ঘিরে চলছে আলোচনা। ছবি: ইনস্টাগ্রাম

নাগা চৈতন্যের সঙ্গে ২০২১ সালে বিচ্ছেদের পর অনেকটা ভেঙে পড়েছিলেন সামান্থা রুথ প্রভু। ওই বিধ্বস্ত সময়ে তাঁর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন নির্মাতা রাজ নিধিমরু। জনপ্রিয় নির্মাতা জুটি রাজ-ডিকের সঙ্গে এর আগে ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন টু’ সিরিজে কাজ করেছিলেন সামান্থা। ফলে রাজের সঙ্গে পরিচয় ছিল আগেই। এর পর রাজ-ডিকের তৈরি ‘সিটাডেল: হানি বানি’তেও অভিনয় করেন সামান্থা।

একসঙ্গে কাজ করতে গিয়ে যে বন্ধুত্বের জন্ম, সে সম্পর্ক ধীরে ধীরে ডালপালা গজিয়ে মহীরুহ হয়েছে এত দিনে! গত বছর থেকেই শোনা যাচ্ছে, রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সামান্থা। বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে দেখা না গেলে এটি শুধু গুঞ্জন হিসেবেই রয়ে যেত। কিন্তু প্রায়ই দুজনের একসঙ্গে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া, খেলা দেখতে যাওয়া এবং সে সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা—এসব ইঙ্গিত দেয়, সামান্থা-রাজের সম্পর্কের অফিশিয়াল ঘোষণা আসছে শিগগিরই।

বিভিন্ন সময়ে একান্ত মুহূর্তে সামান্থা-রাজ। ছবি: ইনস্টাগ্রাম
বিভিন্ন সময়ে একান্ত মুহূর্তে সামান্থা-রাজ। ছবি: ইনস্টাগ্রাম

সামান্থা ও রাজের নতুন একটি ছবি নিয়ে সম্প্রতি বেশ চর্চা চলছে। তেলুগু অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন দুজনেই। মিশিগানের রাস্তা ও রেস্তোরাঁয় ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি সামান্থা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। দুটি ছবিতে একসঙ্গে পাওয়া গেছে সামান্থা-রাজকে। ডেট্রয়েটের রাস্তায় হাঁটছেন তাঁরা, সামান্থার কাঁধে রাজের হাত, রাজকে এক হাতে জড়িয়ে ধরে আছেন সামান্থা। তাঁর চোখমুখে খুশির ঝিলিক। অন্য ছবিতে কয়েকজনের সঙ্গে পাশাপাশি বসে রেস্তোরাঁয় আড্ডা দিতে দেখা যাচ্ছে তাঁদের।

সামান্থা-রাজের ডেট্রয়েট সফরের ছবিগুলো ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা খুশি সামান্থাকে এমন হাস্যোজ্জ্বল দেখে। হয়তো শিগগিরই নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনতে চলেছেন তাঁরা। তাই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করে দিচ্ছেন সেই ইঙ্গিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত