দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিষেকের অপেক্ষায় ছিলেন অভিনেত্রী কারিনা কাপুর। ‘কেজিএফ’ স্টার যশের ‘টক্সিক’ সিনেমায় দেখা যাওয়ার কথা ছিল বলিউডের এ অভিনেত্রীকে। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমের খবর, যশের ‘টক্সিক’ সিনেমার কাজ ছেড়েছেন কারিনা।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুটিংয়ের তারিখ নিয়ে সমস্যা ছিল কারিনার। সে কারণেই যশের ছবি ছেড়ে দিলেন তিনি। গীতু মোহনদাসের পরিচালনায় আগামী বছর মুক্তি পাওয়ার কথা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’। বড় বাজেটে তৈরি হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমাটি। তাই শুটিংয়ের জন্য বেশ খানিকটা সময় দিতে হতো কারিনাকে। কিন্তু তা দেওয়া সম্ভব নয়। সে কারণেই নাকি ছবি ছাড়লেন তিনি।
সিনেমাটিতে যশের বোনের চরিত্রে অভিনয় করার কথা ছিল কারিনার। চরিত্রটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। কারিনা সিনেমা ছাড়ার পর চরিত্রটির জন্য নতুন মুখ খুঁজছেন পরিচালক ও প্রযোজকেরা। এই ছবিতে যশের নায়িকা হিসেবে কিয়ারা আদভানিকে দেখা যেতে পারে। তবে কারিনার সঙ্গে যশের রসায়ন দেখার আগ্রহ দর্শকদের মধ্যে ছিল। এবার জল্পনা যদি সত্যি হয়, তাহলে আপাতত কারিনার দক্ষিণী সিনেমায় ডেব্যু হচ্ছে না।
২০২৪ সালে এখনো পর্যন্ত একটিই সিনেমা মুক্তি পেয়েছে কারিনার। টাবু ও কৃতী শ্যাননের সঙ্গে ‘ক্রু’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। বক্স অফিসে সিনেমা হিট। ৭৫ কোটি রুপি বাজেটের ছবিটি প্রায় দেড় শ কোটি রুপি আয় করে ফেলেছে। মুক্তির অপেক্ষায় আছে রোহিত শেঠির ‘সিংহাম অ্যাগেইন’।
দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিষেকের অপেক্ষায় ছিলেন অভিনেত্রী কারিনা কাপুর। ‘কেজিএফ’ স্টার যশের ‘টক্সিক’ সিনেমায় দেখা যাওয়ার কথা ছিল বলিউডের এ অভিনেত্রীকে। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমের খবর, যশের ‘টক্সিক’ সিনেমার কাজ ছেড়েছেন কারিনা।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুটিংয়ের তারিখ নিয়ে সমস্যা ছিল কারিনার। সে কারণেই যশের ছবি ছেড়ে দিলেন তিনি। গীতু মোহনদাসের পরিচালনায় আগামী বছর মুক্তি পাওয়ার কথা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’। বড় বাজেটে তৈরি হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমাটি। তাই শুটিংয়ের জন্য বেশ খানিকটা সময় দিতে হতো কারিনাকে। কিন্তু তা দেওয়া সম্ভব নয়। সে কারণেই নাকি ছবি ছাড়লেন তিনি।
সিনেমাটিতে যশের বোনের চরিত্রে অভিনয় করার কথা ছিল কারিনার। চরিত্রটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। কারিনা সিনেমা ছাড়ার পর চরিত্রটির জন্য নতুন মুখ খুঁজছেন পরিচালক ও প্রযোজকেরা। এই ছবিতে যশের নায়িকা হিসেবে কিয়ারা আদভানিকে দেখা যেতে পারে। তবে কারিনার সঙ্গে যশের রসায়ন দেখার আগ্রহ দর্শকদের মধ্যে ছিল। এবার জল্পনা যদি সত্যি হয়, তাহলে আপাতত কারিনার দক্ষিণী সিনেমায় ডেব্যু হচ্ছে না।
২০২৪ সালে এখনো পর্যন্ত একটিই সিনেমা মুক্তি পেয়েছে কারিনার। টাবু ও কৃতী শ্যাননের সঙ্গে ‘ক্রু’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। বক্স অফিসে সিনেমা হিট। ৭৫ কোটি রুপি বাজেটের ছবিটি প্রায় দেড় শ কোটি রুপি আয় করে ফেলেছে। মুক্তির অপেক্ষায় আছে রোহিত শেঠির ‘সিংহাম অ্যাগেইন’।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১১ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৪ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৬ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৯ ঘণ্টা আগে