গত ৪ ফেব্রুয়ারি ভারতের হিমাচল প্রদেশের কিন্নর জেলার কাশাং নালার কাছে দুর্ঘটনার সম্মুখীন হন দক্ষিণ ভারতের পরিচালক ভেত্রি দুরাইসামি। ২০০ মিটার নিচে খাদে পড়েছিল তাঁদের গাড়ি। পরে ভেত্রীর সহযাত্রী এবং গাড়িচালকের মরদেহ উদ্ধার হলেও খোঁজ মিলছিল না পরিচালকের। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অবশেষে দুর্ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে শতদ্রু নদী থেকে উদ্ধার হয়েছে ভেত্রি দুরাইসামির মরদেহ।
কিন্নরের ডেপুটি কমিশনার অমিত কুমার শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গতকাল সোমবার বেলা ২টা নাগাদ মান্ডির সুন্দরনগরের মাহুন নাগ অ্যাসোসিয়েশনের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। শিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ভেত্রি দুরাইসামির বয়স মাত্র ৪৫ বছর। ২০২১-এ মুক্তি পেয়েছিল ভেত্রি পরিচালিত সিনেমা ‘এন্দ্রাভাথু ওরু নাল’। তাঁর আরেকটি পরিচয় তিনি চেন্নাইয়ের প্রাক্তন মেয়র সাইদাই দুরাইসামির ছেলে।
এদিকে দুর্ঘটনার দুদিন পর, ছেলের খোঁজ না পেয়ে ভেত্রীর বাবা সাইদাই দুরাইসামি ঘোষণা করেছিলেন, কেউ তাঁর ছেলেকে খুঁজে দিতে পারলে তাকে তিনি এক কোটি রুপি পুরস্কার দেবেন। ছেলের সন্ধান পেতে হিমাচলের স্থানীয় মানুষের কাছে সাহায্যের আবেদনও জানিয়েছিলেন তিনি।
দক্ষিণের অভিনেতা অজিথ কুমার এবং কমল হাসান ভেত্রি দুরাইসামিকে শ্রদ্ধা জানিয়েছেন। অজিত কুমার তাঁর স্ত্রী শালিনীকে নিয়ে চেন্নাইতে প্রিয় বন্ধু ভেত্রি দুরাইসামিকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন।
গত ৪ ফেব্রুয়ারি ভারতের হিমাচল প্রদেশের কিন্নর জেলার কাশাং নালার কাছে দুর্ঘটনার সম্মুখীন হন দক্ষিণ ভারতের পরিচালক ভেত্রি দুরাইসামি। ২০০ মিটার নিচে খাদে পড়েছিল তাঁদের গাড়ি। পরে ভেত্রীর সহযাত্রী এবং গাড়িচালকের মরদেহ উদ্ধার হলেও খোঁজ মিলছিল না পরিচালকের। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অবশেষে দুর্ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে শতদ্রু নদী থেকে উদ্ধার হয়েছে ভেত্রি দুরাইসামির মরদেহ।
কিন্নরের ডেপুটি কমিশনার অমিত কুমার শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গতকাল সোমবার বেলা ২টা নাগাদ মান্ডির সুন্দরনগরের মাহুন নাগ অ্যাসোসিয়েশনের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। শিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ভেত্রি দুরাইসামির বয়স মাত্র ৪৫ বছর। ২০২১-এ মুক্তি পেয়েছিল ভেত্রি পরিচালিত সিনেমা ‘এন্দ্রাভাথু ওরু নাল’। তাঁর আরেকটি পরিচয় তিনি চেন্নাইয়ের প্রাক্তন মেয়র সাইদাই দুরাইসামির ছেলে।
এদিকে দুর্ঘটনার দুদিন পর, ছেলের খোঁজ না পেয়ে ভেত্রীর বাবা সাইদাই দুরাইসামি ঘোষণা করেছিলেন, কেউ তাঁর ছেলেকে খুঁজে দিতে পারলে তাকে তিনি এক কোটি রুপি পুরস্কার দেবেন। ছেলের সন্ধান পেতে হিমাচলের স্থানীয় মানুষের কাছে সাহায্যের আবেদনও জানিয়েছিলেন তিনি।
দক্ষিণের অভিনেতা অজিথ কুমার এবং কমল হাসান ভেত্রি দুরাইসামিকে শ্রদ্ধা জানিয়েছেন। অজিত কুমার তাঁর স্ত্রী শালিনীকে নিয়ে চেন্নাইতে প্রিয় বন্ধু ভেত্রি দুরাইসামিকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
২ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
২ ঘণ্টা আগেসংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়।
২ ঘণ্টা আগে৮ অক্টোবর পথচলার ২১ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। ওই দিন স্টার সিনেপ্লেক্সের যেকোনো সিনেমার জন্য একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন দর্শকেরা।
১৪ ঘণ্টা আগে