সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাক্ষী আগারওয়াল। প্রায়ই বিভিন্ন অবতারে হাজির হতে দেখা যায় তাঁকে। ভক্তদের নজর কাড়েন তাঁর ফ্যাশনে। তবে অভিনয় ছাড়াও সাক্ষীর রয়েছে আরও অনেক প্রতিভা। অভিনেত্রী একজন কারাতে এবং কিক বক্সিং চ্যাম্পিয়ন। এর সঙ্গে লেখাপড়াতেও খুব মেধাবী সাক্ষী, বেঙ্গালুরুতে তথ্য প্রযুক্তি নিয়ে পড়াশোনা করার সময় স্বর্ণ পদক অর্জন করেন তিনি।
চেন্নাইয়ের গুড শেফার্ড কনভেন্ট স্কুলে পড়ার পর আনা ইউনিভার্সিটি থেকে তথ্য প্রযুক্তিতে স্নাতক সম্পন্ন করেন এবং জেভিয়ার ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। সাক্ষী যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের জন্য পেশাদার কোর্স সম্পন্ন করেন।
সাক্ষী আগরওয়াল উত্তরাখণ্ডের নৈনিতালের বাসিন্দা, অভিনয় জীবন শুরুর আগে তিনি মার্কেটিং কন্সোলেটর হিসেবে কর্মজীবন শুরু করেন।
পরিকল্পনা করে মডেলিং-এ আসেননি সাক্ষী, ইঞ্জিনিয়ারিং পাশ করে বেঙ্গালুরুতে একটি আইটি কোম্পানিতে চাকরি করার সময় এক বন্ধুর চ্যারিটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন তিনি। হঠাৎই দেখে খুব পছন্দ হওয়ায় সাক্ষীকে প্রথম মডেলিং-এর অফার দেন এক নামকরা ফ্যাশন ডিজাইনার।
সাক্ষী এয়ার এশিয়া, হেব্রন বিল্ডার্স, কল্যাণ সিল্কস, এআরআরএস সিল্কস, সিএসসি কম্পিউটারস, মালাবার গোল্ড, শক্তি মাসালার মতো ব্র্যান্ডের জন্য ১০০ টিরও বেশি বিজ্ঞাপনে অভিনয় করেছেন।
টেলিভিশনের অনেক ধারাবাহিকেও অভিনয় করেছেন সাক্ষী। এর মধ্যে -সোপ্পান্না, বিগ বস তামিল ৩, আদুপঙ্গরাই উল্লেখযোগ্য।
সাক্ষী ‘রাজা রানি’, ‘যুগান’, ‘কালা’, ‘কা কা কা পো’, ‘অধ্যাণ’ সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাক্ষী আগারওয়াল। প্রায়ই বিভিন্ন অবতারে হাজির হতে দেখা যায় তাঁকে। ভক্তদের নজর কাড়েন তাঁর ফ্যাশনে। তবে অভিনয় ছাড়াও সাক্ষীর রয়েছে আরও অনেক প্রতিভা। অভিনেত্রী একজন কারাতে এবং কিক বক্সিং চ্যাম্পিয়ন। এর সঙ্গে লেখাপড়াতেও খুব মেধাবী সাক্ষী, বেঙ্গালুরুতে তথ্য প্রযুক্তি নিয়ে পড়াশোনা করার সময় স্বর্ণ পদক অর্জন করেন তিনি।
চেন্নাইয়ের গুড শেফার্ড কনভেন্ট স্কুলে পড়ার পর আনা ইউনিভার্সিটি থেকে তথ্য প্রযুক্তিতে স্নাতক সম্পন্ন করেন এবং জেভিয়ার ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। সাক্ষী যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের জন্য পেশাদার কোর্স সম্পন্ন করেন।
সাক্ষী আগরওয়াল উত্তরাখণ্ডের নৈনিতালের বাসিন্দা, অভিনয় জীবন শুরুর আগে তিনি মার্কেটিং কন্সোলেটর হিসেবে কর্মজীবন শুরু করেন।
পরিকল্পনা করে মডেলিং-এ আসেননি সাক্ষী, ইঞ্জিনিয়ারিং পাশ করে বেঙ্গালুরুতে একটি আইটি কোম্পানিতে চাকরি করার সময় এক বন্ধুর চ্যারিটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন তিনি। হঠাৎই দেখে খুব পছন্দ হওয়ায় সাক্ষীকে প্রথম মডেলিং-এর অফার দেন এক নামকরা ফ্যাশন ডিজাইনার।
সাক্ষী এয়ার এশিয়া, হেব্রন বিল্ডার্স, কল্যাণ সিল্কস, এআরআরএস সিল্কস, সিএসসি কম্পিউটারস, মালাবার গোল্ড, শক্তি মাসালার মতো ব্র্যান্ডের জন্য ১০০ টিরও বেশি বিজ্ঞাপনে অভিনয় করেছেন।
টেলিভিশনের অনেক ধারাবাহিকেও অভিনয় করেছেন সাক্ষী। এর মধ্যে -সোপ্পান্না, বিগ বস তামিল ৩, আদুপঙ্গরাই উল্লেখযোগ্য।
সাক্ষী ‘রাজা রানি’, ‘যুগান’, ‘কালা’, ‘কা কা কা পো’, ‘অধ্যাণ’ সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৮ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৯ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৯ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৯ ঘণ্টা আগে