আর্থিক প্রতারণার শিকার হয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, অভিনেত্রী তাঁর দীর্ঘদিনের ম্যানেজার দ্বারা ৮০ লাখ রুপির আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। যদিও বর্তমানে এই ম্যানেজারকে বহিষ্কার করেছেন অভিনেত্রী।
প্রতিবেদন থেকে জানা যায়, বিষয়টা জানার পরই সেই ম্যানেজারকে বরখাস্ত করেন রাশমিকা। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনেত্রীর সঙ্গে ছিলেন অভিযুক্ত এই ম্যানেজার। পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী ম্যানেজার অভিনেত্রীর সঙ্গে ৮০ লাখ রুপির প্রতারণা করেছেন। যদিও ঘটনা নিয়ে এখনো মুখ খোলেননি রাশমিকা।
রাশমিকার ঘনিষ্ঠ একজনের বরাত দিয়ে পিঙ্কভিলা জানিয়েছে, রাশমিকা বিষয়টি জানার পরও ঝামেলা আর বাড়াতে চাননি। ম্যানেজারকে বরখাস্ত করেই তিনি বিষয়টাকে শেষ করেছেন।
রাশমিকা বর্তমানে ‘পুষ্পা: দ্য রুল’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তির শুটিং করছেন। সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।
তাঁর আসন্ন চলচ্চিত্রের মধ্যে রয়েছে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর এবং ববি দেওল। যদিও সিনেমাটিতে পরিণীতি চোপড়ার প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে এসে সরে আসেন তিনি। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার। চলতি বছরের ১১ আগস্ট সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আর্থিক প্রতারণার শিকার হয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, অভিনেত্রী তাঁর দীর্ঘদিনের ম্যানেজার দ্বারা ৮০ লাখ রুপির আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। যদিও বর্তমানে এই ম্যানেজারকে বহিষ্কার করেছেন অভিনেত্রী।
প্রতিবেদন থেকে জানা যায়, বিষয়টা জানার পরই সেই ম্যানেজারকে বরখাস্ত করেন রাশমিকা। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনেত্রীর সঙ্গে ছিলেন অভিযুক্ত এই ম্যানেজার। পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী ম্যানেজার অভিনেত্রীর সঙ্গে ৮০ লাখ রুপির প্রতারণা করেছেন। যদিও ঘটনা নিয়ে এখনো মুখ খোলেননি রাশমিকা।
রাশমিকার ঘনিষ্ঠ একজনের বরাত দিয়ে পিঙ্কভিলা জানিয়েছে, রাশমিকা বিষয়টি জানার পরও ঝামেলা আর বাড়াতে চাননি। ম্যানেজারকে বরখাস্ত করেই তিনি বিষয়টাকে শেষ করেছেন।
রাশমিকা বর্তমানে ‘পুষ্পা: দ্য রুল’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তির শুটিং করছেন। সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।
তাঁর আসন্ন চলচ্চিত্রের মধ্যে রয়েছে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর এবং ববি দেওল। যদিও সিনেমাটিতে পরিণীতি চোপড়ার প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে এসে সরে আসেন তিনি। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার। চলতি বছরের ১১ আগস্ট সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে