মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির প্রযোজনা প্রতিষ্ঠান ধোনি এন্টারটেইনমেন্টের প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারেড’। সংক্ষেপে যা বলা হচ্ছে এলজিএম। মুক্তিকে সামনে রেখে গতকাল সোমবার মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়।
গতকাল সোমবার ধোনি এন্টারটেইনমেন্ট থেকে সিনেমাটির ট্রেলার প্রকাশ করে লেখা হয়, ‘এলজিএম একটি মজার বিনোদনমূলক সিনেমা, জুলাইতে এটি বড় পর্দায় আসছে।’ রমেশ তামিলমণি পরিচালিত তামিল এই সিনেমার মূল ভাবনা এম এস ধোনির স্ত্রী সাক্ষী ধোনির। ছবির ট্রেলার মন কেড়েছে সিনেমাপ্রেমীদের।
রোববার চেন্নাইতে ছিল সিনেমাটির ট্রেলার ও অডিও প্রকাশের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএস ধোনি ও সাক্ষী ধোনি। সিনেমাটিতে অভিনয় করা অভিনেতা হরিশ কল্যাণ ২০১০ সালের ‘ওহ মানাপেনে’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন, পরে ‘ধরলা প্রভু’র মতো সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটির নায়িকা ইভানা শিশু অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০১৮ সালে তামিল সিনেমা ‘নাচিয়ার’ হাত ধরে বড় পর্দায় পা রাখেন। আশিস রেড্ডি অভিনীত তেলেগু সিনেমা ‘সেলফিশ’-এ অভিনয় করেছেন তিনি।
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘ধোনি এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় এটি প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি। এর আগে এই সংস্থার অধীনে একটি তথ্যচিত্র সিরিজ তৈরি হয়, যার নাম ছিল ‘রোর অব দ্য লায়ন’, যা আইপিএলে ‘চেন্নাই সুপার কিংস’-এর অধিনায়ক হিসেবে ধোনির সফরের গল্প বলে। সম্প্রতি ধোনির হাত ধরেই চেন্নাই সুপার কিংস আইপিএলে পঞ্চমবার শিরোপা ঘরে তুলেছে।
মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির প্রযোজনা প্রতিষ্ঠান ধোনি এন্টারটেইনমেন্টের প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারেড’। সংক্ষেপে যা বলা হচ্ছে এলজিএম। মুক্তিকে সামনে রেখে গতকাল সোমবার মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়।
গতকাল সোমবার ধোনি এন্টারটেইনমেন্ট থেকে সিনেমাটির ট্রেলার প্রকাশ করে লেখা হয়, ‘এলজিএম একটি মজার বিনোদনমূলক সিনেমা, জুলাইতে এটি বড় পর্দায় আসছে।’ রমেশ তামিলমণি পরিচালিত তামিল এই সিনেমার মূল ভাবনা এম এস ধোনির স্ত্রী সাক্ষী ধোনির। ছবির ট্রেলার মন কেড়েছে সিনেমাপ্রেমীদের।
রোববার চেন্নাইতে ছিল সিনেমাটির ট্রেলার ও অডিও প্রকাশের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএস ধোনি ও সাক্ষী ধোনি। সিনেমাটিতে অভিনয় করা অভিনেতা হরিশ কল্যাণ ২০১০ সালের ‘ওহ মানাপেনে’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন, পরে ‘ধরলা প্রভু’র মতো সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটির নায়িকা ইভানা শিশু অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০১৮ সালে তামিল সিনেমা ‘নাচিয়ার’ হাত ধরে বড় পর্দায় পা রাখেন। আশিস রেড্ডি অভিনীত তেলেগু সিনেমা ‘সেলফিশ’-এ অভিনয় করেছেন তিনি।
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘ধোনি এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় এটি প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি। এর আগে এই সংস্থার অধীনে একটি তথ্যচিত্র সিরিজ তৈরি হয়, যার নাম ছিল ‘রোর অব দ্য লায়ন’, যা আইপিএলে ‘চেন্নাই সুপার কিংস’-এর অধিনায়ক হিসেবে ধোনির সফরের গল্প বলে। সম্প্রতি ধোনির হাত ধরেই চেন্নাই সুপার কিংস আইপিএলে পঞ্চমবার শিরোপা ঘরে তুলেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
৭ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
৮ ঘণ্টা আগেসংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়।
৮ ঘণ্টা আগে৮ অক্টোবর পথচলার ২১ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। ওই দিন স্টার সিনেপ্লেক্সের যেকোনো সিনেমার জন্য একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন দর্শকেরা।
১৯ ঘণ্টা আগে