আরও একদফা পিছিয়েছে নাগা অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’র মুক্তি। মুক্তি স্থির হয়েছে আগামী ২৭ জুন। ছবি মুক্তির নতুন দিন জানিয়ে একটি পোস্টার রিলিজ করেছেন নির্মাতারা। তার পর থেকেই হলিউডের ছবি ‘ডিউন’-এর সঙ্গে ‘কল্কি’র মিল নিয়ে চর্চা শুরু হয়েছে।
ওই পোস্টারে দীপিকা পাড়ুকোনের লুকের সঙ্গে ‘ডিউন’-এ জেন্ডেয়া অভিনীত চরিত্রের বেশ সাদৃশ্য দেখা গেছে। প্রভাসের চরিত্ররূপের সঙ্গে টিমোথি শ্যালামের লুকেরও যথেষ্ট মিল পেয়েছেন নেটিজেনরা।
কল্কি পুরাণের ওপর ভিত্তি করে সাই-ফাই ছবি নির্মাণ করেছেন নাগ অশ্বিন। তাঁর সিনেমার সঙ্গে যে ‘ডিউন’-এর সাদৃশ্য নিয়ে আলোচনা চলছে তা জানেন পরিচালক। সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন তিনি।
নাগ অশ্বিনের কথায়, ‘হলিউডের বিভিন্ন ছবির সঙ্গে ‘‘কল্কি’’র মিল নিয়ে কথা হচ্ছে। ‘‘ডিউন’’-এ মরুভূমি, বালি ছিল, আমার এখানেও আছে। তাই এটাও হলিউডের সিনেমাটির মতো হয়ে গেল? আসলে আমরা এই ছবির প্রোডাকশন আন্তর্জাতিক মানের করার চেষ্টা করেছি। দর্শক যাতে দুর্দান্ত ভিজ্যুয়াল উপভোগ করতে পারেন।’
উল্লেখ্য, ‘মহাভারত’-এর শেষ থেকে সিনেমাটির গল্প শুরু, যা সমাপ্ত হবে ২৮৯৮ এডি-তে। ‘কল্কি’তে দীপিকা ও প্রভাস ছাড়া অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং কমল হাসান। অমিতাভ বচ্চনের লুক প্রশংসিত হয়েছে সমাজমাধ্যমে। আগামী ২৭ জুন ‘কল্কি’ বড় পর্দায় মুক্তি পাবে।
আরও একদফা পিছিয়েছে নাগা অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’র মুক্তি। মুক্তি স্থির হয়েছে আগামী ২৭ জুন। ছবি মুক্তির নতুন দিন জানিয়ে একটি পোস্টার রিলিজ করেছেন নির্মাতারা। তার পর থেকেই হলিউডের ছবি ‘ডিউন’-এর সঙ্গে ‘কল্কি’র মিল নিয়ে চর্চা শুরু হয়েছে।
ওই পোস্টারে দীপিকা পাড়ুকোনের লুকের সঙ্গে ‘ডিউন’-এ জেন্ডেয়া অভিনীত চরিত্রের বেশ সাদৃশ্য দেখা গেছে। প্রভাসের চরিত্ররূপের সঙ্গে টিমোথি শ্যালামের লুকেরও যথেষ্ট মিল পেয়েছেন নেটিজেনরা।
কল্কি পুরাণের ওপর ভিত্তি করে সাই-ফাই ছবি নির্মাণ করেছেন নাগ অশ্বিন। তাঁর সিনেমার সঙ্গে যে ‘ডিউন’-এর সাদৃশ্য নিয়ে আলোচনা চলছে তা জানেন পরিচালক। সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন তিনি।
নাগ অশ্বিনের কথায়, ‘হলিউডের বিভিন্ন ছবির সঙ্গে ‘‘কল্কি’’র মিল নিয়ে কথা হচ্ছে। ‘‘ডিউন’’-এ মরুভূমি, বালি ছিল, আমার এখানেও আছে। তাই এটাও হলিউডের সিনেমাটির মতো হয়ে গেল? আসলে আমরা এই ছবির প্রোডাকশন আন্তর্জাতিক মানের করার চেষ্টা করেছি। দর্শক যাতে দুর্দান্ত ভিজ্যুয়াল উপভোগ করতে পারেন।’
উল্লেখ্য, ‘মহাভারত’-এর শেষ থেকে সিনেমাটির গল্প শুরু, যা সমাপ্ত হবে ২৮৯৮ এডি-তে। ‘কল্কি’তে দীপিকা ও প্রভাস ছাড়া অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং কমল হাসান। অমিতাভ বচ্চনের লুক প্রশংসিত হয়েছে সমাজমাধ্যমে। আগামী ২৭ জুন ‘কল্কি’ বড় পর্দায় মুক্তি পাবে।
সেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৫ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৫ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৫ ঘণ্টা আগে