দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। ভক্তদের পাশে দাঁড়িয়ে শিরোনাম হয়েছেন অনেকবার। তাঁর কাছে অনুরাগীরাই তাঁর প্রাণ। এবার নিজের খরচে ১০০ ভক্তকে মানালিতে ঘুরতে পাঠাচ্ছেন তিনি।
বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ দেবেরাসান্তা’ ক্যাম্পেইন করেন তিনি। সেখানে জানান, তিনি তাঁর ১০০ ভক্তকে ঘুরতে পাঠাবেন, যেখানে তাদের থাকা, খাওয়াসহ সব খরচ দেবেন তিনি।
এবার এই ক্যাম্পেইনের আপডেট দিলেন বিজয়। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বিজয়কে বলতে শোনা যায়, ‘শুভ নববর্ষ, আমার ভালোবাসা মানুষেরা। এটা দেবেরাসান্তা আপডেট। আমি বলেছিলাম, তোমাদের মধ্যে ১০০ জনকে সব খরচ দিয়ে ট্রিপে পাঠাব। খাওয়া, ঘোরা ও থাকা সব আমি দেব। আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম কোথায় তোমরা যেতে চাও এবং প্রত্যেক প্রান্তের মানুষ পাহাড় পছন্দ করেছেন, তো পাহাড়েই যাওয়া যাক।’
তিনি আরও বলেন, ‘আমি তোমাদের মধ্যে ১০০ জনকে একটা ৫ দিনের মানালি ট্রিপে পাঠাচ্ছি। বরফে ঢাকা পর্বত দেখতে পারবে তোমরা। মন্দির, বৌদ্ধমঠ দেখবে এবং অজস্র অ্যাক্টিভিটি প্ল্যান করা আছে আমাদের! যদি তোমার বয়স ১৮-এর বেশি হয়, আমি দুঃখিত বয়স ১৮ প্লাস হতেই হবে।’
বিজয় দেবেরাকোন্ডার শেষ মুক্তি পাওযা ছবি ‘লাইগার’-এর প্যান ইন্ডিয়া ব্যাপক প্রচার করা হলেও তা বক্স অফিসে সুবিধা করতে পারেনি। ১০০ কোটিরও কম আয় করে বিজয়ের এই চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রের মাধ্যমেই বলিউডে অভিষেক হয় তাঁর।
সামনে মুক্তি পাচ্ছে সামান্থা রুথ প্রভুর সঙ্গে তাঁর রোমান্টিক চলচ্চিত্র ‘খুশি’। ২০২৩ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে চলচ্চিত্রটির।
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। ভক্তদের পাশে দাঁড়িয়ে শিরোনাম হয়েছেন অনেকবার। তাঁর কাছে অনুরাগীরাই তাঁর প্রাণ। এবার নিজের খরচে ১০০ ভক্তকে মানালিতে ঘুরতে পাঠাচ্ছেন তিনি।
বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ দেবেরাসান্তা’ ক্যাম্পেইন করেন তিনি। সেখানে জানান, তিনি তাঁর ১০০ ভক্তকে ঘুরতে পাঠাবেন, যেখানে তাদের থাকা, খাওয়াসহ সব খরচ দেবেন তিনি।
এবার এই ক্যাম্পেইনের আপডেট দিলেন বিজয়। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বিজয়কে বলতে শোনা যায়, ‘শুভ নববর্ষ, আমার ভালোবাসা মানুষেরা। এটা দেবেরাসান্তা আপডেট। আমি বলেছিলাম, তোমাদের মধ্যে ১০০ জনকে সব খরচ দিয়ে ট্রিপে পাঠাব। খাওয়া, ঘোরা ও থাকা সব আমি দেব। আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম কোথায় তোমরা যেতে চাও এবং প্রত্যেক প্রান্তের মানুষ পাহাড় পছন্দ করেছেন, তো পাহাড়েই যাওয়া যাক।’
তিনি আরও বলেন, ‘আমি তোমাদের মধ্যে ১০০ জনকে একটা ৫ দিনের মানালি ট্রিপে পাঠাচ্ছি। বরফে ঢাকা পর্বত দেখতে পারবে তোমরা। মন্দির, বৌদ্ধমঠ দেখবে এবং অজস্র অ্যাক্টিভিটি প্ল্যান করা আছে আমাদের! যদি তোমার বয়স ১৮-এর বেশি হয়, আমি দুঃখিত বয়স ১৮ প্লাস হতেই হবে।’
বিজয় দেবেরাকোন্ডার শেষ মুক্তি পাওযা ছবি ‘লাইগার’-এর প্যান ইন্ডিয়া ব্যাপক প্রচার করা হলেও তা বক্স অফিসে সুবিধা করতে পারেনি। ১০০ কোটিরও কম আয় করে বিজয়ের এই চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রের মাধ্যমেই বলিউডে অভিষেক হয় তাঁর।
সামনে মুক্তি পাচ্ছে সামান্থা রুথ প্রভুর সঙ্গে তাঁর রোমান্টিক চলচ্চিত্র ‘খুশি’। ২০২৩ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে চলচ্চিত্রটির।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে