দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। ভক্তদের পাশে দাঁড়িয়ে শিরোনাম হয়েছেন অনেকবার। তাঁর কাছে অনুরাগীরাই তাঁর প্রাণ। এবার নিজের খরচে ১০০ ভক্তকে মানালিতে ঘুরতে পাঠাচ্ছেন তিনি।
বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ দেবেরাসান্তা’ ক্যাম্পেইন করেন তিনি। সেখানে জানান, তিনি তাঁর ১০০ ভক্তকে ঘুরতে পাঠাবেন, যেখানে তাদের থাকা, খাওয়াসহ সব খরচ দেবেন তিনি।
এবার এই ক্যাম্পেইনের আপডেট দিলেন বিজয়। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বিজয়কে বলতে শোনা যায়, ‘শুভ নববর্ষ, আমার ভালোবাসা মানুষেরা। এটা দেবেরাসান্তা আপডেট। আমি বলেছিলাম, তোমাদের মধ্যে ১০০ জনকে সব খরচ দিয়ে ট্রিপে পাঠাব। খাওয়া, ঘোরা ও থাকা সব আমি দেব। আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম কোথায় তোমরা যেতে চাও এবং প্রত্যেক প্রান্তের মানুষ পাহাড় পছন্দ করেছেন, তো পাহাড়েই যাওয়া যাক।’
তিনি আরও বলেন, ‘আমি তোমাদের মধ্যে ১০০ জনকে একটা ৫ দিনের মানালি ট্রিপে পাঠাচ্ছি। বরফে ঢাকা পর্বত দেখতে পারবে তোমরা। মন্দির, বৌদ্ধমঠ দেখবে এবং অজস্র অ্যাক্টিভিটি প্ল্যান করা আছে আমাদের! যদি তোমার বয়স ১৮-এর বেশি হয়, আমি দুঃখিত বয়স ১৮ প্লাস হতেই হবে।’
বিজয় দেবেরাকোন্ডার শেষ মুক্তি পাওযা ছবি ‘লাইগার’-এর প্যান ইন্ডিয়া ব্যাপক প্রচার করা হলেও তা বক্স অফিসে সুবিধা করতে পারেনি। ১০০ কোটিরও কম আয় করে বিজয়ের এই চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রের মাধ্যমেই বলিউডে অভিষেক হয় তাঁর।
সামনে মুক্তি পাচ্ছে সামান্থা রুথ প্রভুর সঙ্গে তাঁর রোমান্টিক চলচ্চিত্র ‘খুশি’। ২০২৩ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে চলচ্চিত্রটির।
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। ভক্তদের পাশে দাঁড়িয়ে শিরোনাম হয়েছেন অনেকবার। তাঁর কাছে অনুরাগীরাই তাঁর প্রাণ। এবার নিজের খরচে ১০০ ভক্তকে মানালিতে ঘুরতে পাঠাচ্ছেন তিনি।
বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ দেবেরাসান্তা’ ক্যাম্পেইন করেন তিনি। সেখানে জানান, তিনি তাঁর ১০০ ভক্তকে ঘুরতে পাঠাবেন, যেখানে তাদের থাকা, খাওয়াসহ সব খরচ দেবেন তিনি।
এবার এই ক্যাম্পেইনের আপডেট দিলেন বিজয়। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বিজয়কে বলতে শোনা যায়, ‘শুভ নববর্ষ, আমার ভালোবাসা মানুষেরা। এটা দেবেরাসান্তা আপডেট। আমি বলেছিলাম, তোমাদের মধ্যে ১০০ জনকে সব খরচ দিয়ে ট্রিপে পাঠাব। খাওয়া, ঘোরা ও থাকা সব আমি দেব। আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম কোথায় তোমরা যেতে চাও এবং প্রত্যেক প্রান্তের মানুষ পাহাড় পছন্দ করেছেন, তো পাহাড়েই যাওয়া যাক।’
তিনি আরও বলেন, ‘আমি তোমাদের মধ্যে ১০০ জনকে একটা ৫ দিনের মানালি ট্রিপে পাঠাচ্ছি। বরফে ঢাকা পর্বত দেখতে পারবে তোমরা। মন্দির, বৌদ্ধমঠ দেখবে এবং অজস্র অ্যাক্টিভিটি প্ল্যান করা আছে আমাদের! যদি তোমার বয়স ১৮-এর বেশি হয়, আমি দুঃখিত বয়স ১৮ প্লাস হতেই হবে।’
বিজয় দেবেরাকোন্ডার শেষ মুক্তি পাওযা ছবি ‘লাইগার’-এর প্যান ইন্ডিয়া ব্যাপক প্রচার করা হলেও তা বক্স অফিসে সুবিধা করতে পারেনি। ১০০ কোটিরও কম আয় করে বিজয়ের এই চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রের মাধ্যমেই বলিউডে অভিষেক হয় তাঁর।
সামনে মুক্তি পাচ্ছে সামান্থা রুথ প্রভুর সঙ্গে তাঁর রোমান্টিক চলচ্চিত্র ‘খুশি’। ২০২৩ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে চলচ্চিত্রটির।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৬ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১০ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
২০ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
২১ ঘণ্টা আগে