Ajker Patrika

যে কারণে পেছাল শাহরুখের ‘জওয়ান’

যে কারণে পেছাল শাহরুখের ‘জওয়ান’

দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ দিয়ে বড় পর্দায় ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। প্রত্যাবর্তনের পরই তিনি করেছেন বাজিমাত। এরপর থেকেই বলিউড বাদশাহর পরবর্তী সিনেমা ‘জওয়ান’ নিয়ে দর্শকদের মনে আগ্রহের শেষ নেই। শাহরুখের প্রথম প্যান-ইন্ডিয়ান তথা সর্বভারতীয় সিনেমা ‘জওয়ান’ এর মুক্তির কথা ছিল আগামী ২ জুন। তবে নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না ‘জওয়ান’, গতকাল শনিবার শাহরুখ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান আরও চার মাস অপেক্ষা করতে হবে। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

কয়েক দিন আগেই শোনা গিয়েছিল সিনেমার ট্রেলার তৈরি এবং নির্ধারিত দিনেই আগামী সিনেমাটি মুক্তির জন্য তৈরি রয়েছে। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে শাহরুখ খানের নির্দেশেই পিছিয়েছে সিনেমা মুক্তির তারিখ। প্রচারণা আর মার্কেটিং-এর জন্য উপযুক্ত সময়ের প্রয়োজন, বলে মনে করেছেন শাহরুখ। 

গত সপ্তাহে শোনা গিয়েছিল আগামী ২৯ জুন মুক্তি পাবে সিনেমাটি। চার দিনের সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদুল আজহার ছুটির সুবিধা কারণে তখন সিনেমাটির মুক্তির সম্ভাবনা ছিল। কিন্তু সে বিষয়ে তখন কিছু জানাননি শাহরুখ খান ও তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট। অবশেষে গতকাল সব ধোঁয়াশার শেষ করলেন বলিউড বাদশাহ। 

 ‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। যাকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন–নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগি বাবু প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় ভারতজুড়ে মুক্তি পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত