Ajker Patrika

৫০০ পরিবারের ইনস্যুরেন্সের দায়িত্ব নিলেন রামচরণ

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১৪: ১৯
৫০০ পরিবারের ইনস্যুরেন্সের দায়িত্ব নিলেন রামচরণ

দক্ষিণ ভারতের সুপারস্টার রামচরণ। তিনি শুধু পর্দার তারকা নন, মানবিক কাজেও তাঁকে পাওয়া যায় সব সময়। মানবিক কাজে আবারও সংবাদের শিরোনাম হলেন অভিনেতা। তিনি আর স্ত্রী উপাসনা কোনিদেলি ৫০০ ড্যান্সারের পরিবারের ইনস্যুরেন্সের দায়িত্ব নিয়েছেন। খবরটি ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন কোরিওগ্রাফার জানি মাস্টার।

রামচরণ আর উপাসনার সঙ্গে ছবি পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়ে জানি লিখেছেন, ‘কঠিন সময়ে যাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাঁরাই ঈশ্বর। মনে আছে, ড্যান্সার ইউনিয়নের দাবি নিয়ে যখন তাঁদের কাছে গিয়েছিলাম, তখন পাশে দাঁড়িয়েছিলেন তাঁরা।’

জানি আরও লিখেছেন, ‘৫০০ জন ড্যান্সার আর তাঁদের পরিবারের ইনস্যুরেন্সের খরচ নিজেদের কাঁধে তুলে নেওয়ার কথা দিয়েছিলেন তাঁরা। শুধু কথা রাখাই নয়, প্রতিটি পরিবারের সদস্যদের সঙ্গে আলাদা করে কথা বলে তাঁদের আশ্বস্ত করেছিলেন। রাম-উপাসনার এই উপকার আমার আর আমাদের হৃদয়ে সব সময়ে থাকবে। তাঁদের কাছে চিরকৃতজ্ঞ থাকব চিরকাল।’

উল্লেখ্য, এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে রামচরণ। চলতি বছরই এস শংকরের পরিচালনায় ‘গেম চেঞ্জার’ সিনেমায় দেখা যাবে তাঁকে। এ সিনেমায় তাঁর বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত