গত শুক্রবার মুক্তি পেয়েছে ভারতের অন্যতম বড় বাজেটের সিনেমা ‘আদিপুরুষ’। মুক্তির আগে থেকেই একের পর এক বিতর্ক ছড়িয়েছে এটি নিয়ে। সিনেমাটির ডায়ালগ থেকে শুরু করে ভিজ্যুয়াল ইফেক্টস—সবকিছু নিয়েই হয়েছে সমালোচনা। এরই মধ্যে নেপালে এই সিনেমাকে করা হয় নিষিদ্ধ। সিনেমার একটি অংশে সীতাকে ভারতকন্যা বলায় রীতিমতো রেগে যান নেপালিরা। গত রোববার কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ নেপালের রাজধানীর সমস্ত সিনেমা হলে বলিউডের সব সিনেমা প্রদর্শন বন্ধের নির্দেশ জারি করেন। এ ঘটনায় সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের পক্ষ থেকে অবশেষে চাওয়া হয়েছে ক্ষমা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, টি-সিরিজের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির মেয়র বালেন্দ্র শাহ ও নেপাল চলচ্চিত্র উন্নয়ন বোর্ডের কাছে।
চিঠিতে লেখা হয়েছে, ‘শ্রদ্ধেয় স্যার, শুরুতেই আমরা ক্ষমাপ্রার্থী, যদি কোনোভাবে নেপালের জনগণের অনুভূতিতে আঘাত দিয়ে থাকি। এটা ইচ্ছাকৃত বা ইচ্ছাকৃতভাবে করা কোনো ভুল নয়। (প্রভাস) যিনি এই ছবিতে রাম চরিত্রে অভিনয় করেছেন, তাঁর মুখের ডায়ালগটি হলো, “আজ আমার জন্য লড়াই করতে হবে না। বরং সেই দিনটার কথা ভেবে লড়াই করো, যখন ভারতের কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার আগে অপকর্মকারীরা কেঁপে উঠবে।” এখানে কিন্তু সীতা মাতার জন্মস্থানের কোনো উল্লেখ নেই। বরং নারীদের, বিশেষ করে ভারতের নারীদের মর্যাদা বোঝানো হয়েছে এখানে, এই সংলাপ বলে পুরো বিশ্বের নারীদের মর্যাদার গুরুত্ব বোঝানো হয়েছে। আমরা আপনাদের সিনেমাটি দেখার অনুরোধ করছি এবং সিনেমাটির শিল্পসত্তাকে আরও বড় জনতার সামনে পৌঁছে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
বালেন্দ্র শাহের মতে, সীতা জনকপুরের রাজা জনকের কন্যা ছিলেন। আর এই সিনেমায় সীতাকে ভারতের কন্যা বলে দাবি করা হয়েছে। এদিকে জনকপুর নেপালে অবস্থিত। সিনেমাটি মুক্তি পাওয়ার পরই কাঠমান্ডুর মেয়র এই ছবির নির্মাতাদের অনুরোধ করেন এই ভুল শুধরে নেওয়ার জন্য। অথবা দৃশ্যটি বাদ দিয়ে দেওয়ার জন্য। কিন্তু এ বিষয়ে কোনো সাড়া না পেয়ে গোটা বলিউডকে নেপালে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ‘আদিপুরুষ’ রয়েছে লাভের খাতাতেই। সিনেমাটি বিশ্বব্যাপী ১৪০ কোটি রুপি সংগ্রহ করেছিল প্রথম দিনেই। শনিবার যোগ হয় আরও ১০০ কোটি রুপি। আর তৃতীয় দিনে সিনেমাটি ঘরে তোলে ৬৪ কোটি রুপির কাছাকাছি। প্রথম সপ্তাহেই ৩০০ কোটি রুপির ঘর পেরিয়ে গিয়েছে ‘আদিপুরুষ’।
‘আদিপুরুষ’ সিনেমাটি পরিচালনা করেছেন ওম রাউত। ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’-এর কাহিনি অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা। সিনেমাটিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস এবং সীতার চরিত্র রয়েছেন কৃতী শ্যানন। অন্যদিকে লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেছেন সানি সিং এবং রাবণের ভূমিকায় আছেন সাইফ আলী খান।
গত শুক্রবার মুক্তি পেয়েছে ভারতের অন্যতম বড় বাজেটের সিনেমা ‘আদিপুরুষ’। মুক্তির আগে থেকেই একের পর এক বিতর্ক ছড়িয়েছে এটি নিয়ে। সিনেমাটির ডায়ালগ থেকে শুরু করে ভিজ্যুয়াল ইফেক্টস—সবকিছু নিয়েই হয়েছে সমালোচনা। এরই মধ্যে নেপালে এই সিনেমাকে করা হয় নিষিদ্ধ। সিনেমার একটি অংশে সীতাকে ভারতকন্যা বলায় রীতিমতো রেগে যান নেপালিরা। গত রোববার কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ নেপালের রাজধানীর সমস্ত সিনেমা হলে বলিউডের সব সিনেমা প্রদর্শন বন্ধের নির্দেশ জারি করেন। এ ঘটনায় সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের পক্ষ থেকে অবশেষে চাওয়া হয়েছে ক্ষমা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, টি-সিরিজের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির মেয়র বালেন্দ্র শাহ ও নেপাল চলচ্চিত্র উন্নয়ন বোর্ডের কাছে।
চিঠিতে লেখা হয়েছে, ‘শ্রদ্ধেয় স্যার, শুরুতেই আমরা ক্ষমাপ্রার্থী, যদি কোনোভাবে নেপালের জনগণের অনুভূতিতে আঘাত দিয়ে থাকি। এটা ইচ্ছাকৃত বা ইচ্ছাকৃতভাবে করা কোনো ভুল নয়। (প্রভাস) যিনি এই ছবিতে রাম চরিত্রে অভিনয় করেছেন, তাঁর মুখের ডায়ালগটি হলো, “আজ আমার জন্য লড়াই করতে হবে না। বরং সেই দিনটার কথা ভেবে লড়াই করো, যখন ভারতের কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার আগে অপকর্মকারীরা কেঁপে উঠবে।” এখানে কিন্তু সীতা মাতার জন্মস্থানের কোনো উল্লেখ নেই। বরং নারীদের, বিশেষ করে ভারতের নারীদের মর্যাদা বোঝানো হয়েছে এখানে, এই সংলাপ বলে পুরো বিশ্বের নারীদের মর্যাদার গুরুত্ব বোঝানো হয়েছে। আমরা আপনাদের সিনেমাটি দেখার অনুরোধ করছি এবং সিনেমাটির শিল্পসত্তাকে আরও বড় জনতার সামনে পৌঁছে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
বালেন্দ্র শাহের মতে, সীতা জনকপুরের রাজা জনকের কন্যা ছিলেন। আর এই সিনেমায় সীতাকে ভারতের কন্যা বলে দাবি করা হয়েছে। এদিকে জনকপুর নেপালে অবস্থিত। সিনেমাটি মুক্তি পাওয়ার পরই কাঠমান্ডুর মেয়র এই ছবির নির্মাতাদের অনুরোধ করেন এই ভুল শুধরে নেওয়ার জন্য। অথবা দৃশ্যটি বাদ দিয়ে দেওয়ার জন্য। কিন্তু এ বিষয়ে কোনো সাড়া না পেয়ে গোটা বলিউডকে নেপালে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ‘আদিপুরুষ’ রয়েছে লাভের খাতাতেই। সিনেমাটি বিশ্বব্যাপী ১৪০ কোটি রুপি সংগ্রহ করেছিল প্রথম দিনেই। শনিবার যোগ হয় আরও ১০০ কোটি রুপি। আর তৃতীয় দিনে সিনেমাটি ঘরে তোলে ৬৪ কোটি রুপির কাছাকাছি। প্রথম সপ্তাহেই ৩০০ কোটি রুপির ঘর পেরিয়ে গিয়েছে ‘আদিপুরুষ’।
‘আদিপুরুষ’ সিনেমাটি পরিচালনা করেছেন ওম রাউত। ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’-এর কাহিনি অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা। সিনেমাটিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস এবং সীতার চরিত্র রয়েছেন কৃতী শ্যানন। অন্যদিকে লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেছেন সানি সিং এবং রাবণের ভূমিকায় আছেন সাইফ আলী খান।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৭ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১০ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৫ ঘণ্টা আগে