সাম্প্রতিক সময়ে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় বক্স অফিস সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা রামচরণের ছবি ‘আরসি–১৫’ ও দক্ষিণের আরেক সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার প্রতীক্ষিত দ্বিতীয় কিস্তি একই সময় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তি পাবে দুই সিনেমা। ফলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বক্স অফিস প্রতিযোগিতার সাক্ষী হতে চলেছে চলচ্চিত্র বিশ্ব।
ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার প্রতিবেদন থেকে জানা যায়, পরিচালক এস শংকরের পরিচালনায় রামচরণের সিনেমাটি আপাতত ‘আরসি–১৫’ শিরোনামে শুটিং ফ্লোরে আছে। রাজনৈতিক থ্রিলার ঘরানার সিনেমাটির প্রধান অংশের বেশির ভাগ শুটিং গত বছরই শেষ হয়েছে। তাই নির্মাতারা ২০২৪ সালের শুরুতে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন।
এদিকে আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার প্রতীক্ষিত দ্বিতীয় কিস্তিও ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তির প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই তা নিশ্চিত করেনি।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডে অভিনেতা রামচরণ, পরিচালক এস শংকর ও প্রধান নারী চরিত্রে অভিনয় করা কিয়ারা আদভানি সিনেমাটির বেশ কিছু দৃশ্য ধারণে অংশ নেন। এ বছরের প্রথমার্ধেই কয়েকটি শিডিউলে ছবির বাকি শুটিং করার পরিকল্পনা রয়েছে। পরিচালক এস শংকর ছবিটির জন্য পোস্ট-প্রোডাকশনের সময়সূচি এরই মধ্যে তৈরি করে ফেলেছেন।
২০১৯ সালে মুক্তি পাওয়া ‘বিনয়া বিদ্যা রামা’র পর রামচরণ ও কিয়ারা আদভানি জুটির এটি দ্বিতীয় ছবি। সিনেমাটিতে প্রধান প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করছেন প্রখ্যাত অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা এসজে সূর্য। এতে আরও অভিনয় করেছেন—জয়রাম, অঞ্জলি সুনীল, শ্রীকান্ত, নবীন চন্দ্র। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন এস থামন।
এদিকে গত বছরের ডিসেম্বর থেকেই পুষ্পা–২–এর শুটিং শুরু হয়েছে। ভারতের হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে নির্মিত সেটে এর দৃশ্যধারণ চলছে। এতে প্রধান নারী চরিত্রে রাশমিকা মান্দানা ছাড়াও মালায়লাম অভিনেতা ফাহাদ ফাসিল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় বক্স অফিস সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা রামচরণের ছবি ‘আরসি–১৫’ ও দক্ষিণের আরেক সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার প্রতীক্ষিত দ্বিতীয় কিস্তি একই সময় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তি পাবে দুই সিনেমা। ফলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বক্স অফিস প্রতিযোগিতার সাক্ষী হতে চলেছে চলচ্চিত্র বিশ্ব।
ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার প্রতিবেদন থেকে জানা যায়, পরিচালক এস শংকরের পরিচালনায় রামচরণের সিনেমাটি আপাতত ‘আরসি–১৫’ শিরোনামে শুটিং ফ্লোরে আছে। রাজনৈতিক থ্রিলার ঘরানার সিনেমাটির প্রধান অংশের বেশির ভাগ শুটিং গত বছরই শেষ হয়েছে। তাই নির্মাতারা ২০২৪ সালের শুরুতে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন।
এদিকে আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার প্রতীক্ষিত দ্বিতীয় কিস্তিও ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তির প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই তা নিশ্চিত করেনি।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডে অভিনেতা রামচরণ, পরিচালক এস শংকর ও প্রধান নারী চরিত্রে অভিনয় করা কিয়ারা আদভানি সিনেমাটির বেশ কিছু দৃশ্য ধারণে অংশ নেন। এ বছরের প্রথমার্ধেই কয়েকটি শিডিউলে ছবির বাকি শুটিং করার পরিকল্পনা রয়েছে। পরিচালক এস শংকর ছবিটির জন্য পোস্ট-প্রোডাকশনের সময়সূচি এরই মধ্যে তৈরি করে ফেলেছেন।
২০১৯ সালে মুক্তি পাওয়া ‘বিনয়া বিদ্যা রামা’র পর রামচরণ ও কিয়ারা আদভানি জুটির এটি দ্বিতীয় ছবি। সিনেমাটিতে প্রধান প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করছেন প্রখ্যাত অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা এসজে সূর্য। এতে আরও অভিনয় করেছেন—জয়রাম, অঞ্জলি সুনীল, শ্রীকান্ত, নবীন চন্দ্র। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন এস থামন।
এদিকে গত বছরের ডিসেম্বর থেকেই পুষ্পা–২–এর শুটিং শুরু হয়েছে। ভারতের হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে নির্মিত সেটে এর দৃশ্যধারণ চলছে। এতে প্রধান নারী চরিত্রে রাশমিকা মান্দানা ছাড়াও মালায়লাম অভিনেতা ফাহাদ ফাসিল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে