দাপটের সঙ্গে একটা বছর পার করল দক্ষিণ ভারতের চলচ্চিত্র শিল্প। বছরজুড়েই দর্শকদের প্রত্যাশা পূরণ ও ব্যবসায়িক সাফল্য পেয়েছে দক্ষিণী চলচ্চিত্রগুলো। ‘পুষ্পা’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২ ’, ‘বিক্রম’, ‘আরআরআর’-এর মতো বড় বাজেটের সিনেমাগুলো যেমন প্রত্যাশা পূরণ করেছে, তেমন বক্স অফিসেও একের পর এক রেকর্ড ভেঙেছে।
এ ছাড়া তুলনামূলক কম বাজেটের সিনেমা ‘কান্তারা’, ‘লাভ টুডে’ দুর্দান্ত সাফল্য এনে দিয়েছে। এই রেশ আগামী বছরেও অব্যাহত থাকবে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকেরা। নতুন বছরের জানুয়ারিতে মুক্তির অপেক্ষায় আছে দক্ষিণের বেশ কয়েকটি বড় সিনেমা। দেখে নেওয়া যাক নতুন বছরের শুরুতে কোন কোন সিনেমা আসছে প্রেক্ষাগৃহে—
থুনিভু
দক্ষিণের নতুন বছর শুরু হচ্ছে অজিত কুমারের সিনেমা ‘থুনিভু’ দিয়ে। এর চেয়ে চমৎকার শুরু আর কী হতে পারে! ভক্তরা অনেক দিন ধরেই সিনেমাটির অপেক্ষায় ছিলেন। নতুন বছরের ১১ জানুয়ারি এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি ‘থেগিম্পু’ শিরোনামে তেলুগুতে মুক্তি পাবে। পরিচালক এইচ বিনোদ এবং প্রযোজক বনি কাপুরের সঙ্গে অজিতের তৃতীয় সিনেমা এটি।
থুনিভুতে সামুথিরাকানি, ভিরা, জন কোকেন, অজয়, সিবি চন্দ্রান অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে বনি কাপুরের বে–ভিউ প্রজেক্ট এলএলপি এবং জি স্টুডিও।
ভারিসু
বহু প্রতীক্ষিত ও প্রত্যাশিত ছবি থালাপতি বিজয়ের ‘ভারিসু’ নতুন বছরের ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি ‘ভারাসুডু’ নামে তেলুগুতেও মুক্তি পাচ্ছে। ভারিসু পরিচালনা করেছেন পরিচালক বামশি পৈদিপল্লী। থালাপতি বিজয়ের সঙ্গে রাশমিকা মান্দানাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পার্শ্ব চরিত্রে দেখা যাবে প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শাম, খুশবু, সংগীতা ও যোগী বাবুকে।
ভিরা সিমহা রেড্ডি
নান্দামুরি বালাকৃষ্ণ অভিনীত সিনেমা ‘ভিরা সিমহা রেড্ডি’ মুক্তি পাচ্ছে আগামী ১২ জানুয়ারি।
শ্রুতি হাসান এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া কন্নড়ের জনপ্রিয় অভিনেতা দুনিয়া বিজয় এই সিনেমার মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করছেন। এ ছাড়াও বড়লক্ষ্মী শরৎকুমার, হানি রোজ, লাল, চন্দ্রিকা রবি, এবং পি. রবি শংকর অভিনয় করেছেন।
ওয়াল্টেয়ার ভিরাইয়া
চিরঞ্জীবী অভিনীত তেলুগু সিনেমা ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’-দক্ষিণের অন্যতম প্রতীক্ষিত সিনেমা। সিনেমাটি তেলুগু ও হিন্দি ভাষায় নতুন বছরের ১৩ জানুয়ারি মুক্তি পাবে। সিনেমাটির গল্প এবং সংলাপগুলো লিখেছেন পরিচালক ববি নিজেই।
অভিনেতা মাস মহারাজা রবি তেজাকে সিনেমাটিতে একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। শ্রুতি হাসানকে চিরঞ্জীবীর বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। মি–থ্রি মুভি মেকার্সের ব্যানারে নতুন ইয়েরনেনি এবং ওয়াই রবি শংকর সিনেমাটি প্রযোজনা করেছেন। সিনেমাটির সহ-প্রযোজনা করছেন জি কে মোহন।
ক্রান্তি
২০২৩ সালের ২৬ জানুয়ারিতে মুক্তি পাচ্ছে সুলতান অব বক্স অফিস খ্যাত অভিনেতা দর্শন থুগুদীপার কন্নড় সিনেমা ‘ক্রান্তি’। সিনেমাটিতে সিনেমার গল্পে দর্শন তাঁর শৈশবে কন্নড় মিডিয়াম স্কুলে ফিরে যান, এরপর তিনি ভারতের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করেন। সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন রচিত রাম। সিনেমাটিতে ভি রবিচন্দ্রন, গিরিজা লোকেশ, অচ্যুত কুমার, সুমালতাসহ আরও কয়েকজন চেনা মুখকে দেখা যাবে।
দাপটের সঙ্গে একটা বছর পার করল দক্ষিণ ভারতের চলচ্চিত্র শিল্প। বছরজুড়েই দর্শকদের প্রত্যাশা পূরণ ও ব্যবসায়িক সাফল্য পেয়েছে দক্ষিণী চলচ্চিত্রগুলো। ‘পুষ্পা’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২ ’, ‘বিক্রম’, ‘আরআরআর’-এর মতো বড় বাজেটের সিনেমাগুলো যেমন প্রত্যাশা পূরণ করেছে, তেমন বক্স অফিসেও একের পর এক রেকর্ড ভেঙেছে।
এ ছাড়া তুলনামূলক কম বাজেটের সিনেমা ‘কান্তারা’, ‘লাভ টুডে’ দুর্দান্ত সাফল্য এনে দিয়েছে। এই রেশ আগামী বছরেও অব্যাহত থাকবে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকেরা। নতুন বছরের জানুয়ারিতে মুক্তির অপেক্ষায় আছে দক্ষিণের বেশ কয়েকটি বড় সিনেমা। দেখে নেওয়া যাক নতুন বছরের শুরুতে কোন কোন সিনেমা আসছে প্রেক্ষাগৃহে—
থুনিভু
দক্ষিণের নতুন বছর শুরু হচ্ছে অজিত কুমারের সিনেমা ‘থুনিভু’ দিয়ে। এর চেয়ে চমৎকার শুরু আর কী হতে পারে! ভক্তরা অনেক দিন ধরেই সিনেমাটির অপেক্ষায় ছিলেন। নতুন বছরের ১১ জানুয়ারি এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি ‘থেগিম্পু’ শিরোনামে তেলুগুতে মুক্তি পাবে। পরিচালক এইচ বিনোদ এবং প্রযোজক বনি কাপুরের সঙ্গে অজিতের তৃতীয় সিনেমা এটি।
থুনিভুতে সামুথিরাকানি, ভিরা, জন কোকেন, অজয়, সিবি চন্দ্রান অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে বনি কাপুরের বে–ভিউ প্রজেক্ট এলএলপি এবং জি স্টুডিও।
ভারিসু
বহু প্রতীক্ষিত ও প্রত্যাশিত ছবি থালাপতি বিজয়ের ‘ভারিসু’ নতুন বছরের ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি ‘ভারাসুডু’ নামে তেলুগুতেও মুক্তি পাচ্ছে। ভারিসু পরিচালনা করেছেন পরিচালক বামশি পৈদিপল্লী। থালাপতি বিজয়ের সঙ্গে রাশমিকা মান্দানাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পার্শ্ব চরিত্রে দেখা যাবে প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শাম, খুশবু, সংগীতা ও যোগী বাবুকে।
ভিরা সিমহা রেড্ডি
নান্দামুরি বালাকৃষ্ণ অভিনীত সিনেমা ‘ভিরা সিমহা রেড্ডি’ মুক্তি পাচ্ছে আগামী ১২ জানুয়ারি।
শ্রুতি হাসান এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া কন্নড়ের জনপ্রিয় অভিনেতা দুনিয়া বিজয় এই সিনেমার মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করছেন। এ ছাড়াও বড়লক্ষ্মী শরৎকুমার, হানি রোজ, লাল, চন্দ্রিকা রবি, এবং পি. রবি শংকর অভিনয় করেছেন।
ওয়াল্টেয়ার ভিরাইয়া
চিরঞ্জীবী অভিনীত তেলুগু সিনেমা ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’-দক্ষিণের অন্যতম প্রতীক্ষিত সিনেমা। সিনেমাটি তেলুগু ও হিন্দি ভাষায় নতুন বছরের ১৩ জানুয়ারি মুক্তি পাবে। সিনেমাটির গল্প এবং সংলাপগুলো লিখেছেন পরিচালক ববি নিজেই।
অভিনেতা মাস মহারাজা রবি তেজাকে সিনেমাটিতে একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। শ্রুতি হাসানকে চিরঞ্জীবীর বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। মি–থ্রি মুভি মেকার্সের ব্যানারে নতুন ইয়েরনেনি এবং ওয়াই রবি শংকর সিনেমাটি প্রযোজনা করেছেন। সিনেমাটির সহ-প্রযোজনা করছেন জি কে মোহন।
ক্রান্তি
২০২৩ সালের ২৬ জানুয়ারিতে মুক্তি পাচ্ছে সুলতান অব বক্স অফিস খ্যাত অভিনেতা দর্শন থুগুদীপার কন্নড় সিনেমা ‘ক্রান্তি’। সিনেমাটিতে সিনেমার গল্পে দর্শন তাঁর শৈশবে কন্নড় মিডিয়াম স্কুলে ফিরে যান, এরপর তিনি ভারতের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করেন। সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন রচিত রাম। সিনেমাটিতে ভি রবিচন্দ্রন, গিরিজা লোকেশ, অচ্যুত কুমার, সুমালতাসহ আরও কয়েকজন চেনা মুখকে দেখা যাবে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে