Ajker Patrika

আইনি জটিলতায় ভারতীয় অভিনেতা ফাহাদ ফাসিল

আপডেট : ৩০ জুন ২০২৪, ১১: ১৭
আইনি জটিলতায় ভারতীয় অভিনেতা ফাহাদ ফাসিল

আইনি জটিলতায় পড়েছেন ভারতীয় অভিনেতা ফাহাদ ফাসিল। কেরালার একটি হাসপাতালের জরুরি বিভাগে একটি মালয়ালাম সিনেমার শুটিং করছিলেন অভিনেতা। আর এতে চরম ভোগান্তিতে পড়ে রোগীরা। পরে তারা অভিযোগ জানান কেরালা রাজ্য মানবাধিকার কমিশনে। মানবাধিকার কমিশন সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিচ্ছে।

এক প্রতিবেদনে পিঙ্কভিলা জানিয়েছে, কেরালা রাজ্যের অঙ্গামালি তালুক হাসপাতালে দুই দিন ধরে ‘পেইনকিলি’ নামের সিনেমার শুটিং চলছিল। সিনেমাটির প্রযোজক ফাহাদ ফাসিল। হাসপাতালটির জরুরি বিভাগে দৃশ্য ধারণেই ঝামেলার সূত্রপাত। শুটিংয়ের কারণে নাকি এক রোগী জরুরি বিভাগে যেতেই পারেননি। কারণ সেখানে কাউকে প্রবেশাধিকার দেওয়া হয়নি, যা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মনে করছে মানবাধিকার কমিশন।

কেরালা রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য ভি কে বীনাকুমারী, এর্নাকুলাম জেলা মেডিকেল অফিসার এবং অঙ্গমালি তালুক হাসপাতালের প্রশাসককে সাত দিনের মধ্যে এ নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ফাহাদ ফাসিল। ছবি: ইনস্টাগ্রামএক বিবৃতিতে কমিশন জানিয়েছে, সিনেমার কলাকুশলীরা হাসপাতালের আলো নিভিয়ে শুটিং করেন। এমনকি জরুরি বিভাগের কক্ষে বিধিনিষেধ আরোপ করা হয়। শুটিং চলাকালীন অভিনেতাসহ প্রায় ৫০ জন সেখানে উপস্থিত ছিলেন। যা নিয়ে চরম ভোগান্তিতে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত