Ajker Patrika

প্রভাসের সালার সিনেমার আয় ১৩ দিনে ৬৫০ কোটি রুপি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৯: ০৪
প্রভাসের সালার সিনেমার আয় ১৩ দিনে ৬৫০ কোটি রুপি

গত ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রভাস অভিনীত সিনেমা ‘সালার পার্ট ১: সিজফায়ার’। আর তারপর থেকে বক্স অফিসে ঝড় যেন থামছেই না। প্রতিদিনই সিনেমাটি গড়ছে নতুন নতুন রেকর্ড।

বাণিজ্য বিশ্লেষক মনোবল বিজয়বালান এক টুইটে জানিয়েছেন, ‘সালার’ ইতিমধ্যে রজনীকান্তের ‘জেলার’, সহ এসএস রাজামৌলির ‘আরআরআর’ এবং প্রভাসের ‘বাহুবলি ২’ এর সঙ্গে ৬৫০ কোটির ক্লাবে যুক্ত হয়েছে। সর্বশেষ হিসেব অনুযায়ী বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৬৫০ কোটি রুপি পেরিয়েছে।

তাঁর পোস্ট অনুযায়ী, মুক্তির ১৩ তম দিনে বিশ্বব্যাপী বক্স অফিস থেকে প্রভাসের ‘সালার’ আয় করেছে ৬৫০ কোটি রুপির বেশি। ৬৫০ কোটির বেশি আয় করা দক্ষিণ ভারতীয় সিনেমাগুলো হলো— ‘সালার পার্ট ১’, ‘বাহুবলি’, ‘জেলার’, ‘কেজিএফ: চ্যাপটার ২’, ‘আরআরআর’, ‘বাহুবলি ২’।

তিনি এদিন একই সঙ্গে আরও জানান, সালার প্রথম দিন ১৭৬ কোটি ৫২ লাখ রুপি, দ্বিতীয় দিনে ১০১ কোটি ৪৯ লাখ, তৃতীয় এবং চতুর্থ দিন ৯৫ কোটি ২৪ লাখ রুপি এবং ৭৬ কোটি ৯১ লাখ রুপি আয় করেছে যথাক্রমে। পঞ্চম দিন ৪০ কোটি ১৭ লাখ, ষষ্ঠ দিনে ৩১ কোটি ৬২ লাখ, সপ্তমদিনে ২০ কোটি ৭৮ লাখ রুপি আয় করেছে। ১৪ কোটি ২১ লাখ রুপি আয় করে অষ্টম দিনে, নবম এবং দশম দিনে যথাক্রমে ২১ কোটি ৪৫ লাখ এবং ২৩ কোটি ০৯ লাখ রুপি আয় করেছে। এগারোতম দিনে ২৫ কোটি ৮১ লাখ এবং বারোতম দিনে ১২ কোটি ১৫ লাখ রুপি আয় করেছে। তেরো নম্বর দিনে এটি আয় করে ১১ কোটি ০৭ লাখ রুপি। ফলে সালার মোট আয় করেছে ৬৫৯ কোটি ৪১ লাখ রুপি।

‘সালার’ সিনেমার দৃশ্যে প্রভাস।মনোবল গতকাল বুধবার আরও এক টুইটে জানান, ইতিহাসে সব থেকে বেশি আয় করা তেলুগু সিনেমার তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ‘সালার’। এর আগে রয়েছে ‘বাহুবলি ২’ এবং ‘আরআরআর’।

উল্লেখ্য, ‘সালার’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন—পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবু, ববি সিনহা, প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত