Ajker Patrika

আল্লুকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯: ৪৫
আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত
আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

আল্লু অর্জুনকে নিয়ে বিতর্ক থামছেই না। একদিকে ‘পুষ্পা ২’ ধারাবাহিকভাবে দাপট দেখিয়ে যাচ্ছে সিনেমা হলে; অন্যদিকে এ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় আল্লুকে নিয়ে চলছে সমালোচনা। বিনোদন অঙ্গন ছাড়িয়ে বিষয়টি নিয়ে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গনও।

আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘যখন সেই ফিল্মস্টারকে জানানো হয়, প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটেছে। এক নারীর মৃত্যু হয়েছে। তখন ওই ফিল্মস্টার হেসে বলেছিলেন, এবার তাহলে সিনেমা হিট হয়ে যাবে। এত কিছুর পরও তিনি ওই হলে বসে পুরো সিনেমা দেখেন, যাওয়ার সময় হাত নেড়ে অভিবাদন জানান। আহতদের খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করেননি।’

অন্যদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দাবি করেছেন, অনুমতি ছাড়াই ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে গিয়েছিলেন আল্লু অর্জুন। এরপর সংবাদ সম্মেলনে সুপারস্টার দাবি করেন, তাঁকে নিয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। আল্লু অর্জুন বলেন, ‘দয়া করে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন না। আমি এরকম মানুষ নই। সেদিন সিনেমা হল কর্তৃপক্ষকে জানিয়েই আমি সেখানে যাই। সেখানে পুলিশ ভিড় সরাচ্ছিল। যদি তাঁরা বলতেন, অনুমতি নেই আপনি ফিরে যান; আমি তখনই ফিরে যেতাম।’

আল্লু জানান, এক নারীর মৃত্যু এবং ওই নারীর সন্তানের আহত হওয়ার খবর পাওয়ার পরই তাঁর লোকজন সেখানে গিয়েছিলেন। খোঁজখবর নিয়েছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে মামলা হওয়ার পর আইনি বাধ্যবাধকতায় শিশুটিকে দেখতে যেতে পারেননি। এদিকে গতকাল বিকেলে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ প্রদর্শন করেছে আল্লু অর্জুনের বাড়ির সামনে। তাঁর বাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত