আজ দক্ষিণী তারকা রাম চরণের জন্মদিন। ‘আরআরআর’-এর সাফল্যের পর সামনে আসতে যাচ্ছে তাঁর বড় বাজেটের আরেকটি সিনেমা ‘আরসি ১৫ ’। এবার রাম চরণের জন্মদিন উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির নাম বদলে ‘গেম চেঞ্জার’ করার ঘোষণা দিয়েছেন নির্মাতা এস শংকর।
অ্যাকশন ধারার সিনেমাটি নিয়ে আলোচনা শুরু ২০২১-এর শেষ থেকেই। তখন এর নাম রাখা হয় ‘আরসি ১৫’। তবে আজ সোমবার রাম চরণের জন্মদিনে ইনস্টাগ্রামে সিনেমাটির টিজার শেয়ার করে নাম বদলের বিষয়টি জানিয়েছেন নির্মাতা এস শংকর। তিনি লিখেছেন, ‘‘গেম চেঞ্জার ইট ইজ!” পোস্টটি রাম চরণও নিজে শেয়ার করেছেন।
সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাম চরণকে। ‘গেম চেঞ্জার’ সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। রাম চরণ ও কিয়ারা ছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন–অঞ্জলি, এস জে সুরিয়া এবং জয়ারাম।
কিয়ারা আদভানি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় বন্ধু রামচরণকে জন্মদিনের শুভেচ্ছা!! এটি সত্যিই একটি গেম চেঞ্জার হতে পারে।’
চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘গেম চেঞ্জার’ সিনেমার। তবে কবে মুক্তি পাবে সেই বিষয়ে এখনো নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
উল্লেখ্য, গোল্ডেন গ্লোব ও হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের পর অস্কারের সেরা মৌলিক গানের পুরস্কার নিজেদের করে নিয়েছে রাম চরণ অভিনীত দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান ‘নাটু নাটু’। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। গানের তালে পারফর্ম করেন সিনেমাটির দুই তারকা এন টি আর জুনিয়র ও রাম চরণ।
আজ দক্ষিণী তারকা রাম চরণের জন্মদিন। ‘আরআরআর’-এর সাফল্যের পর সামনে আসতে যাচ্ছে তাঁর বড় বাজেটের আরেকটি সিনেমা ‘আরসি ১৫ ’। এবার রাম চরণের জন্মদিন উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির নাম বদলে ‘গেম চেঞ্জার’ করার ঘোষণা দিয়েছেন নির্মাতা এস শংকর।
অ্যাকশন ধারার সিনেমাটি নিয়ে আলোচনা শুরু ২০২১-এর শেষ থেকেই। তখন এর নাম রাখা হয় ‘আরসি ১৫’। তবে আজ সোমবার রাম চরণের জন্মদিনে ইনস্টাগ্রামে সিনেমাটির টিজার শেয়ার করে নাম বদলের বিষয়টি জানিয়েছেন নির্মাতা এস শংকর। তিনি লিখেছেন, ‘‘গেম চেঞ্জার ইট ইজ!” পোস্টটি রাম চরণও নিজে শেয়ার করেছেন।
সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাম চরণকে। ‘গেম চেঞ্জার’ সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। রাম চরণ ও কিয়ারা ছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন–অঞ্জলি, এস জে সুরিয়া এবং জয়ারাম।
কিয়ারা আদভানি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় বন্ধু রামচরণকে জন্মদিনের শুভেচ্ছা!! এটি সত্যিই একটি গেম চেঞ্জার হতে পারে।’
চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘গেম চেঞ্জার’ সিনেমার। তবে কবে মুক্তি পাবে সেই বিষয়ে এখনো নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
উল্লেখ্য, গোল্ডেন গ্লোব ও হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের পর অস্কারের সেরা মৌলিক গানের পুরস্কার নিজেদের করে নিয়েছে রাম চরণ অভিনীত দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান ‘নাটু নাটু’। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। গানের তালে পারফর্ম করেন সিনেমাটির দুই তারকা এন টি আর জুনিয়র ও রাম চরণ।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
৪ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
৫ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১৩ ঘণ্টা আগে