Ajker Patrika

মালবিকা প্রথম সিনেমায় ডাক পান যেভাবে

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৫: ৩৩
মালবিকা  প্রথম সিনেমায় ডাক পান যেভাবে

তামিল ও মালয়ালম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মালবিকা মোহানন। ১৯৯৩ সালের ৪ আগস্ট ভারতের কেরালায় জন্মগ্রহণ করেন। কিন্তু তাঁর শৈশব কেটেছে মুম্বাইয়ে। তিনি ভারতের বিখ্যাত চিত্রগ্রাহক কে ইউ মোহাননের কন্যা। 

একদিন তিনি তাঁর বাবার সঙ্গে একটি ফেয়ারনেস ক্রিমের শুটিংয়ে যান, যেখানে প্রবীণ মালয়ালম অভিনেতা মামুটিতে অভিনয় করেছিলেন। সেই সূত্র ধরে ছেলে দুলকার সালমানের বিপরীতে অভিনয়ের জন্য মালবিকাকে প্রস্তাব দেন। 

২০১৩ সালে দক্ষিণের জনপ্রিয় নায়ক দুলকার সালমানের বিপরীতে মালয়ালম সিনেমা ‘পাট্টাম পোলে’ অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি।

মালবিকা মোহাননইরানের কিংবদন্তি পরিচালক মাজিদ মাজিদির হিন্দি ফিল্ম ‘বিয়ন্ড দ্য ক্লাউডসে’ (২০১৭) তিনি অসাধারণ অভিনয় করে প্রশংসা অর্জন করেন। 

মালবিকা মোহাননমালয়ালম থ্রিলার ফিল্ম ‘দ্য গ্রেট ফাদার’ (২০১৭), তামিল অ্যাকশন ফিল্ম ‘পেট্টা’ (২০১৯) এবং ২০২১-এর ব্যবসাসফল তামিল সিনেমা ‘মাস্টার’-এ প্রধান নারী চরিত্রে অসাধারণ অভিনয় করেন।

মালবিকা মোহানন২০২২ সালে তিনি তাঁর ‘মাস্টার’ সিনেমার জন্য দক্ষিণের সম্মানজনক পুরস্কার ‘সিমা অ্যাওয়ার্ড’-এ তামিলের সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। 

মালবিকা মোহানন‘মারান’ ২০২২ সালে ধানুশের বিপরীতে তাঁর প্রথম মুক্তি পাওয়া সিনেমা। তিনি বর্তমানে সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে তাঁর আসন্ন হিন্দি সিনেমা ‘যুধরা’য় শুটিং করছেন।

মালবিকা মোহাননমালবিকা মোহাননমালবিকা মোহাননমালবিকা মোহাননমালবিকা মোহাননমালবিকা মোহাননমালবিকা মোহানন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত