Ajker Patrika

যশের বিপরীতে দক্ষিণ ভারতের সিনেমায় কারিনা কাপুর

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৪: ৫৭
যশের বিপরীতে দক্ষিণ ভারতের সিনেমায় কারিনা কাপুর

সাম্প্রতিক সময়ে বলিউডের তুলনায় দক্ষিণ ভারতীয় সিনেমার বাজার রমরমা। বলিউডের তারকারা এখন সেখানে গিয়ে কাজ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে কারিনা কাপুরের নাম। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবার দক্ষিণী সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। ‘টক্সিক’ শিরোনামে দক্ষিণী সিনেমায় তারকা যশের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

গীতু মোহনদাসের পরিচালনায় ‘টক্সিক’-এর গল্পে উঠে আসবে গোয়ার ড্রাগ মাফিয়াদের কেন্দ্র করে। অ্যাকশন থ্রিলার সিনেমাটি মূলত কন্নড় হলেও একাধিক ভাষায় মুক্তি পাবে এটি। হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, সিনেমাটি বেশ বড় বাজেটে নির্মিত হবে। ইতিমধ্যে সিনেমাটির জন্য যশ প্রস্তুতি শুরু করে দিয়েছেন, নিয়মিত শারীরিক কসরত করছেন তিনি।

সম্প্রতি যশ তাঁর এক্সে (টুইটার) সিনেমাটির মোশন পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘তুমি যাকে খুঁজছ, সে-ই তোমাকে খুঁজছে।’ তবে যশের সেই পোস্টে কারিনার নাম উল্লেখ ছিল না। এমনকি ‘টক্সিক’-এর নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নারী চরিত্রের কথা উল্লেখও করেননি। তবে সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় শো কফি উইথ করণে এসে যশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন কারিনা। তাঁর মুখে হঠাৎ যশের প্রশংসা শুনে অবাক হয়েছিলেন বন্ধু করণও। পরে বোঝা যায়, তখন থেকেই আসলে ‘টক্সিক’-এ কাজ করার কথা চলছিল অভিনেত্রীর।

 উল্লেখ্য, এই মুহূর্তে কারিনার ‘বার্কিংহাম মার্ডারস’ রয়েছে মুক্তির অপেক্ষায়। টাবু, কৃতী শ্যাননদের সঙ্গে ‘ক্রু’-এর কাজও রয়েছে কারিনার হাতে। তবে শোনা যাচ্ছে, কারিনা-যশের ‘টক্সিক’ ২০২৪ নয়, ২০২৫-এ মুক্তি পেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ