সাম্প্রতিক সময়ে বলিউডের তুলনায় দক্ষিণ ভারতীয় সিনেমার বাজার রমরমা। বলিউডের তারকারা এখন সেখানে গিয়ে কাজ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে কারিনা কাপুরের নাম। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবার দক্ষিণী সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। ‘টক্সিক’ শিরোনামে দক্ষিণী সিনেমায় তারকা যশের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।
গীতু মোহনদাসের পরিচালনায় ‘টক্সিক’-এর গল্পে উঠে আসবে গোয়ার ড্রাগ মাফিয়াদের কেন্দ্র করে। অ্যাকশন থ্রিলার সিনেমাটি মূলত কন্নড় হলেও একাধিক ভাষায় মুক্তি পাবে এটি। হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, সিনেমাটি বেশ বড় বাজেটে নির্মিত হবে। ইতিমধ্যে সিনেমাটির জন্য যশ প্রস্তুতি শুরু করে দিয়েছেন, নিয়মিত শারীরিক কসরত করছেন তিনি।
সম্প্রতি যশ তাঁর এক্সে (টুইটার) সিনেমাটির মোশন পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘তুমি যাকে খুঁজছ, সে-ই তোমাকে খুঁজছে।’ তবে যশের সেই পোস্টে কারিনার নাম উল্লেখ ছিল না। এমনকি ‘টক্সিক’-এর নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নারী চরিত্রের কথা উল্লেখও করেননি। তবে সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় শো কফি উইথ করণে এসে যশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন কারিনা। তাঁর মুখে হঠাৎ যশের প্রশংসা শুনে অবাক হয়েছিলেন বন্ধু করণও। পরে বোঝা যায়, তখন থেকেই আসলে ‘টক্সিক’-এ কাজ করার কথা চলছিল অভিনেত্রীর।
উল্লেখ্য, এই মুহূর্তে কারিনার ‘বার্কিংহাম মার্ডারস’ রয়েছে মুক্তির অপেক্ষায়। টাবু, কৃতী শ্যাননদের সঙ্গে ‘ক্রু’-এর কাজও রয়েছে কারিনার হাতে। তবে শোনা যাচ্ছে, কারিনা-যশের ‘টক্সিক’ ২০২৪ নয়, ২০২৫-এ মুক্তি পেতে পারে।
সাম্প্রতিক সময়ে বলিউডের তুলনায় দক্ষিণ ভারতীয় সিনেমার বাজার রমরমা। বলিউডের তারকারা এখন সেখানে গিয়ে কাজ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে কারিনা কাপুরের নাম। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবার দক্ষিণী সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। ‘টক্সিক’ শিরোনামে দক্ষিণী সিনেমায় তারকা যশের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।
গীতু মোহনদাসের পরিচালনায় ‘টক্সিক’-এর গল্পে উঠে আসবে গোয়ার ড্রাগ মাফিয়াদের কেন্দ্র করে। অ্যাকশন থ্রিলার সিনেমাটি মূলত কন্নড় হলেও একাধিক ভাষায় মুক্তি পাবে এটি। হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, সিনেমাটি বেশ বড় বাজেটে নির্মিত হবে। ইতিমধ্যে সিনেমাটির জন্য যশ প্রস্তুতি শুরু করে দিয়েছেন, নিয়মিত শারীরিক কসরত করছেন তিনি।
সম্প্রতি যশ তাঁর এক্সে (টুইটার) সিনেমাটির মোশন পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘তুমি যাকে খুঁজছ, সে-ই তোমাকে খুঁজছে।’ তবে যশের সেই পোস্টে কারিনার নাম উল্লেখ ছিল না। এমনকি ‘টক্সিক’-এর নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নারী চরিত্রের কথা উল্লেখও করেননি। তবে সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় শো কফি উইথ করণে এসে যশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন কারিনা। তাঁর মুখে হঠাৎ যশের প্রশংসা শুনে অবাক হয়েছিলেন বন্ধু করণও। পরে বোঝা যায়, তখন থেকেই আসলে ‘টক্সিক’-এ কাজ করার কথা চলছিল অভিনেত্রীর।
উল্লেখ্য, এই মুহূর্তে কারিনার ‘বার্কিংহাম মার্ডারস’ রয়েছে মুক্তির অপেক্ষায়। টাবু, কৃতী শ্যাননদের সঙ্গে ‘ক্রু’-এর কাজও রয়েছে কারিনার হাতে। তবে শোনা যাচ্ছে, কারিনা-যশের ‘টক্সিক’ ২০২৪ নয়, ২০২৫-এ মুক্তি পেতে পারে।
এ বছর অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। গতকাল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি এক সংবাদ সম্মেলনে বাড়ির নাম শাহানা চলচ্চিত্রকে অস্কারে পাঠানোর ঘোষণা দেয়।
১২ ঘণ্টা আগেআট বছর আগে জোড়া সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল রুনা খানের। ২০১৭ সালের ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল তৌকীর আহমেদের ‘হালদা’ ও সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’। তবে রুনা খান এর আগে অভিনয় করেন আরও দুটি সিনেমায়।
২০ ঘণ্টা আগেনাট্যনির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন তাছলিমা খাতুন আয়েশা নামের এক অভিনয়শিল্পী। তাঁর দাবি, অভিনয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে গিয়ে নাসির উদ্দিন আহমেদ মাসুদ, তাঁর সহযোগী বাবর ও অজ্ঞাতনামা একজন ধর্ষণ ও মারধর করেন। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন নির্মাত
২০ ঘণ্টা আগেব্যক্তিগত প্লেলিস্ট থেকে সোশ্যাল মিডিয়ার রিলস—সবখানে সবার পছন্দের গান ‘আপাতে’। দক্ষিণ কোরিয়ার নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য রোজের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন ব্রুনো মার্স। এই জুটির আপাতে প্রকাশিত হয় গত বছরের ১৮ অক্টোবর। তখন থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে রাজত্ব করছে গ
২০ ঘণ্টা আগে