অভিনয়জীবনের ইতি টানতে পারেন সুপারস্টার রজনীকান্ত। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, দক্ষিণের খ্যাতিমান পরিচালক লোকেশ কানগরাজের নতুন সিনেমায় অভিনয় করবেন তিনি। আর ১৭১তম এই চলচ্চিত্রই হতে পারে এই সুপারস্টারের শেষ চলচ্চিত্র—এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
তামিল চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা মাইস্কিনের এক সাক্ষাৎকার থেকেই এই আলোচনার সূত্রপাত। তিনি জানান, ‘পরিচালক লোকেশ কানাগারাজের সঙ্গে জুটি বাঁধবেন রজনীকান্ত। সুপারস্টারের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ সিনেমা হতে পারে এটি।’ তবে এ বিষয়ে লোকেশ বা রজনীকান্ত এখনো কোনো ঘোষণা দেননি।
তবে রজনীকান্তের মুখপাত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘যে কেউ যা কিছু ইচ্ছে বলতেই পারে, এটি তার অধিকার। থালাইভাই একমাত্র ব্যক্তি, যিনি সিদ্ধান্ত নিতে পারেন। তবে তিনি এ বিষয়ে কারও সঙ্গে কথা বলেননি। আসলে, তাঁর হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে। তিনি ‘জেলার’ সিনেমার বাকি অংশের কাজ শেষ করেছেন এবং বর্তমানে ‘লাল সালাম’-এর শুটিং করছেন। এ ছাড়া তিনি আরেও নতুন কিছু সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছেন।’
৭২ বছর বয়সী তামিল সুপারস্টারের পরবর্তী সিনেমা ‘জেলার’। নেলসন পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১০ আগস্ট। এরপর তাঁর পরবর্তী ছবি বড় মেয়ে ঐশ্বরিয়া পরিচালিত ‘লাল সালাম’, যেখানে ক্যামিও করবেন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। থালাইভার ১৭০ নম্বর ছবিটি পরিচালনা করবেন টিজে জ্ঞানভেল। এর পরেই তাঁর ১৭১ নম্বর ছবি, যা পরিচালনা করবেন লোকেশ কানাগরাজ। প্রযোজনা করবে সান পিকচার্স।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে রজনীকান্ত হিট এবং সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। সর্বশেষ ২০২১ সালে তাঁর ১৭০তম চলচ্চিত্র ‘আন্নাথি’ মুক্তির সময়েও অভিনয় থেকে অবসর নেওয়ার জল্পনা ছিল।
অভিনয়জীবনের ইতি টানতে পারেন সুপারস্টার রজনীকান্ত। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, দক্ষিণের খ্যাতিমান পরিচালক লোকেশ কানগরাজের নতুন সিনেমায় অভিনয় করবেন তিনি। আর ১৭১তম এই চলচ্চিত্রই হতে পারে এই সুপারস্টারের শেষ চলচ্চিত্র—এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
তামিল চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা মাইস্কিনের এক সাক্ষাৎকার থেকেই এই আলোচনার সূত্রপাত। তিনি জানান, ‘পরিচালক লোকেশ কানাগারাজের সঙ্গে জুটি বাঁধবেন রজনীকান্ত। সুপারস্টারের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ সিনেমা হতে পারে এটি।’ তবে এ বিষয়ে লোকেশ বা রজনীকান্ত এখনো কোনো ঘোষণা দেননি।
তবে রজনীকান্তের মুখপাত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘যে কেউ যা কিছু ইচ্ছে বলতেই পারে, এটি তার অধিকার। থালাইভাই একমাত্র ব্যক্তি, যিনি সিদ্ধান্ত নিতে পারেন। তবে তিনি এ বিষয়ে কারও সঙ্গে কথা বলেননি। আসলে, তাঁর হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে। তিনি ‘জেলার’ সিনেমার বাকি অংশের কাজ শেষ করেছেন এবং বর্তমানে ‘লাল সালাম’-এর শুটিং করছেন। এ ছাড়া তিনি আরেও নতুন কিছু সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছেন।’
৭২ বছর বয়সী তামিল সুপারস্টারের পরবর্তী সিনেমা ‘জেলার’। নেলসন পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১০ আগস্ট। এরপর তাঁর পরবর্তী ছবি বড় মেয়ে ঐশ্বরিয়া পরিচালিত ‘লাল সালাম’, যেখানে ক্যামিও করবেন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। থালাইভার ১৭০ নম্বর ছবিটি পরিচালনা করবেন টিজে জ্ঞানভেল। এর পরেই তাঁর ১৭১ নম্বর ছবি, যা পরিচালনা করবেন লোকেশ কানাগরাজ। প্রযোজনা করবে সান পিকচার্স।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে রজনীকান্ত হিট এবং সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। সর্বশেষ ২০২১ সালে তাঁর ১৭০তম চলচ্চিত্র ‘আন্নাথি’ মুক্তির সময়েও অভিনয় থেকে অবসর নেওয়ার জল্পনা ছিল।
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
২ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৭ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৭ ঘণ্টা আগে