অভিনয়জীবনের ইতি টানতে পারেন সুপারস্টার রজনীকান্ত। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, দক্ষিণের খ্যাতিমান পরিচালক লোকেশ কানগরাজের নতুন সিনেমায় অভিনয় করবেন তিনি। আর ১৭১তম এই চলচ্চিত্রই হতে পারে এই সুপারস্টারের শেষ চলচ্চিত্র—এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
তামিল চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা মাইস্কিনের এক সাক্ষাৎকার থেকেই এই আলোচনার সূত্রপাত। তিনি জানান, ‘পরিচালক লোকেশ কানাগারাজের সঙ্গে জুটি বাঁধবেন রজনীকান্ত। সুপারস্টারের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ সিনেমা হতে পারে এটি।’ তবে এ বিষয়ে লোকেশ বা রজনীকান্ত এখনো কোনো ঘোষণা দেননি।
তবে রজনীকান্তের মুখপাত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘যে কেউ যা কিছু ইচ্ছে বলতেই পারে, এটি তার অধিকার। থালাইভাই একমাত্র ব্যক্তি, যিনি সিদ্ধান্ত নিতে পারেন। তবে তিনি এ বিষয়ে কারও সঙ্গে কথা বলেননি। আসলে, তাঁর হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে। তিনি ‘জেলার’ সিনেমার বাকি অংশের কাজ শেষ করেছেন এবং বর্তমানে ‘লাল সালাম’-এর শুটিং করছেন। এ ছাড়া তিনি আরেও নতুন কিছু সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছেন।’
৭২ বছর বয়সী তামিল সুপারস্টারের পরবর্তী সিনেমা ‘জেলার’। নেলসন পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১০ আগস্ট। এরপর তাঁর পরবর্তী ছবি বড় মেয়ে ঐশ্বরিয়া পরিচালিত ‘লাল সালাম’, যেখানে ক্যামিও করবেন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। থালাইভার ১৭০ নম্বর ছবিটি পরিচালনা করবেন টিজে জ্ঞানভেল। এর পরেই তাঁর ১৭১ নম্বর ছবি, যা পরিচালনা করবেন লোকেশ কানাগরাজ। প্রযোজনা করবে সান পিকচার্স।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে রজনীকান্ত হিট এবং সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। সর্বশেষ ২০২১ সালে তাঁর ১৭০তম চলচ্চিত্র ‘আন্নাথি’ মুক্তির সময়েও অভিনয় থেকে অবসর নেওয়ার জল্পনা ছিল।
অভিনয়জীবনের ইতি টানতে পারেন সুপারস্টার রজনীকান্ত। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, দক্ষিণের খ্যাতিমান পরিচালক লোকেশ কানগরাজের নতুন সিনেমায় অভিনয় করবেন তিনি। আর ১৭১তম এই চলচ্চিত্রই হতে পারে এই সুপারস্টারের শেষ চলচ্চিত্র—এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
তামিল চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা মাইস্কিনের এক সাক্ষাৎকার থেকেই এই আলোচনার সূত্রপাত। তিনি জানান, ‘পরিচালক লোকেশ কানাগারাজের সঙ্গে জুটি বাঁধবেন রজনীকান্ত। সুপারস্টারের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ সিনেমা হতে পারে এটি।’ তবে এ বিষয়ে লোকেশ বা রজনীকান্ত এখনো কোনো ঘোষণা দেননি।
তবে রজনীকান্তের মুখপাত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘যে কেউ যা কিছু ইচ্ছে বলতেই পারে, এটি তার অধিকার। থালাইভাই একমাত্র ব্যক্তি, যিনি সিদ্ধান্ত নিতে পারেন। তবে তিনি এ বিষয়ে কারও সঙ্গে কথা বলেননি। আসলে, তাঁর হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে। তিনি ‘জেলার’ সিনেমার বাকি অংশের কাজ শেষ করেছেন এবং বর্তমানে ‘লাল সালাম’-এর শুটিং করছেন। এ ছাড়া তিনি আরেও নতুন কিছু সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছেন।’
৭২ বছর বয়সী তামিল সুপারস্টারের পরবর্তী সিনেমা ‘জেলার’। নেলসন পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১০ আগস্ট। এরপর তাঁর পরবর্তী ছবি বড় মেয়ে ঐশ্বরিয়া পরিচালিত ‘লাল সালাম’, যেখানে ক্যামিও করবেন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। থালাইভার ১৭০ নম্বর ছবিটি পরিচালনা করবেন টিজে জ্ঞানভেল। এর পরেই তাঁর ১৭১ নম্বর ছবি, যা পরিচালনা করবেন লোকেশ কানাগরাজ। প্রযোজনা করবে সান পিকচার্স।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে রজনীকান্ত হিট এবং সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। সর্বশেষ ২০২১ সালে তাঁর ১৭০তম চলচ্চিত্র ‘আন্নাথি’ মুক্তির সময়েও অভিনয় থেকে অবসর নেওয়ার জল্পনা ছিল।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৬ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১০ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
২০ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
২১ ঘণ্টা আগে