‘আমরা একটি বিশাল টলকিয়েনিয়ান মেগা মহাকাব্য দেখাতে চেয়েছি!’ গত বৃহস্পতিবার সান দিয়েগো কমিক-কন-এ নতুন ট্রেলার এবং ফুটেজ উন্মোচন করার সময় এমনটাই বলেছেন শোরানার প্যাট্রিক ম্যাককে।
এটি হলো অ্যামাজন প্রাইমের ‘দ্য রিংস অব পাওয়ার’ টিভি সিরিজের মিশন বর্ণনা। তুমুল জনপ্রিয় লর্ড অব দ্য রিংস-এর টিভি স্পিন-অফ বলা হচ্ছে এই সিরিজকে।
এই আনকোরা সিরিজে থাকছে—চোখ ধাঁধানো সৌন্দর্যের এলফ, বিরল নারী বামন, হবিটদের পূর্বপুরুষ, অসাধারণ চিত্তাকর্ষক সিজিআই শহর, একটি পিলে চমকানো রহস্যের ইঙ্গিত, এনটওয়াইফ এবং আশ্চর্য ব্যালরোগ।
বলা হচ্ছে, দ্য রিংস অব পাওয়ার এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল শো। পাঁচটি সিজনের জন্য খরচ করা হয়েছে ১০০ কোটি ডলার (বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ৯ হাজর ৪০৫ কোটি ৫২ লাখ টাকা প্রায়)। ভক্ত ও দর্শকেরা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন নির্মাণ সংশ্লিষ্টরা।
সবার মনেই একটা প্রশ্ন, এই নতুন সিরিজ কি পিটার জ্যাকসনের ‘লর্ড অব দ্য রিংস’ ট্রিলজিকে ছাড়িয়ে যেতে পারবে? যেই ট্রিলজি ১৭টি অস্কার জিতেছে। কম্পোজারদের জন্য যেটিকে একটি বেঞ্চমার্ক বলে বিবেচনা করা হয়।
তবে নতুন সিরিজের ‘চতুর’ নির্মাতারা সেদিকে যাননি। বরং তাঁরা হবিট ফ্রোডো এবং স্যামের পৃথিবীর মধ্যাঞ্চল ভ্রমণের ৪ হাজার বছর আগের গল্প হাজির করেছেন।
এটি হলো ‘সেকেন্ড এজ’ বা ‘দ্বিতীয় যুগ’, যেখানে ২০টি ক্ষমতার আংটি ধাতু গলিয়ে বানানো হয়। আর লর্ড অব মর্ডোরের শয়তান সৌরন বহু কষ্টে অর্জিত শান্তির রাজ্যে আগ্রাসনের জন্য জেগে ওঠে।
এই গল্পের উপাদান সংগ্রহ করা হয়েছে টলকিয়েনের (জে আর আর টলকিয়েন) লর্ড অব দ্য রিংস বইয়ের পরিশিষ্ট থেকে।
এই সিরিজে নতুন কিছু চরিত্রের সমাহার রয়েছে। আসল শোয়ের কিছু ধারাবাহিকতাও এখানে পাওয়া যাবে। একটি দৃশ্যে দেখা যাবে এলরন্ড এবং বামন রাজা চতুর্থ ডুরিন পাথর ভেঙে শক্তি পরীক্ষা করছেন। টোলকিয়েনের বইয়ে সৌরনের সেনাবাহিনী গড়া এক কুৎসিত ভয়ঙ্কর জাতি অর্কদের দেখা যাবে, যারা দাসত্ব থেকে মুক্তির সংগ্রামে লিপ্ত এলফ অ্যারোন্ডির সঙ্গে যুদ্ধরত।
এখন দেখার বিষয় দ্য রিংস অব পাওয়ার আগের ভক্তদের খুশি করার লাইনে হাঁটবে নাকি সম্পূর্ণ নতুন গল্প দর্শকদের উপহার দেবে?
২০২২ সালের সেপ্টেম্বরে মুক্তি পাবে দ্য রিংস অব পাওয়ার।
‘আমরা একটি বিশাল টলকিয়েনিয়ান মেগা মহাকাব্য দেখাতে চেয়েছি!’ গত বৃহস্পতিবার সান দিয়েগো কমিক-কন-এ নতুন ট্রেলার এবং ফুটেজ উন্মোচন করার সময় এমনটাই বলেছেন শোরানার প্যাট্রিক ম্যাককে।
এটি হলো অ্যামাজন প্রাইমের ‘দ্য রিংস অব পাওয়ার’ টিভি সিরিজের মিশন বর্ণনা। তুমুল জনপ্রিয় লর্ড অব দ্য রিংস-এর টিভি স্পিন-অফ বলা হচ্ছে এই সিরিজকে।
এই আনকোরা সিরিজে থাকছে—চোখ ধাঁধানো সৌন্দর্যের এলফ, বিরল নারী বামন, হবিটদের পূর্বপুরুষ, অসাধারণ চিত্তাকর্ষক সিজিআই শহর, একটি পিলে চমকানো রহস্যের ইঙ্গিত, এনটওয়াইফ এবং আশ্চর্য ব্যালরোগ।
বলা হচ্ছে, দ্য রিংস অব পাওয়ার এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল শো। পাঁচটি সিজনের জন্য খরচ করা হয়েছে ১০০ কোটি ডলার (বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ৯ হাজর ৪০৫ কোটি ৫২ লাখ টাকা প্রায়)। ভক্ত ও দর্শকেরা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন নির্মাণ সংশ্লিষ্টরা।
সবার মনেই একটা প্রশ্ন, এই নতুন সিরিজ কি পিটার জ্যাকসনের ‘লর্ড অব দ্য রিংস’ ট্রিলজিকে ছাড়িয়ে যেতে পারবে? যেই ট্রিলজি ১৭টি অস্কার জিতেছে। কম্পোজারদের জন্য যেটিকে একটি বেঞ্চমার্ক বলে বিবেচনা করা হয়।
তবে নতুন সিরিজের ‘চতুর’ নির্মাতারা সেদিকে যাননি। বরং তাঁরা হবিট ফ্রোডো এবং স্যামের পৃথিবীর মধ্যাঞ্চল ভ্রমণের ৪ হাজার বছর আগের গল্প হাজির করেছেন।
এটি হলো ‘সেকেন্ড এজ’ বা ‘দ্বিতীয় যুগ’, যেখানে ২০টি ক্ষমতার আংটি ধাতু গলিয়ে বানানো হয়। আর লর্ড অব মর্ডোরের শয়তান সৌরন বহু কষ্টে অর্জিত শান্তির রাজ্যে আগ্রাসনের জন্য জেগে ওঠে।
এই গল্পের উপাদান সংগ্রহ করা হয়েছে টলকিয়েনের (জে আর আর টলকিয়েন) লর্ড অব দ্য রিংস বইয়ের পরিশিষ্ট থেকে।
এই সিরিজে নতুন কিছু চরিত্রের সমাহার রয়েছে। আসল শোয়ের কিছু ধারাবাহিকতাও এখানে পাওয়া যাবে। একটি দৃশ্যে দেখা যাবে এলরন্ড এবং বামন রাজা চতুর্থ ডুরিন পাথর ভেঙে শক্তি পরীক্ষা করছেন। টোলকিয়েনের বইয়ে সৌরনের সেনাবাহিনী গড়া এক কুৎসিত ভয়ঙ্কর জাতি অর্কদের দেখা যাবে, যারা দাসত্ব থেকে মুক্তির সংগ্রামে লিপ্ত এলফ অ্যারোন্ডির সঙ্গে যুদ্ধরত।
এখন দেখার বিষয় দ্য রিংস অব পাওয়ার আগের ভক্তদের খুশি করার লাইনে হাঁটবে নাকি সম্পূর্ণ নতুন গল্প দর্শকদের উপহার দেবে?
২০২২ সালের সেপ্টেম্বরে মুক্তি পাবে দ্য রিংস অব পাওয়ার।
ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৩ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৩ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৩ ঘণ্টা আগেগত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
১৩ ঘণ্টা আগে