‘আমরা একটি বিশাল টলকিয়েনিয়ান মেগা মহাকাব্য দেখাতে চেয়েছি!’ গত বৃহস্পতিবার সান দিয়েগো কমিক-কন-এ নতুন ট্রেলার এবং ফুটেজ উন্মোচন করার সময় এমনটাই বলেছেন শোরানার প্যাট্রিক ম্যাককে।
এটি হলো অ্যামাজন প্রাইমের ‘দ্য রিংস অব পাওয়ার’ টিভি সিরিজের মিশন বর্ণনা। তুমুল জনপ্রিয় লর্ড অব দ্য রিংস-এর টিভি স্পিন-অফ বলা হচ্ছে এই সিরিজকে।
এই আনকোরা সিরিজে থাকছে—চোখ ধাঁধানো সৌন্দর্যের এলফ, বিরল নারী বামন, হবিটদের পূর্বপুরুষ, অসাধারণ চিত্তাকর্ষক সিজিআই শহর, একটি পিলে চমকানো রহস্যের ইঙ্গিত, এনটওয়াইফ এবং আশ্চর্য ব্যালরোগ।
বলা হচ্ছে, দ্য রিংস অব পাওয়ার এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল শো। পাঁচটি সিজনের জন্য খরচ করা হয়েছে ১০০ কোটি ডলার (বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ৯ হাজর ৪০৫ কোটি ৫২ লাখ টাকা প্রায়)। ভক্ত ও দর্শকেরা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন নির্মাণ সংশ্লিষ্টরা।
সবার মনেই একটা প্রশ্ন, এই নতুন সিরিজ কি পিটার জ্যাকসনের ‘লর্ড অব দ্য রিংস’ ট্রিলজিকে ছাড়িয়ে যেতে পারবে? যেই ট্রিলজি ১৭টি অস্কার জিতেছে। কম্পোজারদের জন্য যেটিকে একটি বেঞ্চমার্ক বলে বিবেচনা করা হয়।
তবে নতুন সিরিজের ‘চতুর’ নির্মাতারা সেদিকে যাননি। বরং তাঁরা হবিট ফ্রোডো এবং স্যামের পৃথিবীর মধ্যাঞ্চল ভ্রমণের ৪ হাজার বছর আগের গল্প হাজির করেছেন।
এটি হলো ‘সেকেন্ড এজ’ বা ‘দ্বিতীয় যুগ’, যেখানে ২০টি ক্ষমতার আংটি ধাতু গলিয়ে বানানো হয়। আর লর্ড অব মর্ডোরের শয়তান সৌরন বহু কষ্টে অর্জিত শান্তির রাজ্যে আগ্রাসনের জন্য জেগে ওঠে।
এই গল্পের উপাদান সংগ্রহ করা হয়েছে টলকিয়েনের (জে আর আর টলকিয়েন) লর্ড অব দ্য রিংস বইয়ের পরিশিষ্ট থেকে।
এই সিরিজে নতুন কিছু চরিত্রের সমাহার রয়েছে। আসল শোয়ের কিছু ধারাবাহিকতাও এখানে পাওয়া যাবে। একটি দৃশ্যে দেখা যাবে এলরন্ড এবং বামন রাজা চতুর্থ ডুরিন পাথর ভেঙে শক্তি পরীক্ষা করছেন। টোলকিয়েনের বইয়ে সৌরনের সেনাবাহিনী গড়া এক কুৎসিত ভয়ঙ্কর জাতি অর্কদের দেখা যাবে, যারা দাসত্ব থেকে মুক্তির সংগ্রামে লিপ্ত এলফ অ্যারোন্ডির সঙ্গে যুদ্ধরত।
এখন দেখার বিষয় দ্য রিংস অব পাওয়ার আগের ভক্তদের খুশি করার লাইনে হাঁটবে নাকি সম্পূর্ণ নতুন গল্প দর্শকদের উপহার দেবে?
২০২২ সালের সেপ্টেম্বরে মুক্তি পাবে দ্য রিংস অব পাওয়ার।
‘আমরা একটি বিশাল টলকিয়েনিয়ান মেগা মহাকাব্য দেখাতে চেয়েছি!’ গত বৃহস্পতিবার সান দিয়েগো কমিক-কন-এ নতুন ট্রেলার এবং ফুটেজ উন্মোচন করার সময় এমনটাই বলেছেন শোরানার প্যাট্রিক ম্যাককে।
এটি হলো অ্যামাজন প্রাইমের ‘দ্য রিংস অব পাওয়ার’ টিভি সিরিজের মিশন বর্ণনা। তুমুল জনপ্রিয় লর্ড অব দ্য রিংস-এর টিভি স্পিন-অফ বলা হচ্ছে এই সিরিজকে।
এই আনকোরা সিরিজে থাকছে—চোখ ধাঁধানো সৌন্দর্যের এলফ, বিরল নারী বামন, হবিটদের পূর্বপুরুষ, অসাধারণ চিত্তাকর্ষক সিজিআই শহর, একটি পিলে চমকানো রহস্যের ইঙ্গিত, এনটওয়াইফ এবং আশ্চর্য ব্যালরোগ।
বলা হচ্ছে, দ্য রিংস অব পাওয়ার এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল শো। পাঁচটি সিজনের জন্য খরচ করা হয়েছে ১০০ কোটি ডলার (বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ৯ হাজর ৪০৫ কোটি ৫২ লাখ টাকা প্রায়)। ভক্ত ও দর্শকেরা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন নির্মাণ সংশ্লিষ্টরা।
সবার মনেই একটা প্রশ্ন, এই নতুন সিরিজ কি পিটার জ্যাকসনের ‘লর্ড অব দ্য রিংস’ ট্রিলজিকে ছাড়িয়ে যেতে পারবে? যেই ট্রিলজি ১৭টি অস্কার জিতেছে। কম্পোজারদের জন্য যেটিকে একটি বেঞ্চমার্ক বলে বিবেচনা করা হয়।
তবে নতুন সিরিজের ‘চতুর’ নির্মাতারা সেদিকে যাননি। বরং তাঁরা হবিট ফ্রোডো এবং স্যামের পৃথিবীর মধ্যাঞ্চল ভ্রমণের ৪ হাজার বছর আগের গল্প হাজির করেছেন।
এটি হলো ‘সেকেন্ড এজ’ বা ‘দ্বিতীয় যুগ’, যেখানে ২০টি ক্ষমতার আংটি ধাতু গলিয়ে বানানো হয়। আর লর্ড অব মর্ডোরের শয়তান সৌরন বহু কষ্টে অর্জিত শান্তির রাজ্যে আগ্রাসনের জন্য জেগে ওঠে।
এই গল্পের উপাদান সংগ্রহ করা হয়েছে টলকিয়েনের (জে আর আর টলকিয়েন) লর্ড অব দ্য রিংস বইয়ের পরিশিষ্ট থেকে।
এই সিরিজে নতুন কিছু চরিত্রের সমাহার রয়েছে। আসল শোয়ের কিছু ধারাবাহিকতাও এখানে পাওয়া যাবে। একটি দৃশ্যে দেখা যাবে এলরন্ড এবং বামন রাজা চতুর্থ ডুরিন পাথর ভেঙে শক্তি পরীক্ষা করছেন। টোলকিয়েনের বইয়ে সৌরনের সেনাবাহিনী গড়া এক কুৎসিত ভয়ঙ্কর জাতি অর্কদের দেখা যাবে, যারা দাসত্ব থেকে মুক্তির সংগ্রামে লিপ্ত এলফ অ্যারোন্ডির সঙ্গে যুদ্ধরত।
এখন দেখার বিষয় দ্য রিংস অব পাওয়ার আগের ভক্তদের খুশি করার লাইনে হাঁটবে নাকি সম্পূর্ণ নতুন গল্প দর্শকদের উপহার দেবে?
২০২২ সালের সেপ্টেম্বরে মুক্তি পাবে দ্য রিংস অব পাওয়ার।
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সম্পর্ক চুকে গেছে সেই কবেই। হলিউড তারকা ব্র্যাড পিট এখন নতুন সম্পর্কে আছেন। শুক্রবার একটি বিশেষ প্রতিবেদনে মার্কিন ম্যাগাজিন ‘পিপল’ জানিয়েছে, পিট ও তাঁর তিন বছরের প্রেমিকা ইনেস দে র্যামন সম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন।
৬ ঘণ্টা আগেদেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে নির্মাতা সাকিব ফাহাদ বানাচ্ছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত এক মাস ধরে শোনা যাচ্ছিল, এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার। সঙ্গে থাকবেন আরেক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী।
১ দিন আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগেপ্রায় এক দশক ধরে রেকর্ডটি অ্যাডেলের দখলে ছিল। অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি প্রথম সপ্তাহে সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ড গড়েছিল। ২০১৫ সালের নভেম্বরে প্রকাশ পাওয়া টোয়েন্টি ফাইভ অ্যালবামটি ওই বছর ১ কোটি ৭০ লাখের বেশি কপি বিক্রি হয়েছিল। প্রথম সপ্তাহেই বিক্রি হয় ৩৪ লাখের বেশি কপি।
১ দিন আগে