ভারতীয় টিভি চ্যানেল জিটিভির একসময়কার জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’। এবার ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভের জন্য নির্মাণ হয়েছে সিরিয়ালটির দ্বিতীয় সিজন। এই সিরিয়ালে ‘অর্চনা’র চরিত্রে আগের মতোই অভিনয় করছেন অঙ্কিতা। কিন্তু সুশান্ত সিংয়ের পরিবর্তে নতুন ‘মানব’ হয়েছেন শাহির শেখ। যদিও সুশান্ত আজ বেঁচে থাকলে ‘পবিত্র রিশতা’র দ্বিতীয় সিজনের প্রশংসাই করতেন, জানিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা।
ইতিমধ্যে সামনে এসেছে মানব আর অর্চনার সাত পাকে বাঁধা পড়ার প্রমো। ট্রেলারের ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অঙ্কিতা। ক্যাপশনে লিখেছেন: ‘ভালোবাসা এবং পরিবারের মধ্যে অঙ্কিতা কাকে নির্বাচন করবে? ১৫ সেপ্টেম্বর থেকে জি ফাইভে দেখুন পবিত্র রিশতা ২।’
ভারতীয় গণমাধ্যমে অঙ্কিতা জানিয়েছেন, ‘১২ বছর পর অর্চনা হিসেবে ফিরে আসার অভিজ্ঞতা অসাধারণ। ভয় লাগছিল, সাড়ে পাঁচ বছর ধরে এই চরিত্রে অভিনয় করেছি। অর্চনা আমারই অংশ হয়ে গিয়েছে। “পবিত্র রিশতা” আমার প্রথম ধারাবাহিক। আমি সব সময় বলি ওটাই আমার জন্মস্থান। দ্বিতীয় পার্টের জন্য যখন অর্চনা হিসেবে তৈরি হচ্ছি, তখন আবেগপ্রবণ হয়ে পড়ি।’
প্রয়াত সুশান্ত প্রসঙ্গে অঙ্কিতা বলেন, ‘সব সময়ই ভালো জিনিসের প্রশংসা করত সুশান্ত। আমার মনে হয়, ও যদি দেখত আমি পবিত্র রিশতা করছি, খুশি হতো। প্রশংসা করত। পবিত্র রিশতা আমাদের সম্পর্ক তৈরি করেছিল।’
শাহির জানিয়েছেন, তাঁর কাছে যখন মানবের চরিত্রে অভিনয়ের অফার আসে, তখন তা ফিরিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন। মানবের চরিত্রে সুশান্তের জায়গায় অভিনয় একটা বড় চ্যালেঞ্জ। তারপর মাথায় এসেছিল সুশান্তও তো জীবনে ঝুঁকি নিতে ভালোবাসত। তাই বেশি কিছু না ভেবে হ্যাঁ করে দেন।
ভারতীয় টিভি চ্যানেল জিটিভির একসময়কার জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’। এবার ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভের জন্য নির্মাণ হয়েছে সিরিয়ালটির দ্বিতীয় সিজন। এই সিরিয়ালে ‘অর্চনা’র চরিত্রে আগের মতোই অভিনয় করছেন অঙ্কিতা। কিন্তু সুশান্ত সিংয়ের পরিবর্তে নতুন ‘মানব’ হয়েছেন শাহির শেখ। যদিও সুশান্ত আজ বেঁচে থাকলে ‘পবিত্র রিশতা’র দ্বিতীয় সিজনের প্রশংসাই করতেন, জানিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা।
ইতিমধ্যে সামনে এসেছে মানব আর অর্চনার সাত পাকে বাঁধা পড়ার প্রমো। ট্রেলারের ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অঙ্কিতা। ক্যাপশনে লিখেছেন: ‘ভালোবাসা এবং পরিবারের মধ্যে অঙ্কিতা কাকে নির্বাচন করবে? ১৫ সেপ্টেম্বর থেকে জি ফাইভে দেখুন পবিত্র রিশতা ২।’
ভারতীয় গণমাধ্যমে অঙ্কিতা জানিয়েছেন, ‘১২ বছর পর অর্চনা হিসেবে ফিরে আসার অভিজ্ঞতা অসাধারণ। ভয় লাগছিল, সাড়ে পাঁচ বছর ধরে এই চরিত্রে অভিনয় করেছি। অর্চনা আমারই অংশ হয়ে গিয়েছে। “পবিত্র রিশতা” আমার প্রথম ধারাবাহিক। আমি সব সময় বলি ওটাই আমার জন্মস্থান। দ্বিতীয় পার্টের জন্য যখন অর্চনা হিসেবে তৈরি হচ্ছি, তখন আবেগপ্রবণ হয়ে পড়ি।’
প্রয়াত সুশান্ত প্রসঙ্গে অঙ্কিতা বলেন, ‘সব সময়ই ভালো জিনিসের প্রশংসা করত সুশান্ত। আমার মনে হয়, ও যদি দেখত আমি পবিত্র রিশতা করছি, খুশি হতো। প্রশংসা করত। পবিত্র রিশতা আমাদের সম্পর্ক তৈরি করেছিল।’
শাহির জানিয়েছেন, তাঁর কাছে যখন মানবের চরিত্রে অভিনয়ের অফার আসে, তখন তা ফিরিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন। মানবের চরিত্রে সুশান্তের জায়গায় অভিনয় একটা বড় চ্যালেঞ্জ। তারপর মাথায় এসেছিল সুশান্তও তো জীবনে ঝুঁকি নিতে ভালোবাসত। তাই বেশি কিছু না ভেবে হ্যাঁ করে দেন।
সিনেমায় তিন খানের একসঙ্গে দেখা পেতে হলে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তবে আমির, সালমান ও শাহরুখকে একসঙ্গে দেখার সুযোগ এসে গেছে। এ মাসেই সৌদি আরবের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা।
১ ঘণ্টা আগেবাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
১৩ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
১৩ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
১৪ ঘণ্টা আগে