ঢাকা : স্টার জলসার ধারাবাহিক ‘ফেলনা’। এতে শিশুশিল্পী মেঘান চক্রবর্তীর অভিনয় মন কেড়েছে দর্শকের। দুষ্টুমিষ্টি হাসি আর সরল চাহনিতে জয় করে নিয়েছে বাঙালির হৃদয়। তবে দর্শকের জন্য মন খারাপের খবর, এখন থেকে আর মেঘানকে দেখা যাবে না ‘ফেলনা’য়। খুব শিগগির সে বিদায় নেবে জনপ্রিয় এই সিরিয়াল থেকে। তার জায়গায় আসবে নতুন মুখ।
কেন এমন সিদ্ধান্ত নিলেন প্রযোজক-নির্মাতারা? অথচ সিরিয়ালটির জনপ্রিয় মুখ মেঘান। বলা চলে তার জন্যই দিনে দিনে সিরিয়ালটির টিআরপি বেড়েছে। জানা গেল, করোনা পরিস্থিতিতে শিশুশিল্পী নিয়ে কাজ করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই নির্মাতা-প্রযোজক চাইলেও মেঘানকে নিয়ে এগোনো হচ্ছে না তাঁদের।
এই সিরিয়ালের প্রযোজক রাজ চক্রবর্তী। শিশু চরিত্র বাদ দিতে বেশ মাথা ঘামাতে হয়েছে প্রযোজক-নির্মাতাদের। গল্প এগিয়ে দিয়েছেন দশ বছর। ছোট্ট ‘ফেলনা’ ততদিনে কিশোরী। কিশোরী ‘ফেলনা’ চরিত্রে হাজির হবে হিয়া দে। এখন থেকে কিশোরী ফেলনা হিসেবে ‘পটলকুমার গানওয়ালা’ খ্যাত হিয়াকেই দেখবেন দর্শক।
সিরিয়াল থেকে বিদায় নেওয়ার আগে সবাইকে ধন্যবাদ জানিয়েছে মেঘান। ইনস্টাগ্রামে ‘ফেলনা’ চরিত্রের তিনটি ছবি পোস্ট করে লিখেছে, ‘ফেলনাকে এত আদর দিয়েছ তোমরা। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা।’
‘ফেলনা’র আগে ‘কাদম্বিনী’ ধারাবাহিকেও কাজ করেছে মেঘান। ওটিটিতে কাজের অভিজ্ঞতাও আছে তার। হইচইয়ের ওয়েব সিরিজ ‘সেই যে হলুদ পাখি’র দ্বিতীয় সিজন এবং ‘নতুন গল্প হয়ে যাক’–এ কাজ করেছে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে।
কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে মেঘান জানিয়েছিল, তার বাবা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এখন বাবাকে কাছে পেয়ে মনের ভার একটু কমেছে। বাবা হাসপাতাল থেকে আসার পর লেখে, ‘বাবা, তুমিই আমার সব। তোমাকে এতদিন ছেড়ে কখনো থাকিনি। লড়াই জিতে তুমি ফিরে এসেছ। এতদিনের ভয়, মন খারাপ এবার শেষ।’
তবে, শেষ আর হলো কই! ‘ফেলনা’ থেকে বাদ পড়ে যাওয়ায় একটু তো প্রভাব পড়েছেই তার ছোট্ট মনে।
ঢাকা : স্টার জলসার ধারাবাহিক ‘ফেলনা’। এতে শিশুশিল্পী মেঘান চক্রবর্তীর অভিনয় মন কেড়েছে দর্শকের। দুষ্টুমিষ্টি হাসি আর সরল চাহনিতে জয় করে নিয়েছে বাঙালির হৃদয়। তবে দর্শকের জন্য মন খারাপের খবর, এখন থেকে আর মেঘানকে দেখা যাবে না ‘ফেলনা’য়। খুব শিগগির সে বিদায় নেবে জনপ্রিয় এই সিরিয়াল থেকে। তার জায়গায় আসবে নতুন মুখ।
কেন এমন সিদ্ধান্ত নিলেন প্রযোজক-নির্মাতারা? অথচ সিরিয়ালটির জনপ্রিয় মুখ মেঘান। বলা চলে তার জন্যই দিনে দিনে সিরিয়ালটির টিআরপি বেড়েছে। জানা গেল, করোনা পরিস্থিতিতে শিশুশিল্পী নিয়ে কাজ করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই নির্মাতা-প্রযোজক চাইলেও মেঘানকে নিয়ে এগোনো হচ্ছে না তাঁদের।
এই সিরিয়ালের প্রযোজক রাজ চক্রবর্তী। শিশু চরিত্র বাদ দিতে বেশ মাথা ঘামাতে হয়েছে প্রযোজক-নির্মাতাদের। গল্প এগিয়ে দিয়েছেন দশ বছর। ছোট্ট ‘ফেলনা’ ততদিনে কিশোরী। কিশোরী ‘ফেলনা’ চরিত্রে হাজির হবে হিয়া দে। এখন থেকে কিশোরী ফেলনা হিসেবে ‘পটলকুমার গানওয়ালা’ খ্যাত হিয়াকেই দেখবেন দর্শক।
সিরিয়াল থেকে বিদায় নেওয়ার আগে সবাইকে ধন্যবাদ জানিয়েছে মেঘান। ইনস্টাগ্রামে ‘ফেলনা’ চরিত্রের তিনটি ছবি পোস্ট করে লিখেছে, ‘ফেলনাকে এত আদর দিয়েছ তোমরা। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা।’
‘ফেলনা’র আগে ‘কাদম্বিনী’ ধারাবাহিকেও কাজ করেছে মেঘান। ওটিটিতে কাজের অভিজ্ঞতাও আছে তার। হইচইয়ের ওয়েব সিরিজ ‘সেই যে হলুদ পাখি’র দ্বিতীয় সিজন এবং ‘নতুন গল্প হয়ে যাক’–এ কাজ করেছে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে।
কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে মেঘান জানিয়েছিল, তার বাবা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এখন বাবাকে কাছে পেয়ে মনের ভার একটু কমেছে। বাবা হাসপাতাল থেকে আসার পর লেখে, ‘বাবা, তুমিই আমার সব। তোমাকে এতদিন ছেড়ে কখনো থাকিনি। লড়াই জিতে তুমি ফিরে এসেছ। এতদিনের ভয়, মন খারাপ এবার শেষ।’
তবে, শেষ আর হলো কই! ‘ফেলনা’ থেকে বাদ পড়ে যাওয়ায় একটু তো প্রভাব পড়েছেই তার ছোট্ট মনে।
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা।
১৩ ঘণ্টা আগেবলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
১৪ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
১৮ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ ঘণ্টা আগে