স্টার জলসার নতুন সিরিয়াল ‘আয় তবে সহচরী’। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় দেখা যাচ্ছে সিরিয়ালটি। গতকাল শুরু হয়েছে এর প্রচার। এই সিরিয়ালের মাধ্যমে অনেক দিন পর ছোট পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম ‘সহচরী’। গল্পে সহচরী ও বরফির অসমবয়স্ক বন্ধুত্ব দেখা যাবে। বরফির চরিত্রে দেখা যাবে অরুণিমা হালদারকে।
আমাদের চারপাশে অনেক নারী আছে, যারা সংসারের চাপে পড়াশোনায় পিছিয়ে পড়ে। কিন্তু সংসারের দায়িত্ব সামলে কেউ কেউ সাহস করে ঠিকই এগিয়ে যায়। আর সে রকমই এক নারী সহচরী। গল্পের নায়িকা সহচরীর ইচ্ছা উচ্চশিক্ষিত হওয়ার। সংসারের চাপ, সবার হেয়-তাচ্ছিল্য—সবকিছুর বাইরে গিয়ে কলেজে ভর্তি হয় সে। সেখানেই আলাপ হয় বরফির সঙ্গে। কথায় বলে, ‘বন্ধুত্ব না মানে বয়স, না মানে সময়’। সহচরীর স্বপ্নপূরণে সাহায্যের হাত বাড়ায় কলেজছাত্রী বরফি। দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। এমন অসমবয়সী বন্ধুত্বের গল্প প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে কনীনিকা বললেন, ‘বাস্তবেই আমার প্রায় সব বন্ধুর থেকে আমার বয়সের পার্থক্য ২০-২৫ বছরের। খুব কম বন্ধু আছে, যারা আমার বয়সী। তাই নিজেকে বরফির জায়গায় রেখে বলতে পারি, বাস্তবেও সত্যিই এমন বন্ধুত্ব হয়। এখানে দুটি মেয়ের বন্ধুত্ব দেখানো হচ্ছে। আমার মনে হয়, একজন মেয়েই কেবল আরেকজন মেয়েকে সম্পূর্ণভাবে বুঝতে পারে।’
গল্পে কি সহচরীর স্বপ্নপূরণ হবে? সেই উত্তর দেবে সময়। তবে কনীনিকার কি কোনো অপূর্ণ স্বপ্ন আছে? উত্তরে বলেন, ‘আমার না, কিন্তু আমার মায়ের আছে। ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিলাম। মায়ের ইচ্ছা ছিল আমি ডাক্তার হব। কিন্তু ছোট থেকে আমি বলতাম, আমি মাধুরী দীক্ষিত হব। বাবা পাশে ছিলেন সব সময়। বাবার উৎসাহে থিয়েটারে যোগ দেওয়া, অভিনয় শেখা। এখন আমার নিজের অভিনয় শেখানোর স্কুল আছে। এখন চাই সেখানকার ছাত্রছাত্রীরা ভালো অভিনয় করুক। ইন্ডাস্ট্রিকে কিছু ভালো শিল্পী যেন দিয়ে যেতে পারি। এটাই এখন স্বপ্ন।’
স্টার জলসার নতুন সিরিয়াল ‘আয় তবে সহচরী’। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় দেখা যাচ্ছে সিরিয়ালটি। গতকাল শুরু হয়েছে এর প্রচার। এই সিরিয়ালের মাধ্যমে অনেক দিন পর ছোট পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম ‘সহচরী’। গল্পে সহচরী ও বরফির অসমবয়স্ক বন্ধুত্ব দেখা যাবে। বরফির চরিত্রে দেখা যাবে অরুণিমা হালদারকে।
আমাদের চারপাশে অনেক নারী আছে, যারা সংসারের চাপে পড়াশোনায় পিছিয়ে পড়ে। কিন্তু সংসারের দায়িত্ব সামলে কেউ কেউ সাহস করে ঠিকই এগিয়ে যায়। আর সে রকমই এক নারী সহচরী। গল্পের নায়িকা সহচরীর ইচ্ছা উচ্চশিক্ষিত হওয়ার। সংসারের চাপ, সবার হেয়-তাচ্ছিল্য—সবকিছুর বাইরে গিয়ে কলেজে ভর্তি হয় সে। সেখানেই আলাপ হয় বরফির সঙ্গে। কথায় বলে, ‘বন্ধুত্ব না মানে বয়স, না মানে সময়’। সহচরীর স্বপ্নপূরণে সাহায্যের হাত বাড়ায় কলেজছাত্রী বরফি। দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। এমন অসমবয়সী বন্ধুত্বের গল্প প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে কনীনিকা বললেন, ‘বাস্তবেই আমার প্রায় সব বন্ধুর থেকে আমার বয়সের পার্থক্য ২০-২৫ বছরের। খুব কম বন্ধু আছে, যারা আমার বয়সী। তাই নিজেকে বরফির জায়গায় রেখে বলতে পারি, বাস্তবেও সত্যিই এমন বন্ধুত্ব হয়। এখানে দুটি মেয়ের বন্ধুত্ব দেখানো হচ্ছে। আমার মনে হয়, একজন মেয়েই কেবল আরেকজন মেয়েকে সম্পূর্ণভাবে বুঝতে পারে।’
গল্পে কি সহচরীর স্বপ্নপূরণ হবে? সেই উত্তর দেবে সময়। তবে কনীনিকার কি কোনো অপূর্ণ স্বপ্ন আছে? উত্তরে বলেন, ‘আমার না, কিন্তু আমার মায়ের আছে। ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিলাম। মায়ের ইচ্ছা ছিল আমি ডাক্তার হব। কিন্তু ছোট থেকে আমি বলতাম, আমি মাধুরী দীক্ষিত হব। বাবা পাশে ছিলেন সব সময়। বাবার উৎসাহে থিয়েটারে যোগ দেওয়া, অভিনয় শেখা। এখন আমার নিজের অভিনয় শেখানোর স্কুল আছে। এখন চাই সেখানকার ছাত্রছাত্রীরা ভালো অভিনয় করুক। ইন্ডাস্ট্রিকে কিছু ভালো শিল্পী যেন দিয়ে যেতে পারি। এটাই এখন স্বপ্ন।’
বলিউডের ভাইজান সালমান খান সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ২০০৭ সালে ‘পার্টনার’ সিনেমার শুটিংয়ের সময় এই যন্ত্রণাদায়ক রোগের সূত্রপাত হয়। সাড়ে সাত বছর এই রোগ তাঁকে ভুগিয়েছে।
১৩ ঘণ্টা আগেছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
১৭ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১৮ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৯ ঘণ্টা আগে