তলানিতে টিআরপি, প্রাইম স্লট থেকে নামিয়ে আনা হল স্টার জলসার ধারাবাহিক মোহরকে! মানতে পারছেন না ভক্তরা। একসময়কার জনপ্রিয় সিরিয়াল ‘মোহর’-এর জীবনে নতুন মোড়, এবং নতুন সময়ে সম্প্রচার শুরু ধারাবাহিকের।
একটা সময় কলকাতার বাংলা টেলিভিশনের টিআরপি টপার ছিল স্টার জলসার এই ধারাবাহিক। গত কয়েক মাসে অনেকখানি তলানিতে ঠেকেছে মোহর-এর জনপ্রিয়তা।
গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সেরা পাঁচে জায়গা হচ্ছে না ‘মোহর’-এর। টিআরপি রেটিংয়ে তেমন কোনও পরিবর্তন না আসবার কারণেই প্রাইম স্লট থেকে ‘মোহর’কে সরিয়ে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
গত ৫ এপ্রিল থেকে দুপুর ২টায় প্রচার হচ্ছে মোহর। কিন্তু এই সিদ্ধান্তে একেবারেই খুশি নয় মোহর ভক্তরা। সোনামণি সাহা ও প্রতীক সেনের মতো তারকা জুটির কাছে এটা ঘোর অপমানের, দাবি ভক্তদের।
তাই মোহরের জন্য একদিকে সুবিচার চেয়ে হ্যাশট্যাগ জাস্টিস ফর মোহর হ্যাশট্যাগে চ্যানেলের ফেসবুক, ইনস্টাগ্রামের পেজ ভরিয়ে দিচ্ছে ভক্তরা, অন্যদিকে মোহর-এর জায়গায় রাত ৮টায় শুরু হতে চলা ‘বরণ’ ধারাবাহিক বয়কটের ডাক দিয়েছে।
এক ভক্ত টুইটারে লিখেছেন, ‘যেই জুটি আপনাদের এত সম্মান আর নাম এনে দিয়েছে তাদের সাথে এমন অন্যায় করতে আপনাদের রুচিতে বাঁধলো না। ছি ছি আর কতো নিচে নামবেন আপনারা?’
অপর একজন লেখেন, ‘মোহরের স্থান থেকে মোহরকে সরিয়ে বরণকে বরণ করেছেন। আমরা মোহর প্রেমীরা মরে যাবো তাও বরণ দেখবো না। আপনারা আমাদের সাথে যে অন্যায় যে অবিচার করেছেন তার দাম আপনাদের দিতে হবে। আপনারা কি করে ভাবতে পারলেন যে সময়ে আমরা টিভির সামনে বসে মোহর দেখতাম আর সেখানে মোহর না দেখে বরণ দেখবো? এই জীবনে এই আশা অন্তত করবেন না। আপনারা প্লিজ ভাবুন মোহরকে রাতে মোহরের জায়গায় নিয়ে আসার জন্য তাহলে আমরা জলসার সাথে থাকবো’।
এর আগে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিক বন্ধ করে দেওয়ার পরেও এহেন ক্ষোভের মুখে পড়তে হয়েছিল চ্যানেল কর্তৃপক্ষকে। মোহর-এর সময় বদল নিয়েই ক্ষোভ ঝাড়ছে অনুরাগীরা।
গল্পের নতুন মোড়ে এবার ছাত্রী মোহর নয়, কলেজে পা রাখছে শিক্ষিকা মোহর। নতুন পর্বে মোহর-এর লুকও পালটে গিয়েছে। এবার সালোয়ার ছেড়ে নায়িকার পরনে শাড়ি। চেনা জায়গাতে নতুন চ্যালেঞ্জ নিয়ে মোহর। যে কলেজে নিজের ছাত্রী জীবন কাটিয়েছে মোহর, সেই কলেজই এখন তাঁর কাছে নতুন ভাবে ধরা দিচ্ছে। মোহরের অঙ্গীকার- ‘লক্ষ্য ছিল পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হব। সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি। আজ এই কলেজের শিক্ষিকা হয়ে আমার আর এক নতুন পথচলা শুরু।’
মোহর-এর নতুন সফরেও কাঁটা হয়ে দেখা দেবেন শ্রেষ্ঠা ম্যাম। শিক্ষিকা মোহরের সঙ্গে শঙ্খ স্যারের রয়াসন কেমন হয়, সেই দিকেই চোখ থাকবে সকলের।
তলানিতে টিআরপি, প্রাইম স্লট থেকে নামিয়ে আনা হল স্টার জলসার ধারাবাহিক মোহরকে! মানতে পারছেন না ভক্তরা। একসময়কার জনপ্রিয় সিরিয়াল ‘মোহর’-এর জীবনে নতুন মোড়, এবং নতুন সময়ে সম্প্রচার শুরু ধারাবাহিকের।
একটা সময় কলকাতার বাংলা টেলিভিশনের টিআরপি টপার ছিল স্টার জলসার এই ধারাবাহিক। গত কয়েক মাসে অনেকখানি তলানিতে ঠেকেছে মোহর-এর জনপ্রিয়তা।
গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সেরা পাঁচে জায়গা হচ্ছে না ‘মোহর’-এর। টিআরপি রেটিংয়ে তেমন কোনও পরিবর্তন না আসবার কারণেই প্রাইম স্লট থেকে ‘মোহর’কে সরিয়ে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
গত ৫ এপ্রিল থেকে দুপুর ২টায় প্রচার হচ্ছে মোহর। কিন্তু এই সিদ্ধান্তে একেবারেই খুশি নয় মোহর ভক্তরা। সোনামণি সাহা ও প্রতীক সেনের মতো তারকা জুটির কাছে এটা ঘোর অপমানের, দাবি ভক্তদের।
তাই মোহরের জন্য একদিকে সুবিচার চেয়ে হ্যাশট্যাগ জাস্টিস ফর মোহর হ্যাশট্যাগে চ্যানেলের ফেসবুক, ইনস্টাগ্রামের পেজ ভরিয়ে দিচ্ছে ভক্তরা, অন্যদিকে মোহর-এর জায়গায় রাত ৮টায় শুরু হতে চলা ‘বরণ’ ধারাবাহিক বয়কটের ডাক দিয়েছে।
এক ভক্ত টুইটারে লিখেছেন, ‘যেই জুটি আপনাদের এত সম্মান আর নাম এনে দিয়েছে তাদের সাথে এমন অন্যায় করতে আপনাদের রুচিতে বাঁধলো না। ছি ছি আর কতো নিচে নামবেন আপনারা?’
অপর একজন লেখেন, ‘মোহরের স্থান থেকে মোহরকে সরিয়ে বরণকে বরণ করেছেন। আমরা মোহর প্রেমীরা মরে যাবো তাও বরণ দেখবো না। আপনারা আমাদের সাথে যে অন্যায় যে অবিচার করেছেন তার দাম আপনাদের দিতে হবে। আপনারা কি করে ভাবতে পারলেন যে সময়ে আমরা টিভির সামনে বসে মোহর দেখতাম আর সেখানে মোহর না দেখে বরণ দেখবো? এই জীবনে এই আশা অন্তত করবেন না। আপনারা প্লিজ ভাবুন মোহরকে রাতে মোহরের জায়গায় নিয়ে আসার জন্য তাহলে আমরা জলসার সাথে থাকবো’।
এর আগে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিক বন্ধ করে দেওয়ার পরেও এহেন ক্ষোভের মুখে পড়তে হয়েছিল চ্যানেল কর্তৃপক্ষকে। মোহর-এর সময় বদল নিয়েই ক্ষোভ ঝাড়ছে অনুরাগীরা।
গল্পের নতুন মোড়ে এবার ছাত্রী মোহর নয়, কলেজে পা রাখছে শিক্ষিকা মোহর। নতুন পর্বে মোহর-এর লুকও পালটে গিয়েছে। এবার সালোয়ার ছেড়ে নায়িকার পরনে শাড়ি। চেনা জায়গাতে নতুন চ্যালেঞ্জ নিয়ে মোহর। যে কলেজে নিজের ছাত্রী জীবন কাটিয়েছে মোহর, সেই কলেজই এখন তাঁর কাছে নতুন ভাবে ধরা দিচ্ছে। মোহরের অঙ্গীকার- ‘লক্ষ্য ছিল পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হব। সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি। আজ এই কলেজের শিক্ষিকা হয়ে আমার আর এক নতুন পথচলা শুরু।’
মোহর-এর নতুন সফরেও কাঁটা হয়ে দেখা দেবেন শ্রেষ্ঠা ম্যাম। শিক্ষিকা মোহরের সঙ্গে শঙ্খ স্যারের রয়াসন কেমন হয়, সেই দিকেই চোখ থাকবে সকলের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
১২ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
১৫ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১ দিন আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১ দিন আগে