জুঁই ফুলের সাবিনা: কিংবদন্তিকে নিয়ে শাইখ সিরাজের অনন্য সৃজন
বাংলা গানের জগতে সাবিনা ইয়াসমীন একজন জীবন্ত কিংবদন্তি। তাঁকে আমরা গানের কোকিল নামেই চিনি। এ দেশের কয়েক প্রজন্ম তাঁর গানের সুরে বেড়ে উঠেছে। চলচ্চিত্রের পাশাপাশি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদি, লোকসংগীত, আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার, নানা আঙ্গিকের সুরে গান গেয়ে দেশের অন্যতম সেরা