Ajker Patrika

ঢাকায় চার্লি পুথের কনসার্ট নিয়ে ধোঁয়াশা, যা জানা গেল

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ২২: ০৪
ঢাকায় চার্লি পুথের কনসার্ট নিয়ে ধোঁয়াশা, যা জানা গেল

ঢাকায় গাইতে আসছেন মার্কিন গায়ক চার্লি পুথ। সম্প্রতি এমন খবর জানিয়েছে, সিলভারলাইন ইভেন্টস নামের একটি প্রতিষ্ঠান। তাদের সূত্র ধরে দেশের বিভিন্ন গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মঞ্চে গাইবার কথা চার্লি পুথের। তবে কনসার্টটি নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

গতকাল বৃহস্পতিবার চার্লি পুথের এজেন্ট হিসেবে কাজ করা প্রতিষ্ঠান ওয়াসারম্যান মিউজিকের ব্রেন্ট স্মিথ নামের একজন এজেন্টের সঙ্গে ই–মেইলে যোগাযোগ করে দেশের একটি সংবাদমাধ্যম। সেখানে জানানো হয়, চার্লি পুথের বাংলাদেশে পূর্বনির্ধারিত কোনো কনসার্ট নেই। তিনি আগামী ১০ ফেব্রুয়ারি বাংলাদেশের কোনো কনসার্টে এসে গান গাইছেন না।

তবে চার্লি পুথের অফিশিয়াল ওয়েবসাইটের প্রেস সেকশনে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় মিউজিক লেভেল আটলান্টিক রেকর্ডসের লিংক দেওয়া আছে। চার্লি পুথের হয়ে জনসংযোগের দায়িত্বে রয়েছে এই প্রতিষ্ঠান।

আটলান্টিক রেকর্ডসের হয়ে চার্লি পুথের দায়িত্বে থাকা এজেন্ট শিলা রিচম্যানের সঙ্গে আজকের পত্রিকার পক্ষ থেকে ই–মেইলে যোগাযোগ করা হলে, স্বয়ংক্রিয় প্রতিউত্তরে জানানো হয়, আগামী ২ জানুয়ারি পর্যন্ত তিনি ছুটিতে আছেন। চার্লি পুথের ম্যানেজার ও তাঁর বোন মিকেলা পুথের সঙ্গে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া মেলেনি।

মার্কিন গায়ক চার্লি পুথ। ছবি: ইনস্টাগ্রামএদিকে ঘোষণা দেওয়া ভেন্যু আইসিসিবিতে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানায়, সিলভারলাইন নামে একটি প্রতিষ্ঠান তাদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো বুকিং নিশ্চিত করা হয়নি।

সিলভারলাইনের কাস্টমার সার্ভিস প্রতিনিধি বৃষ্টি সূত্রধর গত মঙ্গলবার আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, চার্লি পুথের সঙ্গে মঞ্চে দেখা যাবে বাংলাদেশের জেফার রহমানকে। জেফারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম একটি প্রস্তাব আমি পেয়েছিলাম। তবে আমার প্রতিটা কনসার্টে কিছু বিষয় থাকে, সে বিষয়গুলোর ব্যাপারে আমি প্রতিষ্ঠানটি থেকে চেয়েছি। তবে তাঁদের সঙ্গে আমার কোনো চুক্তি হয়নি।’

জেফার রহমান। ছবি: সংগৃহীতকনসার্টটি নিয়ে সিলভারলাইনের কাস্টমার সার্ভিস প্রতিনিধি বৃষ্টি সূত্রধর দেশের আরেকটি সংবাদমাধ্যমে বলেছেন, ‘চার্লি পুথের সঙ্গে আমাদের যাবতীয় কাগজপত্র হয়ে গেছে। জানুয়ারির মাঝামাঝিতে আমরা তাঁর একটি ভিডিও বার্তা প্রচার করব। যেহেতু এটা তাঁর সলো ট্যুর না, আমাদের আয়োজনে আলাদা ইভেন্ট। তাই তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে কোনো পোস্ট দিচ্ছেন না; আমরাই তাঁর ভিডিও বার্তা দেব।’

আজ শুক্রবার সন্ধ্যার দিকে প্রতিবেদনটি লেখার সময় প্রতিষ্ঠানটির ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যায়নি। এমনকি তাদের ব্যবহৃত নম্বরটিও বন্ধ পাওয়া গেছে। ফলে ঢাকায় চার্লি পুথের কনসার্ট ধোঁয়াশাই থেকে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত