প্রায় তিন দশক পর নতুন গান নিয়ে এল বিশ্বখ্যাত ব্রিটিশ ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’। ‘হেই হেই রাইজআপ’ শিরোনামের নতুন এই গানের মাধ্যমে রাশিয়ার হামলার শিকার ইউক্রেনের জনগণের প্রতি সংহতি জানায় রক ব্যান্ডটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, স্থানীয় সময় শুক্রবার (৮ এপ্রিল) মধ্যরাতে পিংক ফ্লয়েডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। পিংক ফ্লয়েডের এই গানে কালজয়ী সংগীতশিল্পী ডেভিড গিলমোর ও নিক ম্যাসনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন যুদ্ধে আহত ইউক্রেনীয় শিল্পী আন্দ্রি খিলভনিউক।
ডেভিড গিলমোর গণমাধ্যমকে বলেন, আন্দ্রি খিলভনিউক কিয়েভে প্রতিরক্ষা বাহিনীর হয়ে কাজ করছেন। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার সময় তিনি ইনস্টাগ্রামে একটি গান গাওয়ার ভিডিও পোস্ট করেন, যে ভিডিওতে ইউক্রেনের রাজধানী ছিল জনশূন্য। এই ভিডিও দেখেই পিংক ফ্লয়েড নতুন একটি গান তৈরির অনুপ্রেরণা পায়।
কিয়েভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের সামনে দাঁড়িয়ে আন্দ্রি খিলভনিউকের গাওয়া প্রথম বিশ্বযুদ্ধের একটি প্রতিবাদী গানের ভিডিও পিংক ফ্লয়েডের গানটিতে যুক্ত করে দেওয়া হয়েছে।
‘হেই হেই রাইজআপ’ শিরোনামে গানটি লিখেছেন গিলমোর নিজেই। ব্যান্ডের বাকি সদস্যদের সঙ্গে আলাপ করে আন্দ্রি খিলভনিউককে দিয়েই গানটি গাওয়ানোর সিদ্ধান্ত নেন তিনি। যুদ্ধাহত আন্দ্রি এই গান রেকর্ড করে পাঠান বলে জানান গিলমোর।
গিলমোরের পুত্রবধূ ও নাতি-নাতনিরা ইউক্রেনীয়। তিনি একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে বিশ্বের অন্যতম শক্তিধর দেশের আগ্রাসনের তীব্র নিন্দা জানান। বিশ্বখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও গিটারিস্ট গিলমোর আরও বলেন, ‘আমরা ইউক্রেনের সমর্থনে কথা বলতে চাই।’
পিংক ফ্লয়েডের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের যুদ্ধবিরোধী নতুন গানটি থেকে যা আয় হবে, তার পুরোটাই ইউক্রেনে মানবিক সহায়তায় ব্যয় করা হবে। এর মধ্যে গানটি শুনেছেন ২০ লাখের বেশি মানুষ।
পিংক ফ্লয়েড সবশেষ ১৯৯৪ সালে ‘দ্য ডিভিশন বেল’ নামে গানের অ্যালবাম প্রকাশ করে। সে হিসেবে দীর্ঘ ২৮ বছর পর নতুন গান প্রকাশ করল বিশ্বখ্যাত এই ব্রিটিশ রক ব্যান্ড।
প্রায় তিন দশক পর নতুন গান নিয়ে এল বিশ্বখ্যাত ব্রিটিশ ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’। ‘হেই হেই রাইজআপ’ শিরোনামের নতুন এই গানের মাধ্যমে রাশিয়ার হামলার শিকার ইউক্রেনের জনগণের প্রতি সংহতি জানায় রক ব্যান্ডটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, স্থানীয় সময় শুক্রবার (৮ এপ্রিল) মধ্যরাতে পিংক ফ্লয়েডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। পিংক ফ্লয়েডের এই গানে কালজয়ী সংগীতশিল্পী ডেভিড গিলমোর ও নিক ম্যাসনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন যুদ্ধে আহত ইউক্রেনীয় শিল্পী আন্দ্রি খিলভনিউক।
ডেভিড গিলমোর গণমাধ্যমকে বলেন, আন্দ্রি খিলভনিউক কিয়েভে প্রতিরক্ষা বাহিনীর হয়ে কাজ করছেন। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার সময় তিনি ইনস্টাগ্রামে একটি গান গাওয়ার ভিডিও পোস্ট করেন, যে ভিডিওতে ইউক্রেনের রাজধানী ছিল জনশূন্য। এই ভিডিও দেখেই পিংক ফ্লয়েড নতুন একটি গান তৈরির অনুপ্রেরণা পায়।
কিয়েভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের সামনে দাঁড়িয়ে আন্দ্রি খিলভনিউকের গাওয়া প্রথম বিশ্বযুদ্ধের একটি প্রতিবাদী গানের ভিডিও পিংক ফ্লয়েডের গানটিতে যুক্ত করে দেওয়া হয়েছে।
‘হেই হেই রাইজআপ’ শিরোনামে গানটি লিখেছেন গিলমোর নিজেই। ব্যান্ডের বাকি সদস্যদের সঙ্গে আলাপ করে আন্দ্রি খিলভনিউককে দিয়েই গানটি গাওয়ানোর সিদ্ধান্ত নেন তিনি। যুদ্ধাহত আন্দ্রি এই গান রেকর্ড করে পাঠান বলে জানান গিলমোর।
গিলমোরের পুত্রবধূ ও নাতি-নাতনিরা ইউক্রেনীয়। তিনি একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে বিশ্বের অন্যতম শক্তিধর দেশের আগ্রাসনের তীব্র নিন্দা জানান। বিশ্বখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও গিটারিস্ট গিলমোর আরও বলেন, ‘আমরা ইউক্রেনের সমর্থনে কথা বলতে চাই।’
পিংক ফ্লয়েডের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের যুদ্ধবিরোধী নতুন গানটি থেকে যা আয় হবে, তার পুরোটাই ইউক্রেনে মানবিক সহায়তায় ব্যয় করা হবে। এর মধ্যে গানটি শুনেছেন ২০ লাখের বেশি মানুষ।
পিংক ফ্লয়েড সবশেষ ১৯৯৪ সালে ‘দ্য ডিভিশন বেল’ নামে গানের অ্যালবাম প্রকাশ করে। সে হিসেবে দীর্ঘ ২৮ বছর পর নতুন গান প্রকাশ করল বিশ্বখ্যাত এই ব্রিটিশ রক ব্যান্ড।
প্রায় দেড় যুগ পর আসছে আমির খানের ‘তারে জমিন পার’ সিনেমার সিকুয়েল ‘সিতারে জমিন পার’। গতকাল মঙ্গলবার প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। বিশেষ চাহিদাসম্পন্ন একদল মানুষ কীভাবে রূঢ় স্বভাবের বাস্কেটবল কোচকে ভালো মানুষ হতে শেখায়, সেটাই দেখা যাবে সিনেমায়। তবে ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে...
৩৬ মিনিট আগেশাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
১৩ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
১৪ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
১৪ ঘণ্টা আগে