প্রথমবারের মতো আলম আরা মিনুর সঙ্গে গাইলেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু। গানের শিরোনাম ‘দু চোখের চাদরে, রেখে দেব আদরে’। গানটির সুরও করেছেন নোলক বাবু, কথা লিখেছেন তরুণ সিং। সংগীত আয়োজন করেছেন এস ডি সাগর। গত সোমবার রাতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
নতুন গানটি নিয়ে আলম আরা মিনু বলেন, ‘গানের কথা ও সুর ভালো হয়েছে। রোমান্টিক ঘরানার একটি গান। নোলক এমনিতেই খুব ভালো গায়। যেহেতু এ গানটি তাঁর নিজের সুর করা, তাই মনে হয় গানটির প্রতি একটু বেশি দরদ দেখতে পেয়েছি তাঁর মাঝে। খুব যত্ন নিয়ে গেয়েছে। আমিও চেষ্টা করেছি মন দিয়ে গাইতে। সব মিলিয়ে খুব ভালো হয়েছে। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
নোলক বাবু বলেন, ‘আলম আরা মিনু শ্রদ্ধেয় শিল্পী। তিনি বাংলাদেশের সংগীতাঙ্গনের গর্ব। তাঁর সঙ্গে প্রথমবার দ্বৈত গান গাইতে পারাটা আমার জন্য বড় পাওয়া। ভীষণ ভালো লাগল মিনু আপার সঙ্গে গাইতে পেরে। চেষ্টা করেছি সুন্দর সুরের একটা গান শ্রোতাদের উপহার দিতে।’
উল্লেখ্য, ১৯৮৯ সালে আইয়ুব বাচ্চুর সুরে প্রকাশিত হয় আলম আরা মিনুর প্রথম অ্যালবাম ‘তোমার দেয়া সে কথার মালা’। এই অ্যালবামে মিনু গেয়েছিলেন ‘সে তারা ভরা রাতে’। পরে গানটি আইয়ুব বাচ্চু নিজেও গেয়েছিলেন। এখন পর্যন্ত আলম আরা মিনুর বিশটিরও বেশি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। শতাধিক মিক্সড অ্যালবামে গান গেয়েছেন তিনি। প্লেব্যাক করেছেন শতাধিক সিনেমায়।
কদিন আগে প্রকাশিত হয়েছে নোলক বাবুর গাওয়া প্রার্থনামূলক গান ‘ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’। গানটি লিখেছেন ও সুর করেছেন আনিসুল ইসলাম। মিউজিক করেছেন রোজেন রহমান।
প্রথমবারের মতো আলম আরা মিনুর সঙ্গে গাইলেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু। গানের শিরোনাম ‘দু চোখের চাদরে, রেখে দেব আদরে’। গানটির সুরও করেছেন নোলক বাবু, কথা লিখেছেন তরুণ সিং। সংগীত আয়োজন করেছেন এস ডি সাগর। গত সোমবার রাতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
নতুন গানটি নিয়ে আলম আরা মিনু বলেন, ‘গানের কথা ও সুর ভালো হয়েছে। রোমান্টিক ঘরানার একটি গান। নোলক এমনিতেই খুব ভালো গায়। যেহেতু এ গানটি তাঁর নিজের সুর করা, তাই মনে হয় গানটির প্রতি একটু বেশি দরদ দেখতে পেয়েছি তাঁর মাঝে। খুব যত্ন নিয়ে গেয়েছে। আমিও চেষ্টা করেছি মন দিয়ে গাইতে। সব মিলিয়ে খুব ভালো হয়েছে। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
নোলক বাবু বলেন, ‘আলম আরা মিনু শ্রদ্ধেয় শিল্পী। তিনি বাংলাদেশের সংগীতাঙ্গনের গর্ব। তাঁর সঙ্গে প্রথমবার দ্বৈত গান গাইতে পারাটা আমার জন্য বড় পাওয়া। ভীষণ ভালো লাগল মিনু আপার সঙ্গে গাইতে পেরে। চেষ্টা করেছি সুন্দর সুরের একটা গান শ্রোতাদের উপহার দিতে।’
উল্লেখ্য, ১৯৮৯ সালে আইয়ুব বাচ্চুর সুরে প্রকাশিত হয় আলম আরা মিনুর প্রথম অ্যালবাম ‘তোমার দেয়া সে কথার মালা’। এই অ্যালবামে মিনু গেয়েছিলেন ‘সে তারা ভরা রাতে’। পরে গানটি আইয়ুব বাচ্চু নিজেও গেয়েছিলেন। এখন পর্যন্ত আলম আরা মিনুর বিশটিরও বেশি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। শতাধিক মিক্সড অ্যালবামে গান গেয়েছেন তিনি। প্লেব্যাক করেছেন শতাধিক সিনেমায়।
কদিন আগে প্রকাশিত হয়েছে নোলক বাবুর গাওয়া প্রার্থনামূলক গান ‘ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’। গানটি লিখেছেন ও সুর করেছেন আনিসুল ইসলাম। মিউজিক করেছেন রোজেন রহমান।
নব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
৪ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
৪ ঘণ্টা আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
৫ ঘণ্টা আগে