বিনোদন প্রতিবেদক, ঢাকা
একসঙ্গে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যান্সি। দুজনের সঙ্গে আলাদাভাবে কাজ হয়েছে আরেক সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের। এবার প্রথবারের মতো ইমরান মাহমুদুলের সুর ও সংগীতায়োজনে একসঙ্গে গাইলেন হাবিব ও ন্যান্সি। ঈদ উপলক্ষে নির্মিত ‘হৃদয়ের কথা’ নাটকের একটি গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা।
গতকাল সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে হাবিব ও ন্যান্সির গাওয়া ‘ভালোবাসি শুধু যে তোমারে’ শিরোনামের গানটি। গানের কথা লিখেছেন আহমেদ রিজভী। ভিডিওতে দেখা গেল নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনীকে।
ফেসবুকে গানটি শেয়ার করে ইমরান মাহমুদুল লিখেছেন, ‘হাবিব ওয়াহিদ ও ন্যান্সি একসঙ্গে মানেই দারুণ কিছু। তাঁদের কণ্ঠে এবার হৃদয় ছুঁয়ে যাওয়া এক গান হৃদয়ের কথা নাটকে। শিরোনাম “ভালোবাসি শুধু যে তোমারে”। হাবিব ন্যান্সি জুটি প্রথমবারের মতো আমার সুর ও সংগীতে একসঙ্গে গাইলেন। অনেক ভালোবাসার একটা গান। এখন আপনাদের কাছে দিয়ে দিলাম।’
‘হৃদয়ের কথা’ নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। নাটকের গল্পে দেখা যাবে মফস্বলের দুই তরুণ-তরুণী হৃদয় ও কথা একে অপরকে ভালোবাসে। একসময় হৃদয়ের কাছে এসে কথা জানায় তাকে ভুলে যেতে, না হলে তাকে নিয়ে পালিয়ে যেতে। এরপর পালিয়ে বিয়ে করে তারা। ঘটনাক্রমে খুন হয় কথা। তার পরিবারের সবাই সন্দেহ করে হৃদয়কে। যে মেয়েকে ভালোবাসে বিয়ে করল হৃদয়, তাকে খুনের অভিযোগে জেল হয় তার। কথার সঙ্গে ঠিক কী হয়েছিল আর হৃদয় খুনি কি না, তা জানা যাবে নাটক রিলিজের পর। শিগগিরই সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এই নাটক। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, এ কে আজাদ সেতু প্রমুখ।
একসঙ্গে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যান্সি। দুজনের সঙ্গে আলাদাভাবে কাজ হয়েছে আরেক সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের। এবার প্রথবারের মতো ইমরান মাহমুদুলের সুর ও সংগীতায়োজনে একসঙ্গে গাইলেন হাবিব ও ন্যান্সি। ঈদ উপলক্ষে নির্মিত ‘হৃদয়ের কথা’ নাটকের একটি গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা।
গতকাল সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে হাবিব ও ন্যান্সির গাওয়া ‘ভালোবাসি শুধু যে তোমারে’ শিরোনামের গানটি। গানের কথা লিখেছেন আহমেদ রিজভী। ভিডিওতে দেখা গেল নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনীকে।
ফেসবুকে গানটি শেয়ার করে ইমরান মাহমুদুল লিখেছেন, ‘হাবিব ওয়াহিদ ও ন্যান্সি একসঙ্গে মানেই দারুণ কিছু। তাঁদের কণ্ঠে এবার হৃদয় ছুঁয়ে যাওয়া এক গান হৃদয়ের কথা নাটকে। শিরোনাম “ভালোবাসি শুধু যে তোমারে”। হাবিব ন্যান্সি জুটি প্রথমবারের মতো আমার সুর ও সংগীতে একসঙ্গে গাইলেন। অনেক ভালোবাসার একটা গান। এখন আপনাদের কাছে দিয়ে দিলাম।’
‘হৃদয়ের কথা’ নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। নাটকের গল্পে দেখা যাবে মফস্বলের দুই তরুণ-তরুণী হৃদয় ও কথা একে অপরকে ভালোবাসে। একসময় হৃদয়ের কাছে এসে কথা জানায় তাকে ভুলে যেতে, না হলে তাকে নিয়ে পালিয়ে যেতে। এরপর পালিয়ে বিয়ে করে তারা। ঘটনাক্রমে খুন হয় কথা। তার পরিবারের সবাই সন্দেহ করে হৃদয়কে। যে মেয়েকে ভালোবাসে বিয়ে করল হৃদয়, তাকে খুনের অভিযোগে জেল হয় তার। কথার সঙ্গে ঠিক কী হয়েছিল আর হৃদয় খুনি কি না, তা জানা যাবে নাটক রিলিজের পর। শিগগিরই সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এই নাটক। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, এ কে আজাদ সেতু প্রমুখ।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে