বর্তমান সময়ে প্রযুক্তির কল্যাণে কত কিছুই না সম্ভব। এত দিন যেসব অবাস্তব মনে হতো, সেগুলোই যেন এখন বাস্তবে ঘটছে। মৃত ব্যক্তিদের কণ্ঠে গান রেকর্ড! কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে তা যেন হাতের মুঠোয়। দক্ষিণ ভারতের একটি সিনেমায় এই ঘটনা ঘটেছে। এআই ব্যবহার করে দুই প্রয়াত গায়কের কণ্ঠ নকল করা হয়েছে, তবে নিয়ম মেনেই। এই কাজটি করেছেন জনপ্রিয় সুরকার এ আর রহমান।
সদ্য মুক্তি পাওয়া ‘থিমিরি ইয়েজহুদা’ গানটি দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা ‘লাল সালামে’ ব্যবহার হবে। এই গানের মূল কণ্ঠ বাম্বা বাক্য এবং শাহুল হামিদের। গতকাল সোমবার প্রকাশ্যে আনা হয়েছে গানটি। নির্মাতাদের পক্ষ থেকে এক্স পোস্টে লেখা হয়েছে, ‘বাম্বা বাক্য এবং শাহুল হামিদের দুর্দান্ত কণ্ঠ শোনা যাবে লাল সেলাম সিনেমার থিমিরি ইয়েজহুদা গানে। এটা সম্ভব হয়েছে টাইমলেস ভয়েসেস এক্স, যা কিনা এআই ভয়েস মডেল।’
পরে এ আর রহমান নিজেও এই পোস্ট রিটুইট করেন এবং প্রজেক্টের বিষয়ে আরও বিস্তারিত জানান। তিনি বলেন, ‘আমরা তাঁদের পরিবারের থেকে অনুমতি নিয়েছে এবং তাঁদের কণ্ঠ ব্যবহার করার জন্য যোগ্য সম্মানী পাঠিয়েছি।’
প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে তিনি আরও লেখেন, ‘প্রযুক্তি ভয়ের কিছু বা খারাপ কিছু নয়, যদি আমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানি তবে।’
প্রসঙ্গত, বাম্বা বাক্য জনপ্রিয় তামিল প্লেব্যাক গায়কদের একজন ছিলেন। তিনি ২০২২ সালে মারা যান। অন্যদিকে শাহুল হামিদ ‘উর্বশী উর্বশী’ গানটির জন্য খ্যাতি অর্জন করেছিলেন, ১৯৯৭ সালে তিনি মারা যান।
উল্লেখ্য, ‘লাল সালাম’ পরিচালনা করেছেন ঐশ্বর্য। এতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বিষ্ণু বিশাল এবং বিক্রান্তকে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে রজনীকান্তকে। আগামী ৯ ফেব্রুয়ারি এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বর্তমান সময়ে প্রযুক্তির কল্যাণে কত কিছুই না সম্ভব। এত দিন যেসব অবাস্তব মনে হতো, সেগুলোই যেন এখন বাস্তবে ঘটছে। মৃত ব্যক্তিদের কণ্ঠে গান রেকর্ড! কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে তা যেন হাতের মুঠোয়। দক্ষিণ ভারতের একটি সিনেমায় এই ঘটনা ঘটেছে। এআই ব্যবহার করে দুই প্রয়াত গায়কের কণ্ঠ নকল করা হয়েছে, তবে নিয়ম মেনেই। এই কাজটি করেছেন জনপ্রিয় সুরকার এ আর রহমান।
সদ্য মুক্তি পাওয়া ‘থিমিরি ইয়েজহুদা’ গানটি দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা ‘লাল সালামে’ ব্যবহার হবে। এই গানের মূল কণ্ঠ বাম্বা বাক্য এবং শাহুল হামিদের। গতকাল সোমবার প্রকাশ্যে আনা হয়েছে গানটি। নির্মাতাদের পক্ষ থেকে এক্স পোস্টে লেখা হয়েছে, ‘বাম্বা বাক্য এবং শাহুল হামিদের দুর্দান্ত কণ্ঠ শোনা যাবে লাল সেলাম সিনেমার থিমিরি ইয়েজহুদা গানে। এটা সম্ভব হয়েছে টাইমলেস ভয়েসেস এক্স, যা কিনা এআই ভয়েস মডেল।’
পরে এ আর রহমান নিজেও এই পোস্ট রিটুইট করেন এবং প্রজেক্টের বিষয়ে আরও বিস্তারিত জানান। তিনি বলেন, ‘আমরা তাঁদের পরিবারের থেকে অনুমতি নিয়েছে এবং তাঁদের কণ্ঠ ব্যবহার করার জন্য যোগ্য সম্মানী পাঠিয়েছি।’
প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে তিনি আরও লেখেন, ‘প্রযুক্তি ভয়ের কিছু বা খারাপ কিছু নয়, যদি আমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানি তবে।’
প্রসঙ্গত, বাম্বা বাক্য জনপ্রিয় তামিল প্লেব্যাক গায়কদের একজন ছিলেন। তিনি ২০২২ সালে মারা যান। অন্যদিকে শাহুল হামিদ ‘উর্বশী উর্বশী’ গানটির জন্য খ্যাতি অর্জন করেছিলেন, ১৯৯৭ সালে তিনি মারা যান।
উল্লেখ্য, ‘লাল সালাম’ পরিচালনা করেছেন ঐশ্বর্য। এতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বিষ্ণু বিশাল এবং বিক্রান্তকে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে রজনীকান্তকে। আগামী ৯ ফেব্রুয়ারি এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৪ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৯ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৯ ঘণ্টা আগে